শিরোনাম
শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সীমান্তে গোলাগুলি বন্ধ হলেও আতঙ্ক কাটেনি

কক্সবাজার প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তমব্রু সীমান্তে গোলাগুলি বন্ধ হয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের মধ্যে এখনো আতঙ্ক কাটেনি বলে জানা গেছে। 

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমেন শর্মা জানিয়েছেন, তমব্রু সীমান্তে গতকাল সকাল থেকে আর কোনো গোলাগুলি ও সংঘর্ষের কথা শোনা যায়নি। শূন্যরেখায় আন্তর্জাতিক রীতিমতে, বিজিবিসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ করার এখতিয়ার নেই। তাই ওখানে প্রকৃত ঘটনা সম্পর্কে এখনো স্বচ্ছ ধারণা পাওয়া যাচ্ছে না। ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, শূন্যরেখার পরিস্থিতি নিয়ে স্থানীয় বাসিন্দারা চরম আতঙ্কে রয়েছেন। ঘটনাস্থলের আশপাশে কেউ যাচ্ছেন না।

জানা গেছে, গত বুধবার ভোরে আধিপত্য বিস্তার নিয়ে নাইক্ষ্যংছড়ি সীমান্তের শূন্যরেখায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের দুই বিদ্রোহী গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলি এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে এক রোহিঙ্গা নিহত ও দুজন আহত হন। দীর্ঘদিন ধরে শূন্যরেখার ওই রোহিঙ্গা ক্যাম্পটিতে মিয়ানমারের বিদ্রোহী গ্রুপ আরসার ঘাঁটি রয়েছে বলে অভিযোগ রয়েছে। ঘরগুলো পুড়ে যাওয়ার পর সাধারণ রোহিঙ্গারা পার্শ্ববর্তী স্কুলে আশ্রয় নেয়। অনেকেই খোলা আকাশের নিচে বসবাস করছে। সহস্রাধিক রোহিঙ্গা উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ঢুকে পড়েছে বলে শোনা গেছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর