রংপুরের তারাগঞ্জ উপজেলার বালাবাড়ি মডেল স্কুল থেকে বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছিল সামিউল হাসান আরাফাত। ২৮ ফেব্রুয়ারির প্রকাশিত ফলাফলে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল সামিউল। কিন্তু কারিগরি ত্রুটির কারণে এই ফল স্থগিত করে প্রাথমিক শিক্ষা অধিদফতর। গত বুধবার রাতে প্রকাশ করা হয় সংশোধিত ফল। এই ফলাফলে কোনো ক্যাটাগরিতেই বৃত্তি পায়নি সে। বৃত্তি পাওয়ার খবরে যেমন উচ্ছ্বসিত ছিল সামিউল হাসান আরাফাত তেমনিভাবে বৃত্তি হারানোর খবরেও চরমভাবে বিমর্ষ হয়ে পড়েছে। শুধু সামিউল নয়, দেশের বিভিন্ন জেলায় অনেক শিশুর এমন ফল পরিবর্তন হয়েছে। একইভাবে আগের ফলে বৃত্তি পায়নি কিন্তু সংশোধিত ফলে বৃত্তি পেয়েছে এমন ঘটনাও কম নয়। এমন ফল পরিবর্তনের ফলে শিশুদের মনে বিরূপ প্রভাব পড়েছে মারাত্মকভাবে। অভিভাবক ও শিক্ষকরাও এমন ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। জানা গেছে, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা পৌরশহরের সি বার্ড কেজি অ্যান্ড হাই স্কুল থেকে এবার পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছিল ১০ শিক্ষার্থী। প্রথম ধাপে প্রকাশিত বৃত্তি পরীক্ষায় দেখা স্কুলটি থেকে মাত্র ১ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। পরে আবার সংশোধিত ফল প্রকাশ হলে দেখা যায় বিদ্যালয়টির ১০ জন শিক্ষার্থীই ট্যাল্টেফুলে বৃত্তি পেয়েছে। বিদ্যালয়টির সহকারী শিক্ষিকা রুহেলিকা সুলতানা রুমি জানান, প্রথম রেজাল্ট দেখে আমরা হতাশই হয়েছিলাম। অনেক মেধাবী শিক্ষার্থীদের নাম তালিকায় না দেখে তারা ভেঙে পড়েছিল। সংশোধিত ফলে সবাই খুশি। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রোয়াইড় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এবার বৃত্তি পরীক্ষায় তিন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছিল। এ খবরে উচ্ছ্বাসিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী। তবে সংশোধিত ফল প্রকাশের পর ওই বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত তিন শিক্ষার্থীর নামই বাদ পড়েছে। ফলাফলের এমন বিড়ম্বনায় তীব্র ক্ষোভ জানিয়েছেন তারা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদুর রহমান বলেন, গত রাতে সংশোধিত বৃত্তি পরীক্ষার ফলাফলে শিক্ষক-শিক্ষার্থীরা সবাই হতাশ হয়ে পড়েছেন। যদিও ফল স্থগিতের পর ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন গণমাধ্যমকে বলেছিলেন, ফল স্থগিত হলেও কারও ফল পরিবর্তন হবে না। কিন্তু এই ফলাফলে অন্তত সহস্র শিক্ষার্থীর ফল পরিবর্তনের ঘটনা ঘটেছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক প্রাথমিক শিক্ষা অধিদফতরের একটি সূত্র জানিয়েছে। কিন্তু সংশোধিত ফলে কতজনের এমন ফল পরিবর্তন হয়েছে- সে ব্যাপারে কোনো তথ্য দিতে পারেনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদফতর। প্রাথমিক শিক্ষা অধিদফতরের সিনিয়র সিস্টেম এনালিস্ট অনুজ কুমার রায় বাংলাদেশ প্রতিদিনকে বলেন, কতজনের ফল পরিবর্তন হয়েছে সে ব্যাপারে কোনো তথ্য নেই। প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করতে গিয়ে হযবরল পরিস্থিতির সৃষ্টি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। গত ২৮ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করে বৃত্তির ফল প্রকাশ করেন গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। এরপর বিকালেই ঘোষণা আসে প্রকাশিত ফলাফল স্থগিতের। গত বুধবার রাত সাড়ে ১০ টায় সেই সংশোধিত ফল প্রকাশ করা হয়েছে। ফল প্রকাশের ত্রুটির জন্য দুঃখ প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর এবং প্রাথমিক মন্ত্রণালয়।
শিরোনাম
- সীমাহীন পাল্লার পরমাণু মিসাইলের সফল পরীক্ষা চালানোর দাবি রাশিয়ার
- জাতীয় ঐক্য নষ্ট হলে ফ্যাসিবাদের প্রত্যাবর্তন হবে : সালাহউদ্দিন
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫৬১
- নারায়ণগঞ্জে খানপুর হাসপাতালে বিএনপি নেতার ডেঙ্গু কিট প্রদান
- চট্টগ্রামে হ্যান্ডকাপসহ পালানো আসামি গ্রেফতার
- ৪ দিন পরেই বাতিল হবে অতিরিক্ত সিমকার্ড, বিটিআরসির জরুরি বার্তা
- যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে রড মিস্ত্রির মৃত্যু, আহত ১
- বইমেলা হবে, কোনো সন্দেহ নেই: প্রেস সচিব
- বৃষ্টির কারণে ৩৫ মিনিট দেরিতে টস, ব্যাটিং করবে বাংলাদেশ
- স্কুলছাত্রী অপহরণের ৪ মাস পর আদালতে মামলা
- মালয়েশিয়া থেকে ট্রাম্পের এশিয়া সফর শুরু
- ল্যুভর জাদুঘরে চুরির ঘটনায় দুজন গ্রেপ্তার
- রায়পুরায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও আলোচনা সভা
- শাবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
- ‘যুবদল গণমানুষের অধিকার রক্ষার সংগ্রামে রাজপথে ছিল, থাকবে’
- হঠাৎ মেট্রোরেল বন্ধে দুর্ভোগ
- ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে: গোলাম পরওয়ার
- নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের চেষ্টা করা হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- ঘুষ নিয়ে ভাইরাল সেই শিক্ষা কর্মকর্তার ঘুষ-দুর্নীতি বন্ধ হয়নি
- এশিয়ার নবীনতম দেশ এখন আসিয়ানের ১১তম সদস্য
বৃত্তি পরীক্ষায় সংশোধিত ফল
মন ভেঙেছে অনেক শিশুর, কেউ হেসেছে নতুন করে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
বাসে ছিল ২৩৪টি স্মার্টফোন, ২০ জনের প্রাণহানিতে থাকতে পারে ব্যাটারি বিস্ফোরণের প্রভাব
২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
প্রশ্নের সেট ‘পদ্মা’ হলে দিতে হবে কাশি, বারবার কাশতে গিয়ে ধরা পড়লেন পরীক্ষার্থী
২৩ ঘণ্টা আগে | দেশগ্রাম