শিরোনাম
শনিবার, ২৭ মে, ২০২৩ ০০:০০ টা
মার্কিন পররাষ্ট্র দফতরের ব্রিফিং

বাংলাদেশের প্রতিক্রিয়ায় খুশি যুক্তরাষ্ট্র

কূটনৈতিক প্রতিবেদক

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে নতুন মার্কিন ভিসানীতির বিষয়ে বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ‘খুশি’ হয়েছে বলে দেশটির পররাষ্ট্র দফতর জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতরের গতকাল এক সংবাদ ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথু মিলার এক প্রশ্নের জবাবে বলেন, ‘আমি বলব আমাদের সিদ্ধান্তকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্বাগত জানানোয় আমরা খুশি হয়েছি।’ তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তা ধরে রাখার সবচেয়ে স্থায়ী উপায় গণতন্ত্র... আমরা বাংলাদেশ সরকারের এগিয়ে যাওয়ার পথে একসঙ্গে কাজ করার জন্য উন্মুখ।’

মার্কিন পররাষ্ট্র দফতরের ব্রিফিংয়ে মিলার বলেন, ‘বাংলাদেশের কোন রাজনৈতিক দলের কী করা উচিত বা করা উচিত নয় সে বিষয়ে আমি কথা বলতে যাচ্ছি না। আমি বলব যে, এ প্রশ্নে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে। এ জন্য আমরা নতুন এ নীতি ঘোষণা করেছি।’

বুধবার ঘোষিত নতুন ভিসানীতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বলে মনে করা যে কোনো বাংলাদেশি নাগরিকের ভিসা প্রদানে বিধিনিষেধ আরোপ করতে পারে। যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি ঘোষণার পর পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন আশা প্রকাশ করেছেন যে, নতুন মার্কিন ভিসানীতি বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সহায়তা করবে। বৃহস্পতিবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমরা আশা করি এটি আমাদের অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সাহায্য করবে, সহিংসতা কমাবে। যেসব দল সহিংসতা, অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞ চালায়, তারা সতর্ক থাকবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর