জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি (জেএসডি) আ স ম আবদুর রব বলেছেন, আগামী নির্বাচন আওয়ামী লীগের অধীনে হবে না, এটা বলার দরকার নেই। এটা নির্ধারণ হয়ে গেছে। আমরা এখন আলাপ করছি এর পরের সরকার কী ধরনের হবে।
গতকাল নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে গণতন্ত্র মঞ্চ আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি। সরকার ও শাসন ব্যবস্থা পরিবর্তনে ঐক্যবদ্ধ হতে এবং রাজনৈতিক সভা-সমাবেশে বাধা, হামলা-মামলা, দমন-পীড়ন, গুলি হত্যার প্রতিবাদে এ সমাবেশ করা হয়।
তিনি বলেন, এই ডিসেম্বর হোক বা আগামী ডিসেম্বর হোক। এর চেয়ে বেশি আপনারা আর দেশ শাসন করার অবস্থায় নেই। তাই চিন্তা করে কথা বলুন। ওই সমাবেশে আরও উপস্থিত ছিলেন- নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, মিজানুর রশীদ চৌধুরী, সাইফুল হক, জোনায়েদ সাকি, নুরুল হক নূর, রাশেদ খান, শেখ রফিকুল ইসলাম বাবলু, হাবিবুর রহমান, হাসনাত কাইয়ুম প্রমুখ।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        