রবিবার, ২৬ মার্চ, ২০২৩ ০০:০০ টা

বিএনপিকে আমন্ত্রণ হঠাৎ সিদ্ধান্ত নয়

নিজস্ব প্রতিবেদক

বিএনপিকে আমন্ত্রণ হঠাৎ সিদ্ধান্ত নয়

বিরোধী রাজনৈতিক দল বিএনপিকে আমন্ত্রণের সিদ্ধান্ত হঠাৎ করে হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান। এক বিবৃতিতে গতকাল বিএনপিকে আমন্ত্রণের কারণও ব্যাখ্যা করেছেন এই কমিশনার। দেশের নির্বাচনী ব্যবস্থার দায়িত্বভার গ্রহণের পর ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সম্পর্কে মতবিনিময় ও সংলাপের জন্য দুই দফায় নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসেন কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন। তবে দুই দফায়ই বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো এ সব সংলাপ বর্জন করেছে। পাশাপাশি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে দলটি এখন আন্দোলনরত। এমন পরিস্থিতি গত বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের দপ্তর থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনার জন্য ফের চিঠি পাঠানো হয়। হঠাৎ কেন বিএনপিকে চিঠি এমন প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। বিবৃতিতে তার ব্যাখ্যা দিয়েছেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান। বিবৃতিতে তিনি বলেছেন, ‘বিএনপিকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত হঠাৎ করে হয়নি। কমিশন সার্বিকভাবে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে। এর আগেও বিএনপিকে একাধিকবার আমন্ত্রণ জানানো হয়েছিল। বর্তমান কমিশন দায়িত্ব গ্রহণের পর থেকেই অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের কথা অনুধাবন করে আলোচনার ওপর গুরুত্বারোপ করে আসছে।’ ইসি আহসান হাবিব খান উল্লেখ করেন, ‘বিএনপির মতো নিবন্ধিত অন্যতম প্রধান রাজনৈতিক দলের সঙ্গে আনুষ্ঠানিক না হোক অনানুষ্ঠানিক মতবিনিময় হতেই পারে। বিএনপি নির্বাচনে অংশ না নিলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়ার সম্ভাবনা কিছুটা হলেও কমে যাবে।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে অর্থবহ করার জন্য বিএনপিকে অনানুষ্ঠানিক মতবিনিময় এবং আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে, যা বর্তমান নির্বাচন কমিশনের আন্তরিকতা ও সদিচ্ছারই বহির্প্রকাশ।’

সর্বশেষ খবর