বিশ্বকাপে দারুণ সূচনা করেছে ব্রাজিল। সার্বিয়ার বিপক্ষে হলুদ জার্সির আধিপত্য দেখেছে ফুটবলবিশ্ব। নেইমার-রিচার্লিসন-ভিনিসিয়াস-রাফিনহারা খেলেছেন দুরন্ত ফুটবল। আজ কাতারের রাজধানী দোহার ৯৭৪ নামক স্টেডিয়ামে জি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা মুখোমুখি হচ্ছে সুইজারল্যান্ডের। জিতলেই নকআউট পর্ব প্রায় নিশ্চিত হয়ে যাবে ব্রাজিলের। প্রথম ম্যাচে সুইজারল্যান্ড ১-০ গোলে হারিয়েছে ক্যামেরুনকে। নকআউট পর্বে পথে এগিয়ে যেতে খেলবে সুইসরাও। সুইজারল্যান্ড সহজ দল নয় ব্রাজিলের জন্য। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে গ্রুপপর্বে দেখা হয়েছিল দুই দলের। সেবার কটিনহোর গোলে এগিয়ে থাকার পরও ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় ব্রাজিলকে। সুইসরা আটকে দিয়েছিল সিলেকাওদের। এর আগে ২০১৩ সালে এক প্রীতিম্যাচে ব্রাজিলকে হারিয়ে দেয় সুইজারল্যান্ড (১-০)। দুদলের গত চারটা লড়াইয়ে পরিসংখ্যান সুইজারল্যান্ডেরই পক্ষে। দুই ম্যাচে জয়, একটিতে ড্র। ব্রাজিল জয় পেয়েছে এক ম্যাচে। সবমিলিয়ে অবশ্য ব্রাজিলই এগিয়ে। সুইজারল্যান্ডের বিপক্ষে ৯ ম্যাচ খেলে ৩টিতে জিতেছে ব্রাজিল। হেরেছে দুটিতে। ড্র করেছে চার ম্যাচে। পরিসংখ্যান যাই হোক বর্তমান বাস্তবতা বলছে, ব্রাজিল এবারের বিশ্বকাপের শীর্ষ ফেবারিট। প্রথম ম্যাচটা খেলেই তারা নিজেদের সামর্থ্যরে প্রমাণ দিয়েছে। অবশ্য নেইমারের অনুপস্থিতি নিয়ে বেশ দ্বন্দ্বে আছেন ব্রাজিলিয়ান সমর্থকরা। ২০১৪ সালে বিশ্বকাপের সেমিফাইনালে নেইমারকে ছাড়া খেলতে নেমে জার্মানির কাছে ৭ গোল হজম করে ব্রাজিল। আবার সেই পুরনো ইতিহাস ফিরবে না তো! গতকাল সংবাদ সম্মেলনে এসে ব্রাজিলের কোচ তিতে এবং ডিফেন্ডার মারকুইনিয়ো বলে গেলেন, নেইমারকে ছাড়াও ব্রাজিল দারুণ দল। তিতে বলেন, ‘নেইমার আমাদের দলের অসাধারণ একজন ফুটবলার। একটি ম্যাচে বিশেষ মুহূর্ত হয়তো তিনটা কিংবা চারটা আসে। নেইমারের এমন মুহূর্ত এনে দেওয়ার সামর্থ্য আছে। তবে নেইমারকে ছাড়াও আমাদের দলে ভালোমানের ফুটবলার আছে। সবাই নিজেকে প্রমাণ করতে প্রস্তুত।’ এক সাংবাদিকের প্রশ্নে চমকে উঠে সবাই। নেইমার কী আগে থেকেই ইনজুরিতে আক্রান্ত ছিলেন? তিতে বললেন, ‘আমি এমন কিছু জানতাম না। নেইমার ভালো ছিল। সে ম্যাচের আগে কোনো অভিযোগ করেনি। নেইমারের ইনজুরি একটা দুর্ঘটনা। তবে এটা ফাউল ছাড়া কিছু নয়।’ তিতে আরও বলেছেন, ফাউলের দিকে মনোযোগী হলে ফুটবলটা ঠিকভাবে উপভোগ করা যাবে। ব্রাজিলের ডিফেন্ডার মারকুইনিয়ো কোচের মতোই কথা বললেন, ‘নেইমার একজন অসাধারণ ফুটবলার। তাকে দলে না পাওয়াটা আমাদের জন্য বড় ধাক্কা। তবে আমরা যে কোনো পরিস্থিতিতে লড়াই করার জন্য নিজেদের প্রস্তুত করেছি। ইনজুরিতে আক্রান্ত হতে পারেন যে কেউ। সব ধরনের পরিস্থিতি সামলানোর জন্যই আমরা তৈরি আছি।’ পিএসজিতে খেলা এই ফুটবলার নেইমার আর মেসিকে খুব কাছ থেকেই চেনেন। দুজনের কাছ থেকেই অনেক কিছু শিখেছেন বলে জানালেন। পাশাপাশি মাঠে ব্রাজিলের ডিফেন্স লাইনে থিয়াগো সিলভার সঙ্গে খেলাটা দারুণ উপভোগ করেন বলেও জানিয়েছেন তিনি। নেইমারের ইনজুরি নিয়ে সুইজারল্যান্ডের অধিনায়ক জেরডেন শাকিরি বলে গেলেন, ‘নেইমার দলে না থাকায় আমাদের জন্য ভালো হতে পারে। তবে এটা নিয়ে আমরা ভাবছি না। নিজেদের খেলাটাই খেলতে চাই। আর ব্রাজিল কেবল নেইমারনির্ভর দল নয়। দলটার নাম ব্রাজিল। সুতরাং, আমাদেরকে নিজেদের সেরা খেলাটাই উপহার দিতে হবে।’
শিরোনাম
- মোংলায় ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
- হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে বদলাবে গ্রুপ চ্যাটের ধরণ
- বাংলাদেশি সমর্থকরা শীলঙ্কার জয়ের অপেক্ষায় রয়েছে : শানাকা
- গাজায় ইসরায়েলি বর্বরতা, নিহত ছাড়াল ৬৫ হাজার
- বয়স্কদের সুষম খাদ্য
- কর্মক্ষেত্রে হেনস্থার জেরে আত্মহত্যা, ৯০ কোটি টাকা ক্ষতিপূরণ
- কঙ্গোতে ইবোলার নতুন প্রাদুর্ভাব, আতঙ্কে সাধারণ মানুষ
- পুঁজিবাজার: সূচকের ওঠানামায় চলছে লেনদেন
- ট্র্যাপিস্ট-ওয়ানই গ্রহ নিয়ে নতুন আশা জ্যোতির্বিজ্ঞানীদের
- ২০ কোটি বছরের পুরনো কোয়েলাক্যন্থ জীবাশ্ম শনাক্ত
- আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটের জয় ইংল্যান্ডের
- ওষুধের আগ্রাসী বিপণনে ভোক্তা অধিকার লঙ্ঘন
- রোনালদোকে ছাড়াই আল-নাসরের গোল উৎসব
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- অস্ট্রেলিয়া সিরিজে নেই স্যান্টনার, দায়িত্বে ব্রেসওয়েল
- নতুন অ্যালবামে প্রকাশ করে যুক্তরাষ্ট্রে যাবে অর্থহীন
- শেষ মুহূর্তের নাটকীয় গোলে অ্যাতলেটিকোকে হারাল লিভারপুল
- কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন
- রাজধানীতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে বৃদ্ধ নিহত
- রাজধানী ঢাকায় আজ যেসব কর্মসূচি
ব্রাজিলের সামনে সুইস বাধা
নেইমার নেই, দৃষ্টি আজ রিচার্লিসনের দিকে
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর