মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বীর মুক্তিযোদ্ধা স্থপতি মোবাশ্বের আর নেই

নিজস্ব প্রতিবেদক

বীর মুক্তিযোদ্ধা স্থপতি মোবাশ্বের আর নেই

স্থপতি, ক্রীড়া সংগঠক, বীর মুক্তিযোদ্ধা মোবাশ্বের হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। গত রবিবার দিবাগত রাত ১টা ৩৮ মিনিটে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

২০১৭ সালে বাংলাদেশ প্রতিদিন সম্মাননা জানিয়েছিল এই বীর মুক্তিযোদ্ধাকে। স্থপতি মোবাশ্বের হোসেনের মৃত্যুতে শোক জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। তার মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান গভীর শোক প্রকাশ করেছেন। আরও শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। স্থপতি ইকবাল হাবিব বলেন, মোবাশ্বের হোসেন দীর্ঘদিন অসুস্থ ছিলেন। গত দুই মাস তাঁকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছিল। আমরা চেষ্টা করেছিলাম বিদেশে নিতে, কিন্তু তাঁর শরীরের নাজুক অবস্থার কারণে তা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, ‘এই বীর মুক্তিযোদ্ধার প্রথম জানাজা হয়েছে আগারগাঁও বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট প্রাঙ্গণে, দ্বিতীয় জানাজা ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠে। রাতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের হিমঘরে তাঁর শবদেহ রাখা হয়েছে। আজ সকালে তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় জানাজা হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে দেহ দানের ইচ্ছা ছিল এই স্থপতির। ব্রাহ্মণবাড়িয়ায় জানাজা শেষে লাশ দাফন করা হবে নাকি বিএসএমএমইউতে দেহ দান করা হবে এ বিষয়ে তাঁর পরিবার সিদ্ধান্ত জানাবে। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাবেক সভাপতি ও পরিবেশকর্মী মোবাশ্বের হোসেন ছিলেন এসোকনসাল্ট লিমিটেডের প্রধান স্থপতি। কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অব আর্কিটেক্টস এবং আর্কিটেক্টস রিজিওনাল কাউন্সিল, এশিয়ার (আর্কেশিয়া) প্রেসিডেন্টের দায়িত্বও তিনি পালন করেছেন। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক মোবাশ্বের হোসেন ব্রাদার্স ইউনিয়নের সাবেক সভাপতি এবং সম্মিলিত ক্রীড়া পরিবারের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন। পরিবেশ ও নাগরিক আন্দোলনে সোচ্চার এই স্থপতি ভোক্তা অধিকার সংগঠন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) আহ্বায়ক এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কেন্দ্রীয় কমিটির একজন সহ-সভাপতি ছিলেন? মোবাশ্বের হোসেন ১৯৪৩ সালের ২৭ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করা এই স্থপতি দেশের বেশ কয়েকটি আলোচিত স্থাপনার কাজ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য চট্টগ্রাম রেলস্টেশন, প্রশিকা ভবন, গ্রামীণ ব্যাংক ভবন।

সর্বশেষ খবর