ঘূর্ণিঝড় মোখার প্রভাবে গতকালও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে লোডশেডিংয়ের খবর পাওয়া গেছে। এর সঙ্গে ঢাকা ও তার আশপাশের এলাকাসহ চট্টগ্রামে গ্যাস সংকট দেখা দেয়। দেশের দুটি এলএনজি টার্মিনাল থেকে তিন দিন ধরে গ্যাসের সরবরাহ বন্ধ থাকায় ঢাকার পেট্রোল পাম্পগুলোতে গ্যাসের চাপ কম ছিল। গতকাল গ্যাস নিতে দিনব্যাপী রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ গাড়ির লাইন দেখা যায়। আর বাসাবাড়িতে গ্যাসের চাপ কম থাকায় রান্নার কাজে বেশ বিপাকে পড়েন নগরবাসী। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্রে জানা যায়, মোখার কারণে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় দেশের ছোট-বড় মিলিয়ে প্রায় ২৫টি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ আছে। গতকাল দুপুর ১২টায় দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১২ হাজার মেগাওয়াট। এর বিপরীতে সরবরাহ করা হয় ৯ হাজার ৭৭৪ মেগাওয়াট বিদ্যুৎ। এ সময় ২ হাজার ১২৬ মেগাওয়াট বিদ্যুতের লোডশেডিং করা হয়। গ্যাস স্বল্পতার কারণে এদিন ৪ হাজার ৬৬৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়নি। দেশে জ্বালানি সরবরাহের উল্লেখযোগ্য অংশের জন্য কক্সবাজারের মহেশখালীতে ভাসমান দুটি এলএনজি টার্মিনালের ওপর নির্ভর করতে হয়। সাম্প্রতিক সময়ে দেশে সরবরাহ করা হচ্ছে ২ হাজার ৭০০ মিলিয়ন থেকে ২ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাস। এর মধ্যে ৭০০ মিলিয়ন ঘনফুটের জোগান মিলছে ভাসমান দুই এলএনজি টার্মিনাল থেকে। বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে গ্যাস ঘাটতির প্রভাব চট্টগ্রাম ও কুমিল্লায় পড়বে বলে জানানো হলেও তা ঢাকায়ও পড়েছে। ঢাকায় বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকা দুই প্রতিষ্ঠান ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. (ডিপিডিসি) ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লি. (ডেসকো) গত দুই দিনে দৈনিক ৮০০ মেগাওয়াটের মতো লোডশেডিং করে। আবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. গত শনিবার এক বিজ্ঞপ্তিতে জানায়, এলএনজি সরবরাহ কমে যাওয়ায় তিতাস অধিভুক্ত এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে। এলএনজি সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই স্বল্প চাপ থাকবে। এ জন্য রাজধানী ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ এলাকায় সমস্যা হয়। রাজধানীর উত্তরার রাজলক্ষ্মীর বাসিন্দা নুসরাত জাহান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, গত দুই দিন ধরে গ্যাসের চাপ নেই বললেই চলে। এ জন্য রান্নার কাজ একেবারেই করতে পারছি না। বাইরে থেকে খাবার এনে খেতে হচ্ছে। আবার নগরীর কুড়িল-বিশ্বরোড, তেজগাঁওসহ বেশ কয়েকটি এলাকার পেট্রোল পাম্প ঘুরে দেখা যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাড়ির দীর্ঘ লাইন। গ্যাসের চাপ কম থাকায় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে চালকদের জ্বালানি নিতে দেখা যায়। অনেকেই আবার দীর্ঘ লাইন দেখে গ্যাস না নিয়ে চলে যান।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা