দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হয়েছেন চন্ডিকা হাতুরাসিংহে। টাইগারদের দায়িত্ব নিতে পাঁচ বছর পর সোমবার রাতে ঢাকায় পা রাখেন শ্রীলঙ্কান বংশোদ্ভূত কোচ। ঢাকায় পা রেখেই পরদিন ছুটে যান পরিচিত মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে। ক্রিকেটারদের ঐচ্ছিক অনুশীলন দেখেন। গতকাল ঐচ্ছিক অনুশীলনে পরিচিত হন ক্রিকেটারদের সঙ্গে। আজ পুরোদমে অনুশীলন শুরু তামিম বাহিনীর। ৩৪ মাসের প্রথম মেয়াদের অনুশীলনে বাংলাদেশের সাফল্য ছিল দারুণ। একই সঙ্গে সমালোচিতও হয়েছিলেন আচরণ নিয়ে। তখন জাতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে তার সম্পর্ক শীতল ছিল, ক্রীড়াঙ্গনে সরব ছিল ইস্যুটি নিয়ে। গতকাল মিডিয়ার মুখোমুখিতে বিষয়টি স্বীকার করেননি হাতুরাসিংহে, ‘সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে একদমই সমস্যা নেই। আমি সবার সঙ্গে কথা বলেছি। সবার নজর এখন দলের ভালোর দিকে। প্রথমবারও কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হইনি। আমার চ্যালেঞ্জ ছিল দলের ভালোর দিকে সবার নজর রাখা।’ দায়িত্ব ছাড়ার সময় সাকিব আল হাসানের কমিটমেন্ট নিয়েও প্রশ্ন তুলেছিলেন হাতুরাসিংহে। সাকিব এখন টেস্ট ও টি-২০ অধিনায়ক। হাতুরাসিংহে তিন ফরম্যাটেরই কোচ। দুই ফরম্যাটের অধিনায়ক সাকিবকে কিভাবে সামলাবেন, এ প্রসঙ্গে বলেন, ‘সাকিবের নিবেদন নিয়ে আমি সন্তুষ্ট ছিলাম না- এমন প্রশ্ন আমি কখনোই তুলিনি। এই প্রথম শুনলাম।’ হাতুরাসিংহে প্রথমবার দায়িত্ব নেন ২০১৪ সালের ডিসেম্বরে। দয়িত্ব পালন করেন ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত। ওই সময়ে তার কোচিংয়ে বাংলাদেশ প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের (২০১৫) কোয়ার্টার ফাইনাল এবং ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলে। টেস্টে টাইগাররা জয় পায় ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে। শ্রীলঙ্কান বংশোদ্ভুত কোচের কোচিংয়ে টাইগারদের পারফরম্যান্সের গ্রাফ উপরে উঠতে থাকে। এখন ওয়ানডে ক্রিকেটে অন্যতম শক্তিশালী একটি দল বাংলাদেশ। তিনি যখন কোচ ছিলেন, তখন উইকেটগুলো ছিল স্পিন সহায়ক। ঘরের মাঠে এবারও তিনি সেই সুবিধা নিতে চান, ‘আমরা যখন নিউজিল্যান্ডে যাই, কী ধরনের উইকেটে খেলি? ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কী করে তাদের ঘরের মাঠে? ভারত এখন ঘরের মাঠে কী করছে? দেশের বাইরে গেলে আমাদের যা আছে, তা দিয়েই ম্যানেজ করতে হবে। যদি মিসাইল না থাকে, তাহলে তুমি কীভাবে লড়াই করবে। আমাদের তো গেরিলা যুদ্ধ করতে হবে। তাই না? ওদের আমাদের ঘরে আসতে দাও, আমরা ছোট্ট ছোট্ট অস্ত্র দিয়ে লড়ব। যদি আমাদের অস্ত্র না থাকে, তাহলে তো আমরা কিছুই করতে পারব না। আমরা শুধু খেলোয়াড়দের গড়ে তুলতে পারি।’ হাতুরাসিংহের দ্বিতীয় মেয়াদের প্রথম অ্যাসাইনমেন্ট শুরু হচ্ছে ১ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে।
শিরোনাম
- অগণতান্ত্রিক শক্তির বিষয়ে সজাগ থাকার আহ্বান যুবদল সভাপতির
- মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত : র্যাব
- ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বলেন বিমানে বোমা আছে: র্যাব
- নদীর এই বাঁধ দিয়ে বন্যা ঠেকানো সম্ভব নয় : দুর্যোগ উপদেষ্টা
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে
- সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে আগুন ধরিয়ে দিল ইসরায়েলি বাহিনী
- মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের
- পাশবিক এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে : আসিফ নজরুল
- গাজাকে শিশুদের কবরস্থান বানাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ
- ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে হতাহত ৬
- গাজায় ত্রাণ নিতে গিয়ে দুই মাসে নিহত ৭৯৮ ফিলিস্তিনি
- হাসিনাকন্যা পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১২ জুলাই)
- জাতীয়তাবাদের উদ্বিগ্ন হৃদয়
- রেকর্ড বইয়ের পাতায় ইংল্যান্ডের স্মিথ
- বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই : মির্জা ফখরুল
- রাজধানীর মিরপুর থেকে ৫০টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধার
- ভিন্নমত থাকবে, কিন্তু অপরের মতকে সম্মান করতে হবে : আমীর খসরু
- ভারতের হয়ে যে রেকর্ড এখন শুধুই বুমরাহর
ফের কোচের দায়িত্বে হাতুরা
হাতে মিসাইল না থাকলে গেরিলা যুদ্ধ করতে হবে
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর