চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রথম মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী বলেছেন, দেশের অর্থনীতির নাভি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। অর্থনৈতিক কর্মকাণ্ড বিবেচনায় এটি দেশের প্রধান মহাসড়ক। এ মহাসড়ক ঘিরেই দেশের মূল অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। তাই এর চেয়ে গুরুত্বপূর্ণ মহাসড়ক দেশে দ্বিতীয়টি নেই। শুরু থেকেই আমরা বলে আসছি এটি আট লেনে উন্নীত করা হোক। কিন্তু সরকার আমাদের কথায় কর্ণপাত না করে চার লেন করেছে, যা ছিল মহাভুল। এখনো হাতে সময় আছে। দ্রুত সম্প্রসারণ না করলে আগামী পাঁচ বছরের মধ্যে মহাসড়কটি অচল হয়ে পড়বে। প্রবীণ এই রাজনীতিবিদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দেশের অন্যান্য মহাসড়কের সঙ্গে এটাকে তুলনা করা যাবে না। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে দেশের অর্থনীতির জন্য প্রাণভোমরা বলা হয়। প্রতি বছরই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জ্যামিতিক হারে যানবাহন বাড়ছে। সামনে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, বে-টার্মিনাল, বঙ্গবন্ধু শিল্পনগরী চালু হলে এবং প্রতিবেশী দেশের ট্রানজিট-ট্রান্সশিপমেন্টের কারণে চাপ বাড়বে বহুগুণ। দ্রুত সময়ের মধ্যে মহাসড়কটি সার্ভিস লেনসহ আট-দশ লেনে উন্নীত করা প্রয়োজন। না হলে আগামী চার-পাঁচ বছরের মধ্যেই মহাসড়কটি অচল হয়ে যাবে। এ ছাড়া দেশের অর্থনীতির ভবিষ্যৎ সম্প্রসারণের কথা চিন্তা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মাতারবাড়ী পর্যন্ত সম্প্রসারণ করা জরুরি। দ্রুত এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। মহাসড়কের পাশে গড়ে ওঠা হাটবাজার এবং গাড়ি স্টেশনের বিষয়ে তিনি বলেন, অবৈধভাবে গড়ে ওঠা হাটবাজারগুলো উচ্ছেদ করা জরুরি। স্থানীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে খুব সহজেই এটা করতে পারে সরকার। রাস্তার জন্য যেখানে মসজিদ ও মন্দির ভেঙে ফেলা হচ্ছে, সেখানে বাজার উচ্ছেদ কোনো বিষয়ই নয়। যে বাজারগুলো সরানো যাবে না, সেগুলোয় আসা লোকজনের জন্য ফুটওভার ব্রিজ ও আন্ডারপাস করা যেতে পারে। যান চলাচল নির্বিঘ্ন করতে মহাসড়কের নির্ধারিত দূরত্বে ইউলুপ করা যেতে পারে। দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক নিয়ে খুবই আগ্রহী। এ মহাসড়কের রক্ষণাবেক্ষণ এবং উন্নয়নের দায়িত্ব তাদের কাছে ন্যস্ত করা যেতে পারে। বিশ্বের অনেক দেশেই জাতীয় মহাসড়কের রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের কাজ বেসরকারি সংস্থা করছে। বিনিময়ে তারা চলাচলকারী যানবাহনগুলো থেকে টোল আদায় করছে। দেশের বিভিন্ন সেতুতে যেমন টোল আদায় করা হচ্ছে।
শিরোনাম
- রশিদপুরের পুরনো কূপ থেকে নতুন করে গ্যাস সঞ্চালন শুরু
- শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বিজিএমইএ’র বৈঠক
- সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার
- খোলাহাটীতে পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের দাবিতে মানববন্ধন
- নওগাঁয় গাঁজাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার
- যে পাঁচ কারণে জেন-জি আন্দোলন সামাল দিতে ব্যর্থ হয় নেপাল
- নেপালে লুট করা জিনিস বেচাকেনার বিরুদ্ধে সতর্কতা জারি
- রাকসু নির্বাচনে একাডেমিক ও দাফতরিক কার্যক্রম দু’দিন বন্ধ
- আওয়ামী লীগ ফিরে এলে তোমাদের হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না : ইলিয়াস
- আরাকান আর্মির কাছে বন্দি ১০৪ জন জেলে: বিজিবি সেক্টর কমান্ডার
- বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন, স্নিগ্ধ বেকারিকে জরিমানা
- কুমিল্লা নগরীতে ভুতুড়ে বিলে দিশেহারা গ্রাহক
- স্ত্রীর পদবি গ্রহণ করতে পারবেন দক্ষিণ আফ্রিকার পুরুষরা
- ফাজিল স্নাতকের ফল প্রকাশ, পাশের হার ৯৫.০৫
- বগুড়ায় টাইফয়েড টিকার সমন্বয় সভা
- শেরপুরের বিভিন্ন কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত
- যমুনা অভিমুখে শিক্ষকদের মিছিল, পুলিশের জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
- ভারতে বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইনের কয়েকটি ধারা স্থগিত
- বাগেরহাটে হরতাল প্রত্যাহার করে নির্বাচন অফিস ঘেরাওয়ের ঘোষণা
- শুল্ক না কমালে ভারতের জন্য ব্যবসা করা কঠিন হবে, যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি
ক্ষতি হচ্ছে অর্থনীতির, দ্রুত লেন বাড়ানোর তাগিদ
চার লেন করা ছিল মহাভুল
মাহমুদুল ইসলাম চৌধুরী
Not defined
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর