ঋণের নামে প্রায় সাড়ে ৩৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান ও তার স্ত্রীসহ ১২ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ নিয়ে মেজর মান্নানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ১১তম মামলা অনুমোদন দিল সংস্থাটি। শিগগিরই দুদকের উপপরিচালক মোহাম্মদ আবদুল মাজেদ বাদী হয়ে মামলাটি দায়ের করবেন বলে জানা গেছে। গতকাল সংস্থাটির সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ শফিউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। আসামিরা হলেন- বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স করপোরেশন লিমিটেডের (বিআইএফসি) সাবেক চেয়ারম্যান ও বিকল্প ধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, তার স্ত্রী উম্মে কুলসুম মান্নান, সাবেক এমডি মাহমুদ মালিক, পরিচালক এ এন এম জাহাঙ্গীর আলম ও মহিউদ্দীন আহমেদ, মিসেস রোকেয়া ফেরদৌস, সাবেক উপব্যবস্থাপনা পরিচালক ইনামুর রহমান, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সৈয়দ ফকরে ফয়সাল, সাবেক এভিপি অ্যান্ড ইউনিট হেড মো. আওলাদ হোসেন, সাবেক সিনিয়র অফিসার (বিজনেস) মোহাম্মদ নিজাম উদ্দিন। এ ছাড়া ঋণ গ্রহীতা ম্যাক্সনেট অনলাইনের মালিক রইস উদ্দিন আহমেদ ও মেসার্স রহমতুল্লাহ অ্যান্ড কোম্পানির মালিক মো. আক্তার হোসেনকেও আসামি করা হয়েছে। এর আগে বিআইএফসির দুর্নীতিতে মোট ১০টি মামলা করেছে দুদক। এর মধ্যে দুটিতে অভিযোগপত্র দাখিল করেছে দুদক। বাকি ৮টি তদন্তাধীন। সর্বশেষ গত ৩ মে প্রায় সাড়ে ২১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করা হয়। অনুমোদিত মামলায় প্রতারণামূলকভাবে আসামি রইস উদ্দিন আহমেদ ও মো. আক্তার হোসেনের নামে ঋণ মঞ্জুর ও বিতরণ দেখিয়ে আসামিরা ৩৩ কোটি ৬৫ লাখ ৫ হাজার ৪০ টাকা আত্মসাৎ করেছেন। তাদের বিরুদ্ধে দ-বিধির ৪০৬/৪০৯/৪২০/১০৯ এবং তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়।
শিরোনাম
- বিহারের নির্বাচন শুরু থেকেই সুষ্ঠু ছিল না, অভিযোগ রাহুল গান্ধীর
- দিল্লি বিস্ফোরণের জেরে চার চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল
- দুই শতাধিক খাদ্যপণ্য থেকে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- ট্রাম্পের অতীত সম্পর্কের নতুন তথ্য ফাঁস
- বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ট্রাম্প
- মেসিময় ম্যাচে অ্যাঙ্গোলাকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
- আল্লাহ ছাড়া কারও সৃষ্টির ক্ষমতা নেই
- প্রকৃতির সঙ্গে কী সম্পর্ক চাই
- বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী কামিনী কৌশলের মৃত্যু
- খিলগাঁওয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা
- ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে বিএনপি নেতাদের অংশগ্রহণ
- শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর
- কুমিল্লায় ৬২ স্কুলের দুই সহস্রাধিক শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষা
- প্রত্যাহার করা ২০ ডিসিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন
- মৃত্যুর দুই বছর পর বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি
- কালিগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
- পিরোজপুর সরকারি কলেজে ভাঙচুর: ভিডিওধারণকারী ছাত্রদল নেতা বহিষ্কার
- মুন্সীগঞ্জে তারেক রহমানের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ
- ‘লিটল স্টারের’ বিচারকের আসনে কারা?
- নাশকতার চেষ্টা, গ্রেফতার আওয়ামী লীগের ৫ নেতাকর্মী