শনিবার, ২৫ মার্চ, ২০২৩ ০০:০০ টা

ইসির সংলাপে বিএনপি যাবে না

মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশনের (ইসি) আমন্ত্রণে বিএনপি সংলাপে যাবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমকে গতকাল তিনি এ মতামত জানান। এর আগে বৃহস্পতিবার বিএনপির মহাসচিবকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনার জন্য চিঠি পাঠান প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল।

চিঠি পেয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল জানান, সংলাপে যাওয়ার কোনো সুযোগ নেই। তার দল এর প্রয়োজনীয়তা অনুভব করছে না। কারণ বিএনপি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলন করছে। এখানে ইসির কিছু করার নেই। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করার সংলাপ ছাড়া অন্য কোনো আলোচনায় অংশ নেবে না বিএনপি।

বৃহস্পতিবার বিএনপিকে পাঠানো চিঠিতে প্রধান নির্বাচন কমিশনার লিখেছেন, ‘আপনাদের দ্বারা প্রত্যাখ্যাত হলেও কমিশন মনে করে বৃহৎ রাজনৈতিক দল হিসেবে দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক না হোক, অনানুষ্ঠানিকভাবে আলোচনা বা মতবিনিময় হতে পারে। আপনাদের নির্বাচন কমিশনে আমন্ত্রণ জানাচ্ছি। সদয় সম্মত হলে দিনক্ষণ আলোচনা করে নির্ধারণ করা যেতে পারে। প্রত্যুত্তর প্রত্যাশা করছি।’

চিঠিতে মির্জা ফখরুল চাইলে বিএনপির নেতা ও সমমনা অন্য দলগুলোর নেতাদের নিয়ে আসতে পারেন বলে উল্লেখ করা হয়।

 

সর্বশেষ খবর