বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩ ০০:০০ টা

গণতান্ত্রিক ব্যবস্থায় শ্রদ্ধা নেই বিএনপির : কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করে অগণতান্ত্রিক অপশক্তির হাতে ক্ষমতা তুলে দিলে দেশের জনগণ মেনে নেবে না। গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি শ্রদ্ধাবোধ নেই বলেই মির্জা ফখরুল জনগণের ভোটে নির্বাচিত সরকারকে ‘অবৈধ, অনির্বাচিত’ বলার ধৃষ্টতা দেখিয়েছেন।

গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশে গণতন্ত্রের যে ধারা চালু হয়েছে আগামী দিনেও তা বহাল থাকবে। গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে সাংবিধানিকভাবে যথাসময়ে নির্বাচন দেওয়া হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুলের মুখে দুর্নীতি ও অর্থ পাচার বিরোধী বক্তব্য ভূতের মুখে রাম নামের মতো। তারেক রহমান হাওয়া ভবন খুলে দুর্নীতির স্বর্গরাজ্য কায়েম করেছিল। লুটপাট ও অর্থ পাচারকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল। অন্যদিকে খালেদা জিয়ার আরেক পুত্র কোকোর পাচারকৃত অর্থ সিঙ্গাপুর থেকে ফেরত এনেছে সরকার। দুর্নীতি ও অর্থ পাচার বিএনপির মজ্জাগত। তিনি আরও বলেন, ষড়যন্ত্রকারীদের মুখে ছাই দিয়ে বিশ্বব্যাংকও আমাদের প্রশংসা শুরু করেছে, আর তাই দেখে বিএনপির গাত্রদাহ হচ্ছে। বিএনপি বাংলাদেশকে ব্যর্থতার চরম অন্ধকারে ফেলে দিয়েছিল। শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ বিশ্বদরবারে অনন্য উচ্চতায় আসীন হয়েছে। কিন্তু বিএনপির চোখে এগুলো ধরা পড়বে না। কারণ তাদের দৃষ্টি এতদূর পৌঁছায় না।

সর্বশেষ খবর