রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ডোনাল্ড লুর ঢাকা সফর শুরু

কূটনৈতিক প্রতিবেদক

ডোনাল্ড লুর ঢাকা সফর শুরু

ঢাকায় গতকাল ডোনাল্ড লু

দুই দিনের সফরে গতকাল সন্ধ্যায় ঢাকায় এসেছেন মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন     পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক       নায়েম উদ্দিন আহমেদ। বিমান থেকে নেমেই ডোনাল্ড লু সরাসরি পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের বাসায় যান তিনি। সেখানে লু পররাষ্ট্রমন্ত্রী  মোমেনের সঙ্গে ২০ মিনিট বৈঠক করেন। আজ সকালে প্রধানমন্ত্রীর বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে বৈঠক করবেন তিনি। এরপর সন্ধ্যা পর্যন্ত নানা কর্মসূচিতে ব্যস্ত সময় কাটাবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের এই প্রভাবশালী কর্মকর্তা। নানা কারণে গুরুত্বপূর্ণ এ সফর শেষে আজই ঢাকা ত্যাগ করবেন ডোনাল্ড লু।

সফরসূচি অনুসারে, ডোনাল্ড লু আজ আনুষ্ঠানিক বৈঠক করবেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে। দেখা হবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে। সাক্ষাৎ হবে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গেও। এ ছাড়া মার্কিন দূতাবাসের আয়োজনে বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলাদাভাবে কথা বলবেন ডোনাল্ড লু। কূটনৈতিক সূত্র এ তথ্য জানিয়ে বলছে, দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের পক্ষে র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে দেওয়ার বিষয়টিও পুনর্ব্যক্ত করা হবে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা, ব্যবসা-বাণিজ্য বাড়ানো, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ বৃদ্ধি, শ্রম ও মানবাধিকার সুরক্ষায় সরকারের উদ্যোগ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের নানা পদক্ষেপ, ভিয়েনা সনদ অনুযায়ী কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করা, রোহিঙ্গা সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্রের সহযোগিতার বিষয়টি তুলে ধরা হবে। এর আগে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জানান, ডোনাল্ড লু জ্বালানি, বাণিজ্য, নিরাপত্তা সহযোগিতা, ধর্মীয় স্বাধীনতা, শ্রম অধিকার, মানবাধিকারসহ নানা অগ্রাধিকারের বিষয় নিয়ে আলোচনা করবেন। অবশ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারত প্রশান্ত মহাসাগরীয় কৌশল, নির্বাচন ও গণতন্ত্র, প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে আকসা ও জিসোমিয়ার মতো চুক্তিগুলো সই করা, ডিজিটাল নিরাপত্তা আইন এবং প্রস্তাবিত ডাটা সুরক্ষা আইন বিষয়ে তাদের ভিন্নমতের বিষয়গুলো তুলে ধরা হতে পারে। এ ছাড়া র‌্যাবের সাত জ্যেষ্ঠ কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আগামীতে যাতে এ ধরনের কোনো পরিস্থিতির মুখোমুখি বাংলাদেশকে না হতে হয়, সে বিষয়ে বেশ সতর্ক আলোচনা তুলবেন সরকারের দায়িত্বশীল প্রতিনিধিরা। তারা বলছেন, বাইডেন প্রশাসনের নীতিনির্ধারকদের সিরিজ সফরের গুরুত্ব পাচ্ছে ঢাকা। দেশটির সঙ্গে ঢাকার ঘনিষ্ঠতা ক্রমান্বয়েই বাড়ছে, যেটিকে শুধু এক নিষেধাজ্ঞায় ফেলে হিসাব করা ঠিক হবে না।

সর্বশেষ খবর