বুধবার, ১৭ মে, ২০২৩ ০০:০০ টা
পরিষদের মানববন্ধন

গাছ উজাড়ের নীতি গণবিরোধী

নিজস্ব প্রতিবেদক

গাছ উজাড়ের নীতি গণবিরোধী

নির্বিচারে গাছ কাটা বন্ধের দাবিতে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মহিলা পরিষদ ঢাকা মহানগর কমিটির মানববন্ধন -বাংলাদেশ প্রতিদিন

উন্নয়ন যদি প্রকৃতির সঙ্গে ভারসাম্যপূর্ণ না হয়, তাহলে তার ফলাফল হবে বিপর্যয়কর। সাম্প্রতিক সময়ে রাজধানীর তাপমাত্রা রেকর্ড পরিমাণ বেড়েছে। এ অবস্থায় অক্সিজেনের অকৃত্রিম উৎস গাছ কাটার সিদ্ধান্ত হবে আত্মঘাতী। উন্নয়নের নামে গাছ উজাড়ের নীতি গণবিরোধী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মহিলা পরিষদের সদস্যরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে গতকাল রাজধানীর সাতমসজিদ সড়কের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদের ঢাকা মহানগর কমিটি। লিখিত বক্তব্য পাঠ করেন মহিলা পরিষদ ঢাকা মহানগর কমিটির সহ-সাধারণ সম্পাদক মঞ্জু ধর। বক্তব্যে বলা হয়, পরিপূর্ণ একটি গাছ অন্তত দুজন মানুষের সারা বছরের অক্সিজেনের জোগান দেয়। বছরে ৪৮ পাউন্ড হারে কার্বন-ডাইঅক্সাইড শোষণ করে একটি গাছ গ্রিন হাউস প্রক্রিয়াকে রুখতে সাহায্য করে। সারা বিশ্বে প্রকৃতি ও পরিবেশ রক্ষার সচেতনতা বাড়াতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশ্বব্যাপী উষ্ণায়নের মধ্যে প্রকৃতি-বিধ্বংসী নীতি জনমনে উদ্বেগ সৃষ্টি করছে। লিখিত বক্তব্যে ধানমন্ডি সাতমসজিদ সড়কের গাছ কাটা বন্ধের দাবি জানিয়ে বলা হয়, উন্নয়ন প্রকল্প প্রণীত হয় জনগণের জন্য। জীবনমান উন্নয়নের জন্য। তাই উন্নয়নের পরিকল্পনায় প্রকৃতি ও পরিবেশকে আত্মীকরণ করতে হবে। বাংলাদেশ মহিলা পরিষদ ঢাকা মহানগরের সভাপতি মাহাতাবুন্নেসার সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক রেহানা ইউনুস, সাংগঠনিক সম্পাদক কানিজ ফাতেমা খান ও জুয়েলা জেবুন্নেসা খান প্রমুখ।

সর্বশেষ খবর