শনিবার, ২৭ আগস্ট, ২০২২ ০০:০০ টা
বিএনপির বিক্ষোভ সমাবেশ

বিভিন্ন স্থানে হামলা ভাঙচুর পুলিশের লাঠিচার্জ

♦ মুন্সীগঞ্জে ৪৫ বাঁশখালীতে ৪০ বাগেরহাটে ৩৫ নোয়াখালীতে ৩০ আড়াইহাজারে ১০ জন আহত ♦ নরসিংদীতে ধাওয়া-পাল্টা ধাওয়া

প্রতিদিন ডেস্ক

বিভিন্ন স্থানে বিএনপির বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগ-যুবলীগের হামলা-ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। মুন্সীগঞ্জে ৪৫, বাঁশখালীতে ৪০, বাগেরহাটে সাবেক এমপিসহ ৩৫, নোয়াখালীতে ৩০, আড়াইহাজারে ১০ নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন দলটির নেতারা। চট্টগ্রামের বাঁশখালী ও বাগেরহাটে পুলিশের বাধা ও লাঠিচার্জের অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া নরসিংদীর রায়পুরায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বাগেরহাট প্রতিনিধি জানান, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের হামলায় বাগেরহাটে বিএনপির সাবেক এমপি শেখ মুজিবুর রহমানসহ ৩৫ নেতা-কর্মী আহত হয়েছেন। সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিকও আহত হয়েছেন। ১৫টি মোটরসাইকেল ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার শেখ জাকির হোসেনের বাড়ি ভাঙচুর করা হয়। বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, প্রথমে পুলিশ বিক্ষোভ মিছিল ও সমাবেশে বাধা দিয়ে মাইক কেড়ে নেয়। এরপরই পুরাতন বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা হামলা চালায়। বাগেরহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইবনে মিজান হিরু বলেন, তার দলের কোনো অঙ্গ সংগঠনের নেতা-কর্মী জড়িত নয়।

মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জে ছাত্রলীগ বিনা উসকানিতে মিছিলে হামলা চালিয়ে অন্তত ৪৫ নেতা-কর্মীকে আহত করেছে দাবি করেছে বিএনপি। শ্রীনগর ও গজারিয়ায় এসব হামলার ঘটনা ঘটে বলে তাদের অভিযোগ। গজারিয়ায় পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে ছাত্রলীগ দাবি করেছে, বিএনপির লোকজন তাদের মিছিলের দিকে এগিয়ে এসে হট্টগোল বাধায়। এ ছাড়া স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ফ্লাইওভারের নিচে অবস্থান নিয়ে বিএনপির নেতা-কর্মীদের কর্মসূচিতে যেতে বাধা দেয় বলেও অভিযোগ বিএনপি কর্মীদের। চট্টগ্রাম থেকে নিজস্ব প্রতিবেদক জানান, জেলার বাঁশখালী উপজেলার কালীপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। এ সময় সাতজনের ওপর পুলিশ সদস্যও আহত হয়েছেন। জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান দাবি করেন, সমাবেশে পুলিশের বাধা ও লাঠিচার্জে নেতা-কর্মীরা আহত হন। বাঁশখালী থানা অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) মো. আরিফুর রহমান বলেন, বিএনপি নেতারা রাস্তা বন্ধ করে সমাবেশ করছিলেন। পুলিশ বাধা দিলে বিএনপি কর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। এতে অন্তত সাত পুলিশ সদস্য আহত হয়েছেন। নোয়াখালী প্রতিনিধি জানান, জেলার চাটখিলে প্রতিবাদ সভার মঞ্চ, চেয়ার ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতাদের বিরুদ্ধে। চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হানিফ ও সদস্য সচিব শাহজাহান রানাসহ ৩০ নেতা-কর্মী আহত হন বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র নেতারা। চাটখিল পৌরসভার চাটখিল আলিয়া মাদরাসা প্রাঙ্গণে মঞ্চ ভাঙচুরের এ ঘটনা ঘটে। চাটখিল উপজেলা বিএনপির সদস্য সচিব শাহজাহান রানা অভিযোগে বলেন, চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ন কবিরের সামনে নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়। ওই সময় পুলিশ কোনো ভূমিকা রাখেনি।  নোয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন বলেন, ছাত্রলীগ-যুবলীগের কোনো নেতা-কর্মী হামলা করেনি। 

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, গোপালদী বাজারে বিএনপির প্রতিবাদ সভা আওয়ামী লীগের বাধার মুখে পণ্ড হয়ে যায়। উভয় পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়ায় ১০ বিএনপির নেতা-কর্মী আহত হন। একটি বাঁশের দোকানে অগ্নিসংযোগ করা হয়।

নরসিংদী প্রতিনিধি জানান, রায়পুরায় বিএনপি ও ছাত্রলীগ নেতাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ময়মনসিংহ প্রতিনিধি জানান, গৌরীপুরে পুলিশের ওপর পাথর নিক্ষেপের ঘটনায় বিএনপির দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বলুয়া গ্রামের সাইফুল ইসলাম ও শিবপুর গ্রামের শাহজাহান মিয়া। মেহেরপুর প্রতিনিধি জানান, গাংনীতে বিএনপির অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগে উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু ও সাধারণ সম্পাদক মো. আসিফ ইকবাল অনিকসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

সর্বশেষ খবর