বুধবার, ১ মার্চ, ২০২৩ ০০:০০ টা

হাওরের ১৬ পদের মাছে আপ্যায়ন

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই যুগের বেশি সময় পর গতকাল সকালে কিশোরগঞ্জের মিঠামইনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের গ্রামের বাড়িতে গেলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যার আগমন ঘিরে সকাল থেকেই এ অঞ্চলে ছিল উৎসবের আমেজ। রাষ্ট্রপতির পৈতৃক বাড়িতে বঙ্গবন্ধুকন্যাকে সাদা ভাতের সঙ্গে হাওরের ১৬ পদের মাছ, ডাল, রসমালাই খাইয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং তাঁর পরিবার। দুপুরে রাষ্ট্রপতির বাড়িতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান রাষ্ট্রপতি ও তাঁর পরিবারের সদস্যরা। প্রধানমন্ত্রী এর আগে প্রথমে বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন করেন এবং বেলা ১টার দিকে রাষ্ট্রপতির বাসভবনে মধ্যাহ্নভোজে শরিক হন। সেখানে রাতাবোরো চালের সাদা ভাতের সঙ্গে দেওয়া রুই ও কাতলা মাছের দোপিঁয়াজা, চিতল মাছের দোপিঁয়াজা, আইড় মাছের দোপিঁয়াজা, পাবদা মাছের দোপিঁয়াজা, গোলশা-ট্যাংরা মাছের দোপিঁয়াজা, কালবাউশ মাছের দোপিঁয়াজা, শোল মাছ ভুনা, বাইন মাছ ভুনা, চিংড়ি মাছ ভুনা, বোয়াল মাছ ভুনা, গ্রাস কার্প মাছ ভুনা, বাচা মাছ ভুনা, রিঠা ও পাঙাশ মাছের মাখা মাখা ঝোল এবং মসুর ডাল, সালাদ, রসমালাই। রাষ্ট্রপতির বাড়িতে আতিথ্য গ্রহণ শেষে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী বিকালে মিঠামইন হেলিপ্যাড মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেন।

সর্বশেষ খবর