রংপুরের তারাগঞ্জ উপজেলার বালাবাড়ি মডেল স্কুল থেকে বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছিল সামিউল হাসান আরাফাত। ২৮ ফেব্রুয়ারির প্রকাশিত ফলাফলে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল সামিউল। কিন্তু কারিগরি ত্রুটির কারণে এই ফল স্থগিত করে প্রাথমিক শিক্ষা অধিদফতর। গত বুধবার রাতে প্রকাশ করা হয় সংশোধিত ফল। এই ফলাফলে কোনো ক্যাটাগরিতেই বৃত্তি পায়নি সে। বৃত্তি পাওয়ার খবরে যেমন উচ্ছ্বসিত ছিল সামিউল হাসান আরাফাত তেমনিভাবে বৃত্তি হারানোর খবরেও চরমভাবে বিমর্ষ হয়ে পড়েছে। শুধু সামিউল নয়, দেশের বিভিন্ন জেলায় অনেক শিশুর এমন ফল পরিবর্তন হয়েছে। একইভাবে আগের ফলে বৃত্তি পায়নি কিন্তু সংশোধিত ফলে বৃত্তি পেয়েছে এমন ঘটনাও কম নয়। এমন ফল পরিবর্তনের ফলে শিশুদের মনে বিরূপ প্রভাব পড়েছে মারাত্মকভাবে। অভিভাবক ও শিক্ষকরাও এমন ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। জানা গেছে, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা পৌরশহরের সি বার্ড কেজি অ্যান্ড হাই স্কুল থেকে এবার পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছিল ১০ শিক্ষার্থী। প্রথম ধাপে প্রকাশিত বৃত্তি পরীক্ষায় দেখা স্কুলটি থেকে মাত্র ১ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। পরে আবার সংশোধিত ফল প্রকাশ হলে দেখা যায় বিদ্যালয়টির ১০ জন শিক্ষার্থীই ট্যাল্টেফুলে বৃত্তি পেয়েছে। বিদ্যালয়টির সহকারী শিক্ষিকা রুহেলিকা সুলতানা রুমি জানান, প্রথম রেজাল্ট দেখে আমরা হতাশই হয়েছিলাম। অনেক মেধাবী শিক্ষার্থীদের নাম তালিকায় না দেখে তারা ভেঙে পড়েছিল। সংশোধিত ফলে সবাই খুশি। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রোয়াইড় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এবার বৃত্তি পরীক্ষায় তিন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছিল। এ খবরে উচ্ছ্বাসিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী। তবে সংশোধিত ফল প্রকাশের পর ওই বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত তিন শিক্ষার্থীর নামই বাদ পড়েছে। ফলাফলের এমন বিড়ম্বনায় তীব্র ক্ষোভ জানিয়েছেন তারা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদুর রহমান বলেন, গত রাতে সংশোধিত বৃত্তি পরীক্ষার ফলাফলে শিক্ষক-শিক্ষার্থীরা সবাই হতাশ হয়ে পড়েছেন। যদিও ফল স্থগিতের পর ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন গণমাধ্যমকে বলেছিলেন, ফল স্থগিত হলেও কারও ফল পরিবর্তন হবে না। কিন্তু এই ফলাফলে অন্তত সহস্র শিক্ষার্থীর ফল পরিবর্তনের ঘটনা ঘটেছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক প্রাথমিক শিক্ষা অধিদফতরের একটি সূত্র জানিয়েছে। কিন্তু সংশোধিত ফলে কতজনের এমন ফল পরিবর্তন হয়েছে- সে ব্যাপারে কোনো তথ্য দিতে পারেনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদফতর। প্রাথমিক শিক্ষা অধিদফতরের সিনিয়র সিস্টেম এনালিস্ট অনুজ কুমার রায় বাংলাদেশ প্রতিদিনকে বলেন, কতজনের ফল পরিবর্তন হয়েছে সে ব্যাপারে কোনো তথ্য নেই। প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করতে গিয়ে হযবরল পরিস্থিতির সৃষ্টি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। গত ২৮ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করে বৃত্তির ফল প্রকাশ করেন গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। এরপর বিকালেই ঘোষণা আসে প্রকাশিত ফলাফল স্থগিতের। গত বুধবার রাত সাড়ে ১০ টায় সেই সংশোধিত ফল প্রকাশ করা হয়েছে। ফল প্রকাশের ত্রুটির জন্য দুঃখ প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর এবং প্রাথমিক মন্ত্রণালয়।
শিরোনাম
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
বৃত্তি পরীক্ষায় সংশোধিত ফল
মন ভেঙেছে অনেক শিশুর, কেউ হেসেছে নতুন করে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
অভ্যন্তরীণ ইস্যুতে কোনো দেশের হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশ: দিল্লিতে নিরাপত্তা উপদেষ্টা
১৭ ঘণ্টা আগে | জাতীয়