সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

পাকিস্তান ক্ষমা চাইলে সম্পর্ক বাড়বে

কূটনৈতিক প্রতিবেদক

পাকিস্তান ক্ষমা চাইলে সম্পর্ক বাড়বে

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। এক্ষেত্রে একাত্তরে যে গণহত্যা করেছিল দেশটি, তার জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছে বাংলাদেশ। পাকিস্তান যদি ক্ষমা চায়, তাহলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বাড়াতে ওকালতি করার আশ্বাস দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। গতকাল শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরে রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোমেন এসব কথা বলেন। শ্রীলঙ্কার ৭৫তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের ফাঁকে শনিবার দেশটির রাজধানী কলম্বোতে পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানির সঙ্গে বৈঠক হয় ড. মোমেনের। সেই বৈঠকে কী আলোচনা হয়েছে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাংবাদিকদের বলেন, তিনি (হিনা রাব্বানি) আমাদের সঙ্গে সম্পর্ক বাড়াতে চান। আমি বলেছি, সম্পর্ক বাড়ানোর একটি বড় উপায় হলো, আপনারা যে গণহত্যা করেছেন ১৯৭১ সালে এটার জন্য আপনারা পাবলিকলি ক্ষমা চান। এটা যদি হয় আমি আপনাদের হয়ে ওকালতি করব সম্পর্ক বাড়ানোর বিষয়ে। এটা হলে আমি তর্ক করব। তা না হলে আমার জন্য কষ্ট হবে। শ্রীলঙ্কার কাছ থেকে ধারের অর্থ যথাসময়ে পাওয়ার আশাও প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি হওয়ায় চলতি বছরের সেপ্টেম্বর থেকে শ্রীলঙ্কাকে ধার দেওয়া ২০০ মিলিয়ন ডলারের ঋণ ফেরত পাবে বলে আশা করা হচ্ছে। শ্রীলঙ্কা ধীরে ধীরে ভালো করছে। তারা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে। তিনি বলেন, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে বিভিন্ন বিষয়ে আলাপ হয়েছে। আমরা রোহিঙ্গা ইস্যুতে তাদের সহযোগিতা চেয়েছি। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি বলেছেন, তিনি এ বিষয়ে সহযোগিতা করবেন। শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি জাহাজ চলাচল নিয়েও আলাপ হয়েছে। এখন সপ্তাহে একটি ফ্লাইট যাচ্ছে, আমরা তাদের বেসরকারি আরও একটি ফ্লাইট চলাচলের অনুমতি দিয়েছি। আমরা তাদের দুর্দিনে সহযোগিতা করায় আমাদের প্রতি তাদের বিশেষ আকর্ষণ আছে এবং সম্মান করে। এ ছাড়া নেপালের নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে।

তিনি সার্কের বিষয়টি আলোচনায় তুলেছেন। গত আট বছর ধরে সার্কের সম্মেলন হচ্ছে না। এটা তারা চায়। আমি বলেছি, আপনারা এটা তোলেন। বিষয়টি নিয়ে ভারত-পাকিস্তানের সঙ্গে আলাপ করেন, তারপর আমাদের বলেন। সার্কের সম্মেলন নিয়ে আমাদের কোনো আপত্তি নেই।

সর্বশেষ খবর