ঘূর্ণিঝড় মোখার প্রভাবে গতকালও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে লোডশেডিংয়ের খবর পাওয়া গেছে। এর সঙ্গে ঢাকা ও তার আশপাশের এলাকাসহ চট্টগ্রামে গ্যাস সংকট দেখা দেয়। দেশের দুটি এলএনজি টার্মিনাল থেকে তিন দিন ধরে গ্যাসের সরবরাহ বন্ধ থাকায় ঢাকার পেট্রোল পাম্পগুলোতে গ্যাসের চাপ কম ছিল। গতকাল গ্যাস নিতে দিনব্যাপী রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ গাড়ির লাইন দেখা যায়। আর বাসাবাড়িতে গ্যাসের চাপ কম থাকায় রান্নার কাজে বেশ বিপাকে পড়েন নগরবাসী। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্রে জানা যায়, মোখার কারণে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় দেশের ছোট-বড় মিলিয়ে প্রায় ২৫টি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ আছে। গতকাল দুপুর ১২টায় দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১২ হাজার মেগাওয়াট। এর বিপরীতে সরবরাহ করা হয় ৯ হাজার ৭৭৪ মেগাওয়াট বিদ্যুৎ। এ সময় ২ হাজার ১২৬ মেগাওয়াট বিদ্যুতের লোডশেডিং করা হয়। গ্যাস স্বল্পতার কারণে এদিন ৪ হাজার ৬৬৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়নি। দেশে জ্বালানি সরবরাহের উল্লেখযোগ্য অংশের জন্য কক্সবাজারের মহেশখালীতে ভাসমান দুটি এলএনজি টার্মিনালের ওপর নির্ভর করতে হয়। সাম্প্রতিক সময়ে দেশে সরবরাহ করা হচ্ছে ২ হাজার ৭০০ মিলিয়ন থেকে ২ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাস। এর মধ্যে ৭০০ মিলিয়ন ঘনফুটের জোগান মিলছে ভাসমান দুই এলএনজি টার্মিনাল থেকে। বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে গ্যাস ঘাটতির প্রভাব চট্টগ্রাম ও কুমিল্লায় পড়বে বলে জানানো হলেও তা ঢাকায়ও পড়েছে। ঢাকায় বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকা দুই প্রতিষ্ঠান ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. (ডিপিডিসি) ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লি. (ডেসকো) গত দুই দিনে দৈনিক ৮০০ মেগাওয়াটের মতো লোডশেডিং করে। আবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. গত শনিবার এক বিজ্ঞপ্তিতে জানায়, এলএনজি সরবরাহ কমে যাওয়ায় তিতাস অধিভুক্ত এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে। এলএনজি সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই স্বল্প চাপ থাকবে। এ জন্য রাজধানী ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ এলাকায় সমস্যা হয়। রাজধানীর উত্তরার রাজলক্ষ্মীর বাসিন্দা নুসরাত জাহান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, গত দুই দিন ধরে গ্যাসের চাপ নেই বললেই চলে। এ জন্য রান্নার কাজ একেবারেই করতে পারছি না। বাইরে থেকে খাবার এনে খেতে হচ্ছে। আবার নগরীর কুড়িল-বিশ্বরোড, তেজগাঁওসহ বেশ কয়েকটি এলাকার পেট্রোল পাম্প ঘুরে দেখা যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাড়ির দীর্ঘ লাইন। গ্যাসের চাপ কম থাকায় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে চালকদের জ্বালানি নিতে দেখা যায়। অনেকেই আবার দীর্ঘ লাইন দেখে গ্যাস না নিয়ে চলে যান।
শিরোনাম
- মনোনয়ন না পেয়ে আম্পায়ারের ভঙ্গিতে রিভিউ আবেদন বিএনপি নেতার
- ঐতিহাসিক ৭ নভেম্বরে দেশ ও জাতির মুক্তি হয়েছিল : সেলিমুজ্জামান
- ‘স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে’
- আগামীর বাংলাদেশে বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই : মাহদী আমিন
- শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- নওগাঁয় কর্মীসভা অনুষ্ঠিত
- নির্বাচন ঠেকাতে নানামুখী ষড়যন্ত্র চলছে : আমান
- শহীদ জিয়াই জাতির মহানায়ক: মীর হেলাল
- মনে হচ্ছে নির্বাচন বানচাল করা গণহত্যাকারীদের একমাত্র লক্ষ্য : প্রিন্স
- ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় র্যাব সদস্যসহ নিহত ২
- ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন নিয়ে অসন্তোষ, আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ
- ‘এই দেশের জনগণ তারেক রহমানকেই আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়’
- মাহবুবউল আলম হানিফের শ্যালকসহ গ্রেফতার ৬ জন
- নির্বাচন ও গণভোট একই দিনে হতে হবে : মির্জা ফখরুল
- জাতির মুক্তি হয়েছিল এই ৭ নভেম্বর : রিজভী
- অনলাইনে আর্থিক প্রতারণা নিয়ে পুলিশের সতর্কবার্তা
- রংপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির দিনব্যাপী কর্মসূচি
- শহীদ জিয়ার আদর্শকে ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে : দুলু
- গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদকে হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর
- অন্তর্বর্তী সরকার নিজেই নির্বাচন ব্যাহত হওয়ার পরিবেশ সৃষ্টি করছে : মির্জা ফখরুল
পাম্পে দীর্ঘ লাইন থাকছে না বিদ্যুৎ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর