ঘূর্ণিঝড় মোখার প্রভাবে গতকালও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে লোডশেডিংয়ের খবর পাওয়া গেছে। এর সঙ্গে ঢাকা ও তার আশপাশের এলাকাসহ চট্টগ্রামে গ্যাস সংকট দেখা দেয়। দেশের দুটি এলএনজি টার্মিনাল থেকে তিন দিন ধরে গ্যাসের সরবরাহ বন্ধ থাকায় ঢাকার পেট্রোল পাম্পগুলোতে গ্যাসের চাপ কম ছিল। গতকাল গ্যাস নিতে দিনব্যাপী রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ গাড়ির লাইন দেখা যায়। আর বাসাবাড়িতে গ্যাসের চাপ কম থাকায় রান্নার কাজে বেশ বিপাকে পড়েন নগরবাসী। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্রে জানা যায়, মোখার কারণে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় দেশের ছোট-বড় মিলিয়ে প্রায় ২৫টি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ আছে। গতকাল দুপুর ১২টায় দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১২ হাজার মেগাওয়াট। এর বিপরীতে সরবরাহ করা হয় ৯ হাজার ৭৭৪ মেগাওয়াট বিদ্যুৎ। এ সময় ২ হাজার ১২৬ মেগাওয়াট বিদ্যুতের লোডশেডিং করা হয়। গ্যাস স্বল্পতার কারণে এদিন ৪ হাজার ৬৬৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়নি। দেশে জ্বালানি সরবরাহের উল্লেখযোগ্য অংশের জন্য কক্সবাজারের মহেশখালীতে ভাসমান দুটি এলএনজি টার্মিনালের ওপর নির্ভর করতে হয়। সাম্প্রতিক সময়ে দেশে সরবরাহ করা হচ্ছে ২ হাজার ৭০০ মিলিয়ন থেকে ২ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাস। এর মধ্যে ৭০০ মিলিয়ন ঘনফুটের জোগান মিলছে ভাসমান দুই এলএনজি টার্মিনাল থেকে। বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে গ্যাস ঘাটতির প্রভাব চট্টগ্রাম ও কুমিল্লায় পড়বে বলে জানানো হলেও তা ঢাকায়ও পড়েছে। ঢাকায় বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকা দুই প্রতিষ্ঠান ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. (ডিপিডিসি) ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লি. (ডেসকো) গত দুই দিনে দৈনিক ৮০০ মেগাওয়াটের মতো লোডশেডিং করে। আবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. গত শনিবার এক বিজ্ঞপ্তিতে জানায়, এলএনজি সরবরাহ কমে যাওয়ায় তিতাস অধিভুক্ত এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে। এলএনজি সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই স্বল্প চাপ থাকবে। এ জন্য রাজধানী ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ এলাকায় সমস্যা হয়। রাজধানীর উত্তরার রাজলক্ষ্মীর বাসিন্দা নুসরাত জাহান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, গত দুই দিন ধরে গ্যাসের চাপ নেই বললেই চলে। এ জন্য রান্নার কাজ একেবারেই করতে পারছি না। বাইরে থেকে খাবার এনে খেতে হচ্ছে। আবার নগরীর কুড়িল-বিশ্বরোড, তেজগাঁওসহ বেশ কয়েকটি এলাকার পেট্রোল পাম্প ঘুরে দেখা যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাড়ির দীর্ঘ লাইন। গ্যাসের চাপ কম থাকায় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে চালকদের জ্বালানি নিতে দেখা যায়। অনেকেই আবার দীর্ঘ লাইন দেখে গ্যাস না নিয়ে চলে যান।
শিরোনাম
- দেশ মহাসংকটের দিকে এগুচ্ছে: এম. এ. মতিন
- শিয়ালবাড়ির সেই গুদামে প্রাণঘাতী মাত্রায় হাইড্রোজেন সালফাইড গ্যাস
- ইনসাফ প্রতিষ্ঠায় শ্রমিকদের ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে: শফিকুর রহমান
- জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপি থাকলে ভালো লাগত : আসিফ নজরুল
- হজের নিবন্ধন : কিছু ব্যাংক খোলা থাকবে শনিবার
- দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় লেখক বেক সে-হি মারা গেলেন, কিন্তু বাঁচালেন পাঁচজনকে
- ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে কাজ করতে হবে : আমীর খসরু
- নতুন তারকার খোঁজে বসুন্ধরা কিংস একাডেমি
- কুমিল্লা বিভাগের দাবিতে মহাসড়কে পাঁচ হাজার মোটরসাইকেল শোভাযাত্রা
- জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে গণতন্ত্রের ভিত শক্তিশালী হবে : সালাহউদ্দিন
- জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেয় ২৫ দল
- জঙ্গলে বিমান বিধ্বস্ত, আরোহী সকলেই নিহত
- নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকে বসে সনদ করার আহ্বান প্রধান উপদেষ্টার
- কী বলা হয়েছে জুলাই সনদের অঙ্গীকারনামায়
- জুলাই সনদ এক সামাজিক চুক্তি, নতুন মোড় পরিবর্তনের সূচনা: আলী রীয়াজ
- শনিবার যে কয়েকটি এলাকায় থাকছে না বিদ্যুৎ
- 'আমরা বর্বরতা থেকে সভ্যতায় এলাম'
- স্বাক্ষরিত হলো ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ’
- অবশেষে মুক্তি পেল পপির শেষ সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’
- আইপিএস অফিসারের ঘরে ‘টাকার পাহাড়’
পাম্পে দীর্ঘ লাইন থাকছে না বিদ্যুৎ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

লাখো মানুষের হাতে মশাল, ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে উত্তাল উত্তরাঞ্চল
১৯ ঘণ্টা আগে | দেশগ্রাম

কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রীর লাশ দেখতে গিয়ে নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত ৪
১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম