বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩ ০০:০০ টা
♦ নিহত ৪ ♦ ইমরান খান রিমান্ডে ♦ তিন প্রদেশে জরুরি অবস্থা ♦ নামছে সেনা

বিক্ষোভ সংঘর্ষে উত্তাল পাকিস্তান

প্রতিদিন ডেস্ক

বিক্ষোভ সংঘর্ষে উত্তাল পাকিস্তান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খানকে গ্রেফতারের পর তার সমর্থকদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দেশটি। মঙ্গলবার ইমরানকে গ্রেফতারের পর পাকিস্তানজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে পেশোয়ারে গতকাল চারজন নিহত হয়েছেন। এর আগের দিন কোয়েটায় একজন নিহত হন। এ অবস্থায় গতকাল দেশটির চার প্রদেশের তিনটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় ইসলামাবাদ ও পাঞ্জাবে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানেও সেনা মোতায়েনের অনুরোধ করা হয়েছে। দেশটির বিভিন্ন শহরে পিটিআই কর্মী ও সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, লাহোর ও রাওয়ালপিন্ডিতে সামরিক স্থাপনায় হামলার পর এ অনুরোধ করা হয়। তথ্য সূত্র ডন, জিও নিউজ, আলজাজিরা, রয়টার্স, বিবিসি। ইমরান খান গ্রেফতার হওয়ার পর থেকেই পুলিশ ব্যাপক ধরপাকড় শুরু করেছে। পাঞ্জাবে এ পর্যন্ত প্রায় এক হাজার জন গ্রেফতার হয়েছে বলে জানায় বিবিসি। পুলিশ গতকাল পিটিআইয়ের মহাসচিব আসাদ উমরসহ ইমরান খানের বিপুল সংখ্যক সমর্থককে আটক করেছে বলে জানায় রয়টার্স। এর আগের দিন ৯৪৫ পিটিআই সমর্থককে আটকের তথ্য জানায় পুলিশ। সরকার বলছে, বিক্ষোভকারীরা সরকারি গুরুত্বপূর্ণ ভবন, পুলিশের গাড়িসহ বিপুলসংখ্যক যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে। এদিকে ইমরান খানের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল তাকে ইসলামাবাদের পুলিশ লাইনসের আদালতে তোলা হয়। শুনানিতে এনএবি ইমরানকে ১৪ দিনের রিমান্ডে চায়। পিটিআই চেয়ারম্যানের আইনজীবী এই আবেদনের বিরোধিতা করেন। ইমরান খানকে গ্রেফতারের প্রতিবাদে তাঁর দল তেহরিক-ই-ইনসাফ পার্টি (পিটিআই) পাকিস্তান ‘অচল’ করে দেওয়ার ডাক দেয়। তাঁর সমর্থকেরা দেশটির রাজধানী ইসলামাবাদ অভিমুখে যাত্রা করারও পরিকল্পনা করছেন। এমন অবস্থায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে ইমরান সমর্থকদের নতুন করে সংঘর্ষ বাধার আশঙ্কা করা হচ্ছে।

ইমরানকে গ্রেফতারের প্রতিবাদে মঙ্গলবার থেকেই তাঁর দল তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) কর্মী ও সমর্থকদের সঙ্গে দেশটির বিভিন্ন শহরে পুলিশের সংঘর্ষ চলছে। পিটিআই ও প্রত্যক্ষদর্শীদের প্রকাশ করা ভিডিওতে দেখা গেছে, লাহোর ও রাওয়ালপিন্ডিতে বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা হয়েছে। ইমরান সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হওয়ার পর পাকিস্তানের চার প্রদেশের তিনটিতে কর্তৃপক্ষ জরুরি আদেশ জারি করেছে। এসব প্রদেশে সব ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। পাকিস্তানজুড়ে মুঠোফোনে ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে। উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সোয়াবি শহরে ইমরান সমর্থকদের জড়ো হতে বলা হয়েছে। সেখান থেকে তাঁরা ইসলামাবাদ অভিমুখে যাত্রা করবেন। পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি বলেন, দলের শীর্ষ নেতারা ইমরানের সঙ্গে দেখা করতে ইসলামাবাদে আছেন। ইমরানের গ্রেফতারকে বৈধতা দিয়ে ইসলামাবাদ হাই কোর্ট যে আদেশ দিয়েছেন, সেটিকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানাবেন তাঁরা। এক টুইটার পোস্টে কুরেশি লেখেন, ‘এ অসাংবিধানিক আচরণের বিরুদ্ধে রাস্তায় নেমে শান্তিপূর্ণ বিক্ষোভ করার জন্য আমরা পিটিআই কর্মী, সমর্থক ও পাকিস্তানের জনগণের প্রতি আহ্বান জানিয়ে যাব।’ কোয়েটার প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল্লাহ লানগোভ বলেন, মঙ্গলবার দক্ষিণাঞ্চলীয় শহর কোয়েটায় পুলিশ ও ইমরান সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে এতজন নিহত ও ১২ জন আহত হন। আহতদের মধ্যে ছয় পুলিশ কর্মকর্তাও আছেন। আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় মঙ্গলবার ইসলামাবাদ হাই কোর্টের সামনে থেকে ইমরানকে গ্রেফতার করে আধাসামরিক রেঞ্জার্স বাহিনী। পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো এনএবি- এ মামলার তদন্ত করছে।

সর্বশেষ খবর