বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩ ০০:০০ টা

খালেদা জিয়া বাসায় ফিরতে পারেন আজ

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে হাসপাতাল থেকে আজ গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় ফিরতে পারেন। সাবেক এই প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা পর্যালোচনা করে মেডিকেল বোর্ড যে সিদ্ধান্ত দেবে- তার ওপর নির্ভর করবে বাসায় ফেরার বিষয়টি। মেডিকেল বোর্ডের সদস্যরা রিপোর্ট পর্যালোচনা করতে আজ বৈঠকে বসবেন। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, বেগম খালেদা জিয়ার বিভিন্ন মেডিকেল টেস্টের রিপোর্ট পর্যালোচনা করে বোর্ডের চিকিৎসকরা যদি সন্তুষ্ট হন তাহলে আজ অথবা কাল তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে। এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ম্যাডামের অবস্থা আগের মতোই আছে। মেডিকেল বোর্ডের সদস্যদের আবারও বৈঠকে বসার কথা রয়েছে। বোর্ডের সদস্যরা তাঁর শারীরিক অবস্থা পর্যালোচনা ও বিচার-বিশ্লেষণ করে যে সিদ্ধান্ত দেবেন তার ওপরই নির্ভর করবে সাবেক এই প্রধানমন্ত্রীর ঘরে ফেরার বিষয়টি। এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের অন্য চিকিৎসকরা হলেন- অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, অধ্যাপক নুর উদ্দিন আহমেদ, অধ্যাপক শামসুল আরেফিন, অধ্যাপক এ কিউ এম মহসিন, অধ্যাপক শেখ ফরিদ উদ্দিন আহমেদ, অধ্যাপক জিয়াউল হক এবং অধ্যাপক সাদেকুল ইসলাম। এ ছাড়া লন্ডন থেকে তার বড় ছেলের স্ত্রী ডা. জোবায়দা রহমানও এর সঙ্গে সংযুক্ত রয়েছেন। ২৯ এপ্রিল সন্ধ্যায় খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর চিকিৎসকদের পরামর্শে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। ওই সময় চিকিৎসকরা জানিয়েছিলেন, খালেদা জিয়ার বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো দরকার। যেগুলো বাসায় থেকে করানো সম্ভব নয়। এ জন্য তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এদিকে খালেদা জিয়ার সঙ্গে হাসপাতালে আছেন তার গৃহকর্মী ফাতেমা। এ ছাড়া ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথিও হাসপাতালে আসা-যাওয়া করছেন। সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, লিভার সিরোসিসসহ কিডনি জটিলতায় ভুগছেন।

 

সর্বশেষ খবর