বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
পররাষ্ট্রমন্ত্রী বললেন

লুর সঙ্গে বৈঠক কেন হয়নি, বিএনপিকেই জিজ্ঞেস করুন

নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, বিএনপির সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট স্টেট সেক্রেটারি ডোনাল্ড লু কেন বৈঠকে বসেননি, তা বিএনপিকেই জিজ্ঞেস করুন। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

ডোনাল্ড লু ১৪-১৫ জানুয়ারি ঢাকা সফর করেন। সে সময় বিভিন্ন পর্যায়ের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন তিনি। তবে বিএনপির সঙ্গে কোনো বৈঠক হয়নি। এসব নিয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, বিএনপির সঙ্গে কেন বৈঠক হয়নি সেটা আমি জানি না। আপনারা বিএনপির কাছে এ বিষয়ে জানতে চাইতে পারেন। ডোনাল্ড লুর ঢাকা সফরের বিষয়ে জানতে চাইলে মোমেন বলেন, তিনি এসেছেন আমাদের দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে। তবে আমাদের কিছু কিছু দুর্বলতা আছে। আমেরিকায় কিছু বিষয়ের ক্ষেত্রে তাদেরও একই। সে কারণে আমরা একই লেভেলে আছি। এসব নিয়ে খুব পজিটিভ আলোচনা হয়েছে। মোমেন বলেন, আলোচনায় তারা হ্যাপি। আমরাও হ্যাপি। আর প্রেসিডেন্ট জো বাইডেন চাইছেন আগামী ৫০ বছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক যেন উন্নত হয়। আমরাও তা চাই। মোমেন বলেন, র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা এসেছে, তবে র‌্যাব এখন অনেক ম্যাচিউরড। প্রথম দিকে যা-ই হোক না কেন, র‌্যাবের মধ্যে এখন জবাবদিহিতা তৈরি হয়েছে।

সর্বশেষ খবর