ঘূর্ণিঝড় মোখার প্রভাবে গতকালও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে লোডশেডিংয়ের খবর পাওয়া গেছে। এর সঙ্গে ঢাকা ও তার আশপাশের এলাকাসহ চট্টগ্রামে গ্যাস সংকট দেখা দেয়। দেশের দুটি এলএনজি টার্মিনাল থেকে তিন দিন ধরে গ্যাসের সরবরাহ বন্ধ থাকায় ঢাকার পেট্রোল পাম্পগুলোতে গ্যাসের চাপ কম ছিল। গতকাল গ্যাস নিতে দিনব্যাপী রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ গাড়ির লাইন দেখা যায়। আর বাসাবাড়িতে গ্যাসের চাপ কম থাকায় রান্নার কাজে বেশ বিপাকে পড়েন নগরবাসী। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্রে জানা যায়, মোখার কারণে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় দেশের ছোট-বড় মিলিয়ে প্রায় ২৫টি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ আছে। গতকাল দুপুর ১২টায় দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১২ হাজার মেগাওয়াট। এর বিপরীতে সরবরাহ করা হয় ৯ হাজার ৭৭৪ মেগাওয়াট বিদ্যুৎ। এ সময় ২ হাজার ১২৬ মেগাওয়াট বিদ্যুতের লোডশেডিং করা হয়। গ্যাস স্বল্পতার কারণে এদিন ৪ হাজার ৬৬৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়নি। দেশে জ্বালানি সরবরাহের উল্লেখযোগ্য অংশের জন্য কক্সবাজারের মহেশখালীতে ভাসমান দুটি এলএনজি টার্মিনালের ওপর নির্ভর করতে হয়। সাম্প্রতিক সময়ে দেশে সরবরাহ করা হচ্ছে ২ হাজার ৭০০ মিলিয়ন থেকে ২ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাস। এর মধ্যে ৭০০ মিলিয়ন ঘনফুটের জোগান মিলছে ভাসমান দুই এলএনজি টার্মিনাল থেকে। বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে গ্যাস ঘাটতির প্রভাব চট্টগ্রাম ও কুমিল্লায় পড়বে বলে জানানো হলেও তা ঢাকায়ও পড়েছে। ঢাকায় বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকা দুই প্রতিষ্ঠান ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. (ডিপিডিসি) ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লি. (ডেসকো) গত দুই দিনে দৈনিক ৮০০ মেগাওয়াটের মতো লোডশেডিং করে। আবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. গত শনিবার এক বিজ্ঞপ্তিতে জানায়, এলএনজি সরবরাহ কমে যাওয়ায় তিতাস অধিভুক্ত এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে। এলএনজি সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই স্বল্প চাপ থাকবে। এ জন্য রাজধানী ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ এলাকায় সমস্যা হয়। রাজধানীর উত্তরার রাজলক্ষ্মীর বাসিন্দা নুসরাত জাহান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, গত দুই দিন ধরে গ্যাসের চাপ নেই বললেই চলে। এ জন্য রান্নার কাজ একেবারেই করতে পারছি না। বাইরে থেকে খাবার এনে খেতে হচ্ছে। আবার নগরীর কুড়িল-বিশ্বরোড, তেজগাঁওসহ বেশ কয়েকটি এলাকার পেট্রোল পাম্প ঘুরে দেখা যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাড়ির দীর্ঘ লাইন। গ্যাসের চাপ কম থাকায় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে চালকদের জ্বালানি নিতে দেখা যায়। অনেকেই আবার দীর্ঘ লাইন দেখে গ্যাস না নিয়ে চলে যান।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ