দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হয়েছেন চন্ডিকা হাতুরাসিংহে। টাইগারদের দায়িত্ব নিতে পাঁচ বছর পর সোমবার রাতে ঢাকায় পা রাখেন শ্রীলঙ্কান বংশোদ্ভূত কোচ। ঢাকায় পা রেখেই পরদিন ছুটে যান পরিচিত মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে। ক্রিকেটারদের ঐচ্ছিক অনুশীলন দেখেন। গতকাল ঐচ্ছিক অনুশীলনে পরিচিত হন ক্রিকেটারদের সঙ্গে। আজ পুরোদমে অনুশীলন শুরু তামিম বাহিনীর। ৩৪ মাসের প্রথম মেয়াদের অনুশীলনে বাংলাদেশের সাফল্য ছিল দারুণ। একই সঙ্গে সমালোচিতও হয়েছিলেন আচরণ নিয়ে। তখন জাতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে তার সম্পর্ক শীতল ছিল, ক্রীড়াঙ্গনে সরব ছিল ইস্যুটি নিয়ে। গতকাল মিডিয়ার মুখোমুখিতে বিষয়টি স্বীকার করেননি হাতুরাসিংহে, ‘সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে একদমই সমস্যা নেই। আমি সবার সঙ্গে কথা বলেছি। সবার নজর এখন দলের ভালোর দিকে। প্রথমবারও কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হইনি। আমার চ্যালেঞ্জ ছিল দলের ভালোর দিকে সবার নজর রাখা।’ দায়িত্ব ছাড়ার সময় সাকিব আল হাসানের কমিটমেন্ট নিয়েও প্রশ্ন তুলেছিলেন হাতুরাসিংহে। সাকিব এখন টেস্ট ও টি-২০ অধিনায়ক। হাতুরাসিংহে তিন ফরম্যাটেরই কোচ। দুই ফরম্যাটের অধিনায়ক সাকিবকে কিভাবে সামলাবেন, এ প্রসঙ্গে বলেন, ‘সাকিবের নিবেদন নিয়ে আমি সন্তুষ্ট ছিলাম না- এমন প্রশ্ন আমি কখনোই তুলিনি। এই প্রথম শুনলাম।’ হাতুরাসিংহে প্রথমবার দায়িত্ব নেন ২০১৪ সালের ডিসেম্বরে। দয়িত্ব পালন করেন ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত। ওই সময়ে তার কোচিংয়ে বাংলাদেশ প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের (২০১৫) কোয়ার্টার ফাইনাল এবং ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলে। টেস্টে টাইগাররা জয় পায় ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে। শ্রীলঙ্কান বংশোদ্ভুত কোচের কোচিংয়ে টাইগারদের পারফরম্যান্সের গ্রাফ উপরে উঠতে থাকে। এখন ওয়ানডে ক্রিকেটে অন্যতম শক্তিশালী একটি দল বাংলাদেশ। তিনি যখন কোচ ছিলেন, তখন উইকেটগুলো ছিল স্পিন সহায়ক। ঘরের মাঠে এবারও তিনি সেই সুবিধা নিতে চান, ‘আমরা যখন নিউজিল্যান্ডে যাই, কী ধরনের উইকেটে খেলি? ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কী করে তাদের ঘরের মাঠে? ভারত এখন ঘরের মাঠে কী করছে? দেশের বাইরে গেলে আমাদের যা আছে, তা দিয়েই ম্যানেজ করতে হবে। যদি মিসাইল না থাকে, তাহলে তুমি কীভাবে লড়াই করবে। আমাদের তো গেরিলা যুদ্ধ করতে হবে। তাই না? ওদের আমাদের ঘরে আসতে দাও, আমরা ছোট্ট ছোট্ট অস্ত্র দিয়ে লড়ব। যদি আমাদের অস্ত্র না থাকে, তাহলে তো আমরা কিছুই করতে পারব না। আমরা শুধু খেলোয়াড়দের গড়ে তুলতে পারি।’ হাতুরাসিংহের দ্বিতীয় মেয়াদের প্রথম অ্যাসাইনমেন্ট শুরু হচ্ছে ১ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে।
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
ফের কোচের দায়িত্বে হাতুরা
হাতে মিসাইল না থাকলে গেরিলা যুদ্ধ করতে হবে
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর