শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

আগস্টে রেমিট্যান্স ২০ হাজার কোটি টাকার বেশি

নিজস্ব প্রতিবেদক

আগস্টে রেমিট্যান্স ২০ হাজার কোটি টাকার বেশি

বিদেশি মুদ্রার সংকটের মধ্যে রেমিট্যান্স বাড়ছে দেশে। সদ্য সমাপ্ত আগস্টে দেশে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ২০৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। ডলারের দর বৃদ্ধির কারণে স্থানীয় মুদ্রায় প্রতি ডলার ১০০ টাকা ধরে যা ২০ হাজার কোটি টাকার বেশি। গত বছর আগস্টের তুলনায় রেমিট্যান্স বেশি এসেছে প্রায় ২২ কোটি ডলার। গতকাল বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি দেশে ডলার সংকটের কারণে বাংলাদেশ ব্যাংক প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণে বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছে। প্রশ্ন ছাড়া রেমিট্যান্স পাঠানো, অতিরিক্ত প্রণোদনাসহ বিভিন্ন চার্জ কমানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন- এসব কারণে দেশে রেমিট্যান্স বাড়ছে। এ ছাড়া হুন্ডির ওপর কড়া নজরদারি রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি বছরের সদ্যবিদায়ী মাস আগস্টে ২০৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের আগস্টে এসেছিল ১৮১ কোটি ডলার। সে হিসাবে গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ১২ দশমিক ৬ শতাংশ। চলতি বছরের জুলাই মাসে রেমিট্যান্স এসেছে ২০৯ কোটি ডলার। ২০২২-২০২৩ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্টে মোট রেমিট্যান্স এসেছে ৪১৩ কোটি ৪০ লাখ ডলার। যা তার আগের অর্থবছরের (২০২১-২২) চেয়ে ১২ দশমিক ৩ শতাংশ বেশি। ২০২১-২০২২ অর্থবছরের জুলাই ও আগস্ট মাসে রেমিট্যান্স এসেছিল ৩৬৮ কোটি ২০ লাখ ডলার। এদিকে ডলারের দাম কমেছে খোলা বাজার ও এক্সচেঞ্জ হাউসগুলোয়। গতকাল ১০৬ টাকা ৬০ পয়সা থেকে ১০৭ টাকা ২০ পয়সায় এক্সচেঞ্জগুলোতে ডলার বিক্রি হতে দেখা গেছে। আর খোলা বাজারে ডলার বিক্রি হয়েছে ১০৮ থেকে ১০৯ টাকা ৫০ পয়সায়। অন্যদিকে আন্তব্যাংকে লেনদেন হার ছিল ৯৫ টাকা।

 

সর্বশেষ খবর