ঋণের নামে প্রায় সাড়ে ৩৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান ও তার স্ত্রীসহ ১২ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ নিয়ে মেজর মান্নানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ১১তম মামলা অনুমোদন দিল সংস্থাটি। শিগগিরই দুদকের উপপরিচালক মোহাম্মদ আবদুল মাজেদ বাদী হয়ে মামলাটি দায়ের করবেন বলে জানা গেছে। গতকাল সংস্থাটির সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ শফিউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। আসামিরা হলেন- বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স করপোরেশন লিমিটেডের (বিআইএফসি) সাবেক চেয়ারম্যান ও বিকল্প ধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, তার স্ত্রী উম্মে কুলসুম মান্নান, সাবেক এমডি মাহমুদ মালিক, পরিচালক এ এন এম জাহাঙ্গীর আলম ও মহিউদ্দীন আহমেদ, মিসেস রোকেয়া ফেরদৌস, সাবেক উপব্যবস্থাপনা পরিচালক ইনামুর রহমান, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সৈয়দ ফকরে ফয়সাল, সাবেক এভিপি অ্যান্ড ইউনিট হেড মো. আওলাদ হোসেন, সাবেক সিনিয়র অফিসার (বিজনেস) মোহাম্মদ নিজাম উদ্দিন। এ ছাড়া ঋণ গ্রহীতা ম্যাক্সনেট অনলাইনের মালিক রইস উদ্দিন আহমেদ ও মেসার্স রহমতুল্লাহ অ্যান্ড কোম্পানির মালিক মো. আক্তার হোসেনকেও আসামি করা হয়েছে। এর আগে বিআইএফসির দুর্নীতিতে মোট ১০টি মামলা করেছে দুদক। এর মধ্যে দুটিতে অভিযোগপত্র দাখিল করেছে দুদক। বাকি ৮টি তদন্তাধীন। সর্বশেষ গত ৩ মে প্রায় সাড়ে ২১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করা হয়। অনুমোদিত মামলায় প্রতারণামূলকভাবে আসামি রইস উদ্দিন আহমেদ ও মো. আক্তার হোসেনের নামে ঋণ মঞ্জুর ও বিতরণ দেখিয়ে আসামিরা ৩৩ কোটি ৬৫ লাখ ৫ হাজার ৪০ টাকা আত্মসাৎ করেছেন। তাদের বিরুদ্ধে দ-বিধির ৪০৬/৪০৯/৪২০/১০৯ এবং তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়।
শিরোনাম
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
৩৩ কোটি টাকা আত্মসাৎ
বিকল্পধারা মহাসচিবসহ ১২ জন আসামি
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর