রবিবার, ১২ মার্চ, ২০২৩ ০০:০০ টা

বিএনপির কর্মসূচিতে হামলা সাবেক এমপিসহ আহত ১৫

প্রতিদিন ডেস্ক

বিএনপির কর্মসূচিতে হামলা সাবেক এমপিসহ আহত ১৫

মৌলভীবাজারে গতকাল বিএনপির মানববন্ধন কর্মসূচিতে হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি এম নাসের রহমানসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ ছাড়া নেত্রকোনায় বিএনপির কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে। আমাদের প্রতিনিধিরা এসব খবর পাঠিয়েছেন।

মৌলভীবাজার : জেলায় বিএনপির কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। এ নিয়ে বিএনপি-যুবলীগ নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। যুবলীগ কর্মীদের হামলায় জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সুহানসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল দুপুর ১টায় মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার ও পুরাতন হাসপাতাল সড়কের মুখে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ফয়জুল করিম ময়ূন বলেন, চৌমুহনার দিক থেকে যুবলীগের একটি মিছিল এসে মানববন্ধনে হামলা করে। তবে যুবলীগ নেতা-কর্মীরা দাবি করেছেন, বিএনপি নেতা-কর্মীদের হামলায় জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল হোসেন চৌধুরীসহ ৫-৭ জন আহত হয়েছেন। জেলা যুবলীগের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম সুমন বলেন, বিএনপি নেতা-কর্মীরা আমাদের মিছিলে ইট নিক্ষেপ করে। মৌলভীবাজার মডেল থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, উভয় দলের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। তবে কোনো দল এখনো এ বিষয়ে অভিযোগ দেয়নি।

নেত্রকোনা : জেলায় বিএনপির কর্মসূচিতে পুলিশ বাধা দেয়। এ কারণে নির্ধারিত সময়ে এবং স্থানে কর্মসূচি পালন করতে পারেনি বিএনপি। পুলিশের বাধার মুখে জেলা শহরের বাইরে মদন বাস টার্মিনালের কাছে নেওয়াজ নগর প্রধান সড়কে মানববন্ধন করে বিএনপি। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী জানান, জেলা শহরের ছোট বাজার দলীয় কার্যালয় বাদ দিয়ে নেওয়াজ নগর আবু আব্বাস ডিগ্রি কলেজের সামনে কর্মসূচি পালন করা হয়।

সর্বশেষ খবর