রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

আমরা খেলে জিততে চাই

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

আমরা খেলে জিততে চাই

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমরা চাই সব রাজনৈতিক দল নির্বাচনে আসুক। আমরা খেলে জিততে চাই। বিএনপি নির্বাচন প্রতিহতের কোনোরকম অপচেষ্টা করলে জনগণ তাদের সমুদ্রে নিক্ষেপ করবে। রাজশাহীতে প্রধানমন্ত্রীর সমাবেশের প্রস্তুতি বিষয়ে গতকাল জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন এ এইচ এম খায়রুজ্জামান লিটন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বেগম আখতার জাহান, মোহাম্মদ আলী কামাল, ডাবলু সরকার, আবদুল ওয়াদুদ দারা প্রমুখ।

তথ্যমন্ত্রী আরও বলেন, তারা (বিএনপি) যে ১২ দল, ২৪ দল, ৫৪ দল নিয়ে জোট করেছে। জোট করুক। আমরা চাই তারা নির্বাচনে অংশগ্রহণ করুক। ২০১৪ সালে নির্বাচন তারা বর্জন করে প্রতিহত করার চেষ্টা করেছিল। ৫০০ ভোট কেন্দ্র জ্বালিয়ে দিয়েছিল। ভোট কেন্দ্রের সঙ্গে সেখানে শিশু-কিশোরদের বইপত্রও পুড়িয়ে দিয়েছিল। ২০১৮ সালে তারা মাত্র ছয়টি আসন পেয়েছিল। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, প্রধানমন্ত্রীর জনসভায় ৭ লাখ মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। সে জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পুরো নগরী জনসভার মাঠে পরিণত হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর