ঘূর্ণিঝড় মোখার প্রভাবে গতকালও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে লোডশেডিংয়ের খবর পাওয়া গেছে। এর সঙ্গে ঢাকা ও তার আশপাশের এলাকাসহ চট্টগ্রামে গ্যাস সংকট দেখা দেয়। দেশের দুটি এলএনজি টার্মিনাল থেকে তিন দিন ধরে গ্যাসের সরবরাহ বন্ধ থাকায় ঢাকার পেট্রোল পাম্পগুলোতে গ্যাসের চাপ কম ছিল। গতকাল গ্যাস নিতে দিনব্যাপী রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ গাড়ির লাইন দেখা যায়। আর বাসাবাড়িতে গ্যাসের চাপ কম থাকায় রান্নার কাজে বেশ বিপাকে পড়েন নগরবাসী। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্রে জানা যায়, মোখার কারণে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় দেশের ছোট-বড় মিলিয়ে প্রায় ২৫টি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ আছে। গতকাল দুপুর ১২টায় দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১২ হাজার মেগাওয়াট। এর বিপরীতে সরবরাহ করা হয় ৯ হাজার ৭৭৪ মেগাওয়াট বিদ্যুৎ। এ সময় ২ হাজার ১২৬ মেগাওয়াট বিদ্যুতের লোডশেডিং করা হয়। গ্যাস স্বল্পতার কারণে এদিন ৪ হাজার ৬৬৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়নি। দেশে জ্বালানি সরবরাহের উল্লেখযোগ্য অংশের জন্য কক্সবাজারের মহেশখালীতে ভাসমান দুটি এলএনজি টার্মিনালের ওপর নির্ভর করতে হয়। সাম্প্রতিক সময়ে দেশে সরবরাহ করা হচ্ছে ২ হাজার ৭০০ মিলিয়ন থেকে ২ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাস। এর মধ্যে ৭০০ মিলিয়ন ঘনফুটের জোগান মিলছে ভাসমান দুই এলএনজি টার্মিনাল থেকে। বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে গ্যাস ঘাটতির প্রভাব চট্টগ্রাম ও কুমিল্লায় পড়বে বলে জানানো হলেও তা ঢাকায়ও পড়েছে। ঢাকায় বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকা দুই প্রতিষ্ঠান ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. (ডিপিডিসি) ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লি. (ডেসকো) গত দুই দিনে দৈনিক ৮০০ মেগাওয়াটের মতো লোডশেডিং করে। আবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. গত শনিবার এক বিজ্ঞপ্তিতে জানায়, এলএনজি সরবরাহ কমে যাওয়ায় তিতাস অধিভুক্ত এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে। এলএনজি সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই স্বল্প চাপ থাকবে। এ জন্য রাজধানী ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ এলাকায় সমস্যা হয়। রাজধানীর উত্তরার রাজলক্ষ্মীর বাসিন্দা নুসরাত জাহান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, গত দুই দিন ধরে গ্যাসের চাপ নেই বললেই চলে। এ জন্য রান্নার কাজ একেবারেই করতে পারছি না। বাইরে থেকে খাবার এনে খেতে হচ্ছে। আবার নগরীর কুড়িল-বিশ্বরোড, তেজগাঁওসহ বেশ কয়েকটি এলাকার পেট্রোল পাম্প ঘুরে দেখা যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাড়ির দীর্ঘ লাইন। গ্যাসের চাপ কম থাকায় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে চালকদের জ্বালানি নিতে দেখা যায়। অনেকেই আবার দীর্ঘ লাইন দেখে গ্যাস না নিয়ে চলে যান।
শিরোনাম
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
- ভিসা আবেদনকারীদের জন্য ব্রিটিশ হাইকমিশনের সতর্কবার্তা
- সরকারী অফিসে আত্মহত্যার চেষ্টা, আটক নারী জেলহাজতে
- বিসিসির উচ্চবিলাসী প্রকল্প বাতিলের দাবি গণসংহতির
- ফসল উৎপাদনে সারের স্মার্ট ব্যবস্থাপনা নিয়ে গাকৃবিতে কর্মশালা
- রাঙামাটিতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
- তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ
- ভালুকায় তারেক রহমানের জন্মদিনে রক্তদান ও চারা বিতরণ কর্মসূচি
- ভারত-পাকিস্তান যুদ্ধে কে জয়ী, স্পষ্ট করল মার্কিন প্রতিবেদন
- নেপালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলির সমর্থকদের সঙ্গে জেন-জি’র সংঘর্ষ
- ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল
- আরব সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণের পরিকল্পনা করছে পাকিস্তান
- দিনাজপুরে উন্নত জাতের ভুট্টার গবেষণার প্রদর্শনী মাঠ উদ্বোধন
- পরবর্তী জলবায়ু সম্মেলন হবে তুরস্কে
- গোপালগঞ্জে বিনামূল্যে ২ হাজার কেজি ব্রি-১০৮ ধানবীজ বিতরণ
- ৩৫০ শতাংশ শুল্কের হুমকিতে যুদ্ধ থামিয়েছে ভারত-পাকিস্তান, দাবি ট্রাম্পের
- ভারতকে ৯৩ মিলিয়ন ডলারের জ্যাভলিন ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দেবে যুক্তরাষ্ট্র
পাম্পে দীর্ঘ লাইন থাকছে না বিদ্যুৎ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর