জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা সম্ভব নয়। রাষ্ট্র ও সরকারি দল মিলেমিশে একাকার। রাজনৈতিক আকাশে ঘোর অমানিশার ইঙ্গিত রয়েছে। বাংলাদেশের রাজনীতি এবং অর্থনীতির পরিস্থিতি অনিশ্চিত হয়ে পড়েছে। এ পরিস্থিতি উত্তরণে সরকারের উদ্যোগ নিতে হবে। গতকাল বনানী কার্যালয়ে জাতীয় পার্টি ঢাকা মহানগরী উত্তরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জি এম কাদের বলেন, পাঁচ সিটি করপোরেশনে নির্বাচন হচ্ছে। আমরা প্রতিটি সিটি নির্বাচনে অংশ নেব। ইতোমধ্যে গাজীপুর সিটিতে প্রার্থী দিয়েছি। জনগণ ও আমাদের নেতা-কর্মীদের প্রত্যাশা সুষ্ঠু নির্বাচন হলে আমরা বিজয়ী হব। কিন্তু সাধারণ মানুষ প্রশ্ন করে, আমরা ভোট দিতে পারব তো? ভোট দিলে ফলাফল কি সঠিকভাবে প্রকাশ করা হবে? এসব প্রশ্ন সাধারণ ভোটাররা আমাদের কাছে করে। সঠিকভাবে নির্বাচনে ভোট হবে কি না, বাধাগ্রস্ত হব কি না এসব প্রশ্ন সাধারণ মানুষের। এ কারণেই সাধারণ মানুষের নির্বাচনব্যবস্থার ওপর আস্থা নেই। চট্টগ্রাম-৮ আসনে নির্বাচন হয়েছে। ভোটারের উপস্থিতি ছিল মাত্র ১০ শতাংশ। ৯০ শতাংশ ভোটার কেন্দ্রে আসেননি। আসলে ভোটারদের ভোটের প্রতি কোনো আস্থা নেই। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টুর সভাপতিত্বে এবং পার্টির ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাঠানের পরিচালনায় বক্তব্য দেন কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী, মীর আবদুস সবুর আসুদ, রেজাউল ইসলাম ভূঁইয়া, জহিরুল আলম রুবেল প্রমুখ।
শিরোনাম
- প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
- হবিগঞ্জে স্ত্রীকে হত্যা করে আদালতে আত্মসমর্পণ স্বামীর
- উট ও স্বর্ণ থেকে সাম্রাজ্য: দাগোলোর হাতে এখন অর্ধেক সুদান
- সৌদিতে আরও ১৭ হাজার নারী সংগীত শিক্ষক প্রশিক্ষণ পাচ্ছেন
- খামেনির ছবি পোড়ানোর পর যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
- মেডিক্যাল শিক্ষকদের মূল বেতনের ৭০ শতাংশ প্রণোদনা ঘোষণা
- বিপিএলে ৫ দল, শুরু ডিসেম্বরের মাঝামাঝিতে
- বিএনপিতে যোগ দিলেন শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ
- ঢাবিতে সহিংসতায় ছাত্রলীগ নেতাসহ ৪০৩ জনকে শোকজ
- দুই দল যা-ই বলে, সরকার তা-ই করে : মির্জা আব্বাস
- পদোন্নতি পাচ্ছেন এক হাজারের বেশি বিচারক
- ইরাক আগ্রাসনের ‘মূল হোতা’ সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্টের মৃত্যু
- তরিকুল ইসলাম ছিলেন দলের দুর্দিনের কাণ্ডারি: তৃপ্তি
- জুডিসিয়াল সার্ভিস কমিশনে নিয়োগ পেলেন বিচারপতি আহমেদ সোহেল
- ‘১৭ বছর রাজপথে নির্যাতিত ত্যাগী কর্মীদের চোখে আজ আশার আলো’
- নির্বাচনের সময়ে ভুয়া খবর প্রচারে জেল-জরিমানা
- বগুড়ার ডিবির সাবেক ইনচার্জসহ দুইজনের প্রত্যাহার আদেশ বাতিল
- বগুড়ায় উদ্ধার হওয়া ৩৯ ককটেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
- ব্রাহ্মণবাড়িয়ায় তিন টিকিট কালোবাজারি গ্রেফতার
- জনশক্তি পাঠানোর লক্ষ্যে বাংলাদেশ-জাপান ১৩ সমঝোতা
রাজনৈতিক আকাশে ঘোর অমানিশা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর