ঋণের নামে প্রায় সাড়ে ৩৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান ও তার স্ত্রীসহ ১২ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ নিয়ে মেজর মান্নানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ১১তম মামলা অনুমোদন দিল সংস্থাটি। শিগগিরই দুদকের উপপরিচালক মোহাম্মদ আবদুল মাজেদ বাদী হয়ে মামলাটি দায়ের করবেন বলে জানা গেছে। গতকাল সংস্থাটির সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ শফিউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। আসামিরা হলেন- বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স করপোরেশন লিমিটেডের (বিআইএফসি) সাবেক চেয়ারম্যান ও বিকল্প ধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, তার স্ত্রী উম্মে কুলসুম মান্নান, সাবেক এমডি মাহমুদ মালিক, পরিচালক এ এন এম জাহাঙ্গীর আলম ও মহিউদ্দীন আহমেদ, মিসেস রোকেয়া ফেরদৌস, সাবেক উপব্যবস্থাপনা পরিচালক ইনামুর রহমান, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সৈয়দ ফকরে ফয়সাল, সাবেক এভিপি অ্যান্ড ইউনিট হেড মো. আওলাদ হোসেন, সাবেক সিনিয়র অফিসার (বিজনেস) মোহাম্মদ নিজাম উদ্দিন। এ ছাড়া ঋণ গ্রহীতা ম্যাক্সনেট অনলাইনের মালিক রইস উদ্দিন আহমেদ ও মেসার্স রহমতুল্লাহ অ্যান্ড কোম্পানির মালিক মো. আক্তার হোসেনকেও আসামি করা হয়েছে। এর আগে বিআইএফসির দুর্নীতিতে মোট ১০টি মামলা করেছে দুদক। এর মধ্যে দুটিতে অভিযোগপত্র দাখিল করেছে দুদক। বাকি ৮টি তদন্তাধীন। সর্বশেষ গত ৩ মে প্রায় সাড়ে ২১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করা হয়। অনুমোদিত মামলায় প্রতারণামূলকভাবে আসামি রইস উদ্দিন আহমেদ ও মো. আক্তার হোসেনের নামে ঋণ মঞ্জুর ও বিতরণ দেখিয়ে আসামিরা ৩৩ কোটি ৬৫ লাখ ৫ হাজার ৪০ টাকা আত্মসাৎ করেছেন। তাদের বিরুদ্ধে দ-বিধির ৪০৬/৪০৯/৪২০/১০৯ এবং তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়।
শিরোনাম
- একটি দল ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে: তৃপ্তি
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে : মোশাররফ
- কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ ১০৮ জন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন
- ব্রিতে নবান্ন উৎসব উদযাপিত
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
- নবীনগরে কার্যত্রম নিষিদ্ধ আ.লীগের তিন নেতা গ্রেপ্তার
- একযুগের বেশি পদোন্নতি বঞ্চিত শিক্ষকদের কর্মবিরতি
- আর্মি অর্ডন্যান্স কোরের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
- বিইউবিটিতে ‘জব হান্টিং ২.০’ শীর্ষক সেশন অনুষ্ঠিত
- সুষ্ঠু নির্বাচনের জন্য করণীয় সব কিছুই করছে ইসি : আনোয়ারুল
- ‘দেশের মানুষ মনে করে হাসিনাকে আদালত সর্বোচ্চ শাস্তি দেবেন’
- সাবেক মন্ত্রী মায়া ও তার স্ত্রীর নামে দুদকের দুই মামলা
- ফ্যাসিবাদী শক্তি মোকাবিলায় জনগণ সক্রিয় থাকবে : আমানউল্লাহ
- কুয়েতে হোমনা প্রবাসীদের মিলনমেলা ও পিঠা উৎসব
- বিয়ের আশায় ১৭ দিনের নবজাতককে হত্যা করল ৪ খালা
- ইথিওপিয়ায় প্রথমবারের মতো মারাত্মক মারবার্গ ভাইরাসের প্রাদুর্ভাব
- চট্টগ্রাম কলেজে শিক্ষক সংকটে বিঘ্নিত গুণগত শিক্ষা
- স্কুল-কলেজের সভাপতির দায়িত্বে ইউএনও–ডিসি