শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

আগামীতে আমরা আর ঋণ নেব না

নিজস্ব প্রতিবেদক

আগামীতে আমরা আর ঋণ নেব না

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘আমরা আগামীতে এমনভাবে বাজেট প্রণয়ন করব, যাতে কোনো ধরনের ঋণ নেওয়া না লাগে। বাজেট এমন হবে, যেন ঋণের প্রয়োজন না হয়। আগামীতে আর ঋণ নেব না।’ গতকাল রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত ‘জাতীয় রাজস্ব বোর্ডের বাজেট পরামর্শক কমিটির ৪৩তম সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এ সভার আয়োজন করে। এ সময় অর্থমন্ত্রী বলেন, ‘আমরা ধীরে ধীরে উন্নত দেশে পরিণত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছি, যেখানে সব সুযোগ-সুবিধা থাকবে। ২০৪১ সালের স্বপ্নের সিঁড়িতে আছি। আসন্ন বাজেট হবে জনবান্ধন। এ বাজেট হবে জনগণের সুবিধার্থে। আসন্ন বাজেটে কষ্ট পাওয়ার মতো কিছুই থাকবে না। সামনে যাওয়ার জন্য যেসব উপাদান থাকা দরকার, আগামী বাজেটে তা-ই থাকবে। আপনাদের (ব্যবসায়ীদের) মনের মতো করেই বাজেট সাজানো হবে।’ এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। উপস্থিত ছিলেন এফবিসিসিআইর পরিচালনা পর্ষদ, বিভিন্ন খাতের শীর্ষ ব্যবসায়ী ও ব্যবসায়ী নেতা এবং জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর