ঋণের নামে প্রায় সাড়ে ৩৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান ও তার স্ত্রীসহ ১২ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ নিয়ে মেজর মান্নানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ১১তম মামলা অনুমোদন দিল সংস্থাটি। শিগগিরই দুদকের উপপরিচালক মোহাম্মদ আবদুল মাজেদ বাদী হয়ে মামলাটি দায়ের করবেন বলে জানা গেছে। গতকাল সংস্থাটির সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ শফিউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। আসামিরা হলেন- বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স করপোরেশন লিমিটেডের (বিআইএফসি) সাবেক চেয়ারম্যান ও বিকল্প ধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, তার স্ত্রী উম্মে কুলসুম মান্নান, সাবেক এমডি মাহমুদ মালিক, পরিচালক এ এন এম জাহাঙ্গীর আলম ও মহিউদ্দীন আহমেদ, মিসেস রোকেয়া ফেরদৌস, সাবেক উপব্যবস্থাপনা পরিচালক ইনামুর রহমান, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সৈয়দ ফকরে ফয়সাল, সাবেক এভিপি অ্যান্ড ইউনিট হেড মো. আওলাদ হোসেন, সাবেক সিনিয়র অফিসার (বিজনেস) মোহাম্মদ নিজাম উদ্দিন। এ ছাড়া ঋণ গ্রহীতা ম্যাক্সনেট অনলাইনের মালিক রইস উদ্দিন আহমেদ ও মেসার্স রহমতুল্লাহ অ্যান্ড কোম্পানির মালিক মো. আক্তার হোসেনকেও আসামি করা হয়েছে। এর আগে বিআইএফসির দুর্নীতিতে মোট ১০টি মামলা করেছে দুদক। এর মধ্যে দুটিতে অভিযোগপত্র দাখিল করেছে দুদক। বাকি ৮টি তদন্তাধীন। সর্বশেষ গত ৩ মে প্রায় সাড়ে ২১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করা হয়। অনুমোদিত মামলায় প্রতারণামূলকভাবে আসামি রইস উদ্দিন আহমেদ ও মো. আক্তার হোসেনের নামে ঋণ মঞ্জুর ও বিতরণ দেখিয়ে আসামিরা ৩৩ কোটি ৬৫ লাখ ৫ হাজার ৪০ টাকা আত্মসাৎ করেছেন। তাদের বিরুদ্ধে দ-বিধির ৪০৬/৪০৯/৪২০/১০৯ এবং তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়।
শিরোনাম
- রণবীরের সঙ্গে ট্রাম্পের হবু পুত্রবধূর নাচের ভিডিও ভাইরাল
- বড় ভূমিকম্প মোকাবিলায় কী পরিস্থিতি হবে, বলা যায় না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচন পরিচালনায় সহযোগিতা করতে প্রস্তুত কমনওয়েলথভুক্ত ৫৬ দেশ
- বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে ট্রেন আটকে রাখল শিক্ষার্থীরা
- সব ধরনের কাউন্টার সেবা বন্ধ করলো বাংলাদেশ ব্যাংক
- শীতের দিনেও ব্যায়াম, যা খেয়াল রাখা জরুরি
- প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে: জামায়াত নেতা শাহাজাহান
- মুখে বলিরেখা সমস্যার প্রাকৃতিক সমাধান
- বিশ্বকাপ : বাংলাদেশের সামনে পড়তে পারে ইতালি
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
৩৩ কোটি টাকা আত্মসাৎ
বিকল্পধারা মহাসচিবসহ ১২ জন আসামি
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর