মঙ্গলবার, ১৬ মে, ২০২৩ ০০:০০ টা

উন্নত বিশ্বের অর্থনৈতিক মডেল আত্মঘাতী

নিজস্ব প্রতিবেদক

উন্নত বিশ্বের অর্থনৈতিক মডেল আত্মঘাতী

শান্তিতে নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আফ্রিকার তরুণরা হচ্ছে পৃথিবীর ভবিষ্যৎ।’ তিনি বলেন, আফ্রিকা হচ্ছে পৃথিবীর সবচেয়ে তরুণ-প্রধান এলাকা যেখানে জনসংখ্যার গড় বয়স ১৯ বছর। কেনিয়ার রাজধানী নাইরোবিতে গত ৮ মে ‘ইস্ট আফ্রিকা সোশ্যাল বিজনেস ফোরাম অন ইয়ুথ এন্টারপ্রিনারশিপ’ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রফেসর ইউনূস। রাজধানীর ইউনূস সেন্টার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কেনিয়া, উগান্ডা, রুয়ান্ডা ও তানজানিয়া থেকে সামাজিক ব্যবসা অংশীজনদের নিয়ে অনুষ্ঠিত এই ফোরামে সামাজিক ব্যবসা আন্দোলনের অগ্রগতি উদযাপন করা হয়। নাইরোবি সফরকালে প্রফেসর ইউনূস সামাজিক ব্যবসা-সংক্রান্ত বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেন। স্থানীয় তরুণদের সংগঠন ‘ওয়াইপিও গোল্ড নাইরোবি’ কর্তৃক আয়োজিত ‘ইউনূস সোশ্যাল বিজনেস পিস নাইট’-এ প্রধান অতিথি ছিলেন তিনি। এসব অনুষ্ঠানে প্রফেসর ইউনূস বলেন, উন্নত বিশ্বের আত্মঘাতী অর্থনৈতিক মডেল সারা বিশ্বকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে; আফ্রিকা সেই মডেল অন্ধভাবে অনুসরণ করে না। তিনি বলেন, আমাদের অবশ্যই এই আত্মঘাতী পথ পরিত্যাগ করতে হবে। আমাদের অবশ্যই একটি নতুন নৌকা ও নতুন ইঞ্জিন তৈরি করতে হবে এবং আফ্রিকান তরুণরা তাদের উদ্যোক্তাশক্তি ও সৃষ্টিশীলতা দিয়ে একটি নতুন সভ্যতার পথে মানবসমাজকে চালিত করতে এই নৌকা তৈরি করবে।

সর্বশেষ খবর