দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হয়েছেন চন্ডিকা হাতুরাসিংহে। টাইগারদের দায়িত্ব নিতে পাঁচ বছর পর সোমবার রাতে ঢাকায় পা রাখেন শ্রীলঙ্কান বংশোদ্ভূত কোচ। ঢাকায় পা রেখেই পরদিন ছুটে যান পরিচিত মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে। ক্রিকেটারদের ঐচ্ছিক অনুশীলন দেখেন। গতকাল ঐচ্ছিক অনুশীলনে পরিচিত হন ক্রিকেটারদের সঙ্গে। আজ পুরোদমে অনুশীলন শুরু তামিম বাহিনীর। ৩৪ মাসের প্রথম মেয়াদের অনুশীলনে বাংলাদেশের সাফল্য ছিল দারুণ। একই সঙ্গে সমালোচিতও হয়েছিলেন আচরণ নিয়ে। তখন জাতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে তার সম্পর্ক শীতল ছিল, ক্রীড়াঙ্গনে সরব ছিল ইস্যুটি নিয়ে। গতকাল মিডিয়ার মুখোমুখিতে বিষয়টি স্বীকার করেননি হাতুরাসিংহে, ‘সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে একদমই সমস্যা নেই। আমি সবার সঙ্গে কথা বলেছি। সবার নজর এখন দলের ভালোর দিকে। প্রথমবারও কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হইনি। আমার চ্যালেঞ্জ ছিল দলের ভালোর দিকে সবার নজর রাখা।’ দায়িত্ব ছাড়ার সময় সাকিব আল হাসানের কমিটমেন্ট নিয়েও প্রশ্ন তুলেছিলেন হাতুরাসিংহে। সাকিব এখন টেস্ট ও টি-২০ অধিনায়ক। হাতুরাসিংহে তিন ফরম্যাটেরই কোচ। দুই ফরম্যাটের অধিনায়ক সাকিবকে কিভাবে সামলাবেন, এ প্রসঙ্গে বলেন, ‘সাকিবের নিবেদন নিয়ে আমি সন্তুষ্ট ছিলাম না- এমন প্রশ্ন আমি কখনোই তুলিনি। এই প্রথম শুনলাম।’ হাতুরাসিংহে প্রথমবার দায়িত্ব নেন ২০১৪ সালের ডিসেম্বরে। দয়িত্ব পালন করেন ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত। ওই সময়ে তার কোচিংয়ে বাংলাদেশ প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের (২০১৫) কোয়ার্টার ফাইনাল এবং ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলে। টেস্টে টাইগাররা জয় পায় ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে। শ্রীলঙ্কান বংশোদ্ভুত কোচের কোচিংয়ে টাইগারদের পারফরম্যান্সের গ্রাফ উপরে উঠতে থাকে। এখন ওয়ানডে ক্রিকেটে অন্যতম শক্তিশালী একটি দল বাংলাদেশ। তিনি যখন কোচ ছিলেন, তখন উইকেটগুলো ছিল স্পিন সহায়ক। ঘরের মাঠে এবারও তিনি সেই সুবিধা নিতে চান, ‘আমরা যখন নিউজিল্যান্ডে যাই, কী ধরনের উইকেটে খেলি? ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কী করে তাদের ঘরের মাঠে? ভারত এখন ঘরের মাঠে কী করছে? দেশের বাইরে গেলে আমাদের যা আছে, তা দিয়েই ম্যানেজ করতে হবে। যদি মিসাইল না থাকে, তাহলে তুমি কীভাবে লড়াই করবে। আমাদের তো গেরিলা যুদ্ধ করতে হবে। তাই না? ওদের আমাদের ঘরে আসতে দাও, আমরা ছোট্ট ছোট্ট অস্ত্র দিয়ে লড়ব। যদি আমাদের অস্ত্র না থাকে, তাহলে তো আমরা কিছুই করতে পারব না। আমরা শুধু খেলোয়াড়দের গড়ে তুলতে পারি।’ হাতুরাসিংহের দ্বিতীয় মেয়াদের প্রথম অ্যাসাইনমেন্ট শুরু হচ্ছে ১ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে।
শিরোনাম
- তুরস্ক যে কারণে ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন দেয়
- ব্যক্তি বা সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশের খসড়া অনুমোদন
- রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আ. লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো : জামায়াত আমির
- তীব্র তাপদাহে আক্রান্তদের জন্য মহাখালীতে হিটস্ট্রোক সেন্টার চালু
- কর ফাঁকির সুযোগ নেই, সবাইকে কর দিতে হবে: ডিএনসিসি প্রশাসক
- ১৫ বা তার কম বয়সেই যৌন সহিংসতার শিকার প্রতি পাঁচজন নারীর একজন
- কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- কলমাকান্দায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার
- আমরণ অনশনের হুঁশিয়ারি বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
ফের কোচের দায়িত্বে হাতুরা
হাতে মিসাইল না থাকলে গেরিলা যুদ্ধ করতে হবে
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর