চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রথম মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী বলেছেন, দেশের অর্থনীতির নাভি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। অর্থনৈতিক কর্মকাণ্ড বিবেচনায় এটি দেশের প্রধান মহাসড়ক। এ মহাসড়ক ঘিরেই দেশের মূল অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। তাই এর চেয়ে গুরুত্বপূর্ণ মহাসড়ক দেশে দ্বিতীয়টি নেই। শুরু থেকেই আমরা বলে আসছি এটি আট লেনে উন্নীত করা হোক। কিন্তু সরকার আমাদের কথায় কর্ণপাত না করে চার লেন করেছে, যা ছিল মহাভুল। এখনো হাতে সময় আছে। দ্রুত সম্প্রসারণ না করলে আগামী পাঁচ বছরের মধ্যে মহাসড়কটি অচল হয়ে পড়বে। প্রবীণ এই রাজনীতিবিদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দেশের অন্যান্য মহাসড়কের সঙ্গে এটাকে তুলনা করা যাবে না। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে দেশের অর্থনীতির জন্য প্রাণভোমরা বলা হয়। প্রতি বছরই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জ্যামিতিক হারে যানবাহন বাড়ছে। সামনে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, বে-টার্মিনাল, বঙ্গবন্ধু শিল্পনগরী চালু হলে এবং প্রতিবেশী দেশের ট্রানজিট-ট্রান্সশিপমেন্টের কারণে চাপ বাড়বে বহুগুণ। দ্রুত সময়ের মধ্যে মহাসড়কটি সার্ভিস লেনসহ আট-দশ লেনে উন্নীত করা প্রয়োজন। না হলে আগামী চার-পাঁচ বছরের মধ্যেই মহাসড়কটি অচল হয়ে যাবে। এ ছাড়া দেশের অর্থনীতির ভবিষ্যৎ সম্প্রসারণের কথা চিন্তা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মাতারবাড়ী পর্যন্ত সম্প্রসারণ করা জরুরি। দ্রুত এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। মহাসড়কের পাশে গড়ে ওঠা হাটবাজার এবং গাড়ি স্টেশনের বিষয়ে তিনি বলেন, অবৈধভাবে গড়ে ওঠা হাটবাজারগুলো উচ্ছেদ করা জরুরি। স্থানীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে খুব সহজেই এটা করতে পারে সরকার। রাস্তার জন্য যেখানে মসজিদ ও মন্দির ভেঙে ফেলা হচ্ছে, সেখানে বাজার উচ্ছেদ কোনো বিষয়ই নয়। যে বাজারগুলো সরানো যাবে না, সেগুলোয় আসা লোকজনের জন্য ফুটওভার ব্রিজ ও আন্ডারপাস করা যেতে পারে। যান চলাচল নির্বিঘ্ন করতে মহাসড়কের নির্ধারিত দূরত্বে ইউলুপ করা যেতে পারে। দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক নিয়ে খুবই আগ্রহী। এ মহাসড়কের রক্ষণাবেক্ষণ এবং উন্নয়নের দায়িত্ব তাদের কাছে ন্যস্ত করা যেতে পারে। বিশ্বের অনেক দেশেই জাতীয় মহাসড়কের রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের কাজ বেসরকারি সংস্থা করছে। বিনিময়ে তারা চলাচলকারী যানবাহনগুলো থেকে টোল আদায় করছে। দেশের বিভিন্ন সেতুতে যেমন টোল আদায় করা হচ্ছে।
শিরোনাম
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
ক্ষতি হচ্ছে অর্থনীতির, দ্রুত লেন বাড়ানোর তাগিদ
চার লেন করা ছিল মহাভুল
মাহমুদুল ইসলাম চৌধুরী
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর