রবিবার, ২ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই

নিজস্ব প্রতিবেদক

নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই

গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু বলেছেন, সত্যিকারের মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত করতে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নেই। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। গতকাল বিকালে রাজধানীর মতিঝিলে গণফোরাম চত্বরে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির উদ্যোগে গণ অবস্থান কর্মসূচি পালনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ‘বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ এবং অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ-নির্দলীয় সরকারের’ দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সর্দার চাখারীর সভাপতিত্বে গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, গণফোরাম নির্বাহী সভাপতি অ্যাডভোকেট এ কে এম জগলুল হায়দার আফ্রিক, বীর মুক্তিযোদ্ধা খান সিদ্দিকুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, বাংলাদেশ পিপলস পার্টির মহাসচিব আবদুল কাদের, পিপলস পার্টির কো-চেয়ারম্যান পারভীন নাসের খান ভাসানী, মো. রফিকুল ইসলাম খান রনো প্রমুখ বক্তব্য রাখেন।

 

সর্বশেষ খবর