জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আমাদের জীবনের নিরাপত্তা নেই। তিনি বলেন, বঙ্গবাজারের অগ্নিকান্ডে সব দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সরকারের কাছে আবেদন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। দরকার হলে বিনা সুদে অথবা স্বল্প সুদে তাদের ঋণ দিতে হবে। গতকাল রাজধানীর হোটেল ইম্পেরিয়াল মিলনায়তনে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সভাপতিত্ব করেন পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা। জি এম কাদের বলেন, দুর্নীতি ও স্বজনপ্রীতির কারণে কেউ ইচ্ছে করলেই ভালো কাজ করতে পারছে না। আমরা সাহায্য দিতে বলেছি, দেখা যাবে এমন লোককে সাহায্য দেওয়া হচ্ছে এখানে যার কোনো দোকানই নেই। যারা সরকারি দল করেন, তারাই সাহায্য ও ঋণ পাবেন। আবার যার ঋণ দরকার তিনি পাবেন না। অথবা ঋণ পেতে হলে অর্ধেক টাকা ঘুষ হিসেবে দিতে হবে। জি এম কাদের বলেন, দুঃখের বিষয় হলো এমন দেশের জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি। এ সময় পার্টির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।