রংপুরের তারাগঞ্জ উপজেলার বালাবাড়ি মডেল স্কুল থেকে বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছিল সামিউল হাসান আরাফাত। ২৮ ফেব্রুয়ারির প্রকাশিত ফলাফলে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল সামিউল। কিন্তু কারিগরি ত্রুটির কারণে এই ফল স্থগিত করে প্রাথমিক শিক্ষা অধিদফতর। গত বুধবার রাতে প্রকাশ করা হয় সংশোধিত ফল। এই ফলাফলে কোনো ক্যাটাগরিতেই বৃত্তি পায়নি সে। বৃত্তি পাওয়ার খবরে যেমন উচ্ছ্বসিত ছিল সামিউল হাসান আরাফাত তেমনিভাবে বৃত্তি হারানোর খবরেও চরমভাবে বিমর্ষ হয়ে পড়েছে। শুধু সামিউল নয়, দেশের বিভিন্ন জেলায় অনেক শিশুর এমন ফল পরিবর্তন হয়েছে। একইভাবে আগের ফলে বৃত্তি পায়নি কিন্তু সংশোধিত ফলে বৃত্তি পেয়েছে এমন ঘটনাও কম নয়। এমন ফল পরিবর্তনের ফলে শিশুদের মনে বিরূপ প্রভাব পড়েছে মারাত্মকভাবে। অভিভাবক ও শিক্ষকরাও এমন ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। জানা গেছে, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা পৌরশহরের সি বার্ড কেজি অ্যান্ড হাই স্কুল থেকে এবার পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছিল ১০ শিক্ষার্থী। প্রথম ধাপে প্রকাশিত বৃত্তি পরীক্ষায় দেখা স্কুলটি থেকে মাত্র ১ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। পরে আবার সংশোধিত ফল প্রকাশ হলে দেখা যায় বিদ্যালয়টির ১০ জন শিক্ষার্থীই ট্যাল্টেফুলে বৃত্তি পেয়েছে। বিদ্যালয়টির সহকারী শিক্ষিকা রুহেলিকা সুলতানা রুমি জানান, প্রথম রেজাল্ট দেখে আমরা হতাশই হয়েছিলাম। অনেক মেধাবী শিক্ষার্থীদের নাম তালিকায় না দেখে তারা ভেঙে পড়েছিল। সংশোধিত ফলে সবাই খুশি। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রোয়াইড় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এবার বৃত্তি পরীক্ষায় তিন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছিল। এ খবরে উচ্ছ্বাসিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী। তবে সংশোধিত ফল প্রকাশের পর ওই বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত তিন শিক্ষার্থীর নামই বাদ পড়েছে। ফলাফলের এমন বিড়ম্বনায় তীব্র ক্ষোভ জানিয়েছেন তারা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদুর রহমান বলেন, গত রাতে সংশোধিত বৃত্তি পরীক্ষার ফলাফলে শিক্ষক-শিক্ষার্থীরা সবাই হতাশ হয়ে পড়েছেন। যদিও ফল স্থগিতের পর ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন গণমাধ্যমকে বলেছিলেন, ফল স্থগিত হলেও কারও ফল পরিবর্তন হবে না। কিন্তু এই ফলাফলে অন্তত সহস্র শিক্ষার্থীর ফল পরিবর্তনের ঘটনা ঘটেছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক প্রাথমিক শিক্ষা অধিদফতরের একটি সূত্র জানিয়েছে। কিন্তু সংশোধিত ফলে কতজনের এমন ফল পরিবর্তন হয়েছে- সে ব্যাপারে কোনো তথ্য দিতে পারেনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদফতর। প্রাথমিক শিক্ষা অধিদফতরের সিনিয়র সিস্টেম এনালিস্ট অনুজ কুমার রায় বাংলাদেশ প্রতিদিনকে বলেন, কতজনের ফল পরিবর্তন হয়েছে সে ব্যাপারে কোনো তথ্য নেই। প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করতে গিয়ে হযবরল পরিস্থিতির সৃষ্টি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। গত ২৮ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করে বৃত্তির ফল প্রকাশ করেন গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। এরপর বিকালেই ঘোষণা আসে প্রকাশিত ফলাফল স্থগিতের। গত বুধবার রাত সাড়ে ১০ টায় সেই সংশোধিত ফল প্রকাশ করা হয়েছে। ফল প্রকাশের ত্রুটির জন্য দুঃখ প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর এবং প্রাথমিক মন্ত্রণালয়।
শিরোনাম
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
- লক্ষ্মীপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
- হত্যাচেষ্টা মামলায় তাপস-কামরুলসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট
- নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে হবিগঞ্জে নৌ র্যালি
- জাবি স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের ক্যাম্পাসে মোটরসাইকেলে প্রবেশ নিষেধ
- দক্ষিণ আফ্রিকায় হতে যাচ্ছে জি২০ শীর্ষ সম্মেলন, বর্জন যুক্তরাষ্ট্রের
- চাপের মুখে ডিজিটাল নীতিমালা শিথিল করতে যাচ্ছে ইইউ
- সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসিকে শক্ত অবস্থানে থাকার আহ্বান মঈন খানের
- পাকিস্তানের আকাশসীমা বন্ধে বিপাকে এয়ার ইন্ডিয়া, চীনের আকাশ ব্যবহারে লবিং
- ফিলিপাইনে বিক্ষোভের মুখে দুই মন্ত্রীর পদত্যাগ
- ঝিনাইগাতীতে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
- মাইলফলকের ম্যাচে মুশফিকের ফিফটি
বৃত্তি পরীক্ষায় সংশোধিত ফল
মন ভেঙেছে অনেক শিশুর, কেউ হেসেছে নতুন করে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
২২ ঘণ্টা আগে | ক্যাম্পাস
সামরিক হস্তক্ষেপ চালালে ট্রাম্পের রাজনৈতিক জীবনের ইতি ঘটবে, মাদুরোর হুঁশিয়ারি
৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম