শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

কুকুর লেলিয়ে হত্যায় তিনজনের ফাঁসি বহাল

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে ১০ বছর আগে কুকুর লেলিয়ে হিমাদ্রী মজুমদারকে হত্যার ঘটনায় তিনজনের মৃত্যুদন্ড বহাল রেখেছেন হাই কোর্ট। একই সঙ্গে দুজনকে খালাস দিয়েছেন আদালত। গতকাল বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুন অর রশিদ, তাকে সহযোগিতা করেন সহকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ আহমেদ হিরু। আসামিদের  পক্ষে ছিলেন আইনজীবী ইয়াছিন সিকদার। মৃত্যুদন্ড বহাল থাকা তিন আসামি হলেন- মাহাবুব আলী ড্যানী, জুনায়েদ রিয়াদ ও তার বন্ধু জাহিদুল ইসলাম শাওন। শাহ সেলিম ওরফে টিপু ও শাহাদাত হোসেন সাজুকে খালাস দিয়েছেন হাই কোর্ট। এর আগে ২০১৬ সালের ১৬ আগস্ট হিমাদ্রী হত্যার দায়ে পাঁচজনকে মৃত্যুদন্ড দেন চট্টগ্রামের একটি আদালত। ওই রায়ের ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিল নিষ্পত্তি করে গতকাল রায় দিলেন হাই কোর্ট। মামলায় অভিযোগ করা হয়, ২০১২ সালের ২৭ এপ্রিল চট্টগ্রামের পাঁচলাইশ এলাকার সামারফিল্ড স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে হিমাদ্রীকে ধরে নিয়ে যান আসামি শাওন, রিয়াদ, সাজু ও ড্যানি। হিমাদ্রী ওই স্কুল থেকে ‘এ’ লেভেল পাস করেন। আসামিরা তাকে ধরে পাঁচলাইশ এলাকায় রিয়াদের বাবা ব্যবসায়ী টিপুর বাড়ির ছাদে নিয়ে যান। সেখানে আটকে রেখে মারধরের পর হিংস্র কুকুর লেলিয়ে ও ধাক্কা দিয়ে তাকে ফেলে দেওয়া হয় ছাদ থেকে।

 হাসপাতালে ২৬ দিন চিকিৎসা নেওয়ার পর একই বছরের ২৩ মে মৃত্যু হয় হিমাদ্রীর। এ ঘটনায় তার মামা প্রকাশ দাশ বাদী হয়ে পাঁচলাইশ থানায় এ হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ২০১২ সালের ৩০ অক্টোবর পাঁচ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। বিচার শেষে ২০১৬ সালের ১৪ আগস্ট পাঁচ আসামিকে মৃত্যুদন্ডাদেশ দেন চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. নুরুল ইসলাম। পরে আইন অনুযায়ী মৃত্যুদন্ড নিশ্চিত করণে মামলার সব নথি ডেথ রেফারেন্স হিসেবে আসে হাই কোর্টে। পাশাপাশি আসামিরা আপিল ও জেল আপিল করেন।

সর্বশেষ খবর