শনিবার, ২০ মে, ২০২৩ ০০:০০ টা
রানা দাশগুপ্ত

ধর্মীয় সংখ্যালঘু কমার কারণ খুঁজতে কমিশন গঠনের দাবি

নিজস্ব প্রতিবেদক

ধর্মীয় সংখ্যালঘু কমার কারণ খুঁজতে কমিশন গঠনের দাবি

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেছেন, দেশের জনসংখ্যায় ধর্মীয় সংখ্যালঘুদের অনুপাত কেন ধারাবাহিকভাবে কমছে, তা খতিয়ে দেখতে সরকারের উচিত কমিশন গঠন করা। কোনো সরকারকে তা করতে দেখিনি। এটা করা প্রয়োজন। বাংলাদেশ যাতে বাংলাদেশ হিসেবেই টিকে থাকতে পারে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক আয়োজনে এ কথা বলেন তিনি। বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন তিনি। বক্তৃতায় তিনি আরও বলেন, ১৯৪৭ সালে এই পূর্ববাংলায় সংখ্যালঘুর হার ছিল ২৯ দশমিক ৭ শতাংশ। ১৯৭০ সালে তা নেমে এলো ১৯ থেকে ২০ ভাগে। কিছুদিন আগেই বিবিএসের রিপোর্ট দেখলাম, সেই ১৯-২০ ভাগ জনগোষ্ঠী- সেই সংখ্যাটি কমে নেমে এসেছে ৯ দশমিক ১ ভাগে। আমাদের সংবিধান এখনো সাম্প্রদায়িকতামুক্ত হতে পারেনি। তিনি বলেন, বঙ্গবন্ধুর করা ’৭২-এর সংবিধান সঠিক থাকলেও জিয়াউর রহমান এবং এরশাদের ‘প্রেতাত্মা’ থেকে সংবিধান এখনো মুক্ত হতে পারেনি বলে মন্তব্য করেন ঐক্য পরিষদের এ নেতা। কাগজে-কলমে আইন থাকলেও বাস্তবে তার প্রয়োগ নেই অভিযোগ করে সরকারের বিরুদ্ধে ‘প্রতিশ্রুতি ভঙ্গের’ অভিযোগ তোলেন তিনি। রানা দাশগুপ্ত বলেন, আমরা সংখ্যালঘু সুরক্ষা আইনের প্রণয়ন চাই। সংখ্যালঘু জাতীয় কমিশন চাই। সেই সঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার রোধ করারও জোর দাবি জানাই।

 

সর্বশেষ খবর