রবিবার, ২৮ মে, ২০২৩ ০০:০০ টা

আলোচনার প্রস্তাব ইমরান খানের

প্রতিদিন ডেস্ক

পাকিস্তান নৈরাজ্যের দিকে যাচ্ছে জানিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর চেয়ারম্যান ইমরান খান। এ পরিস্থিতি উত্তরণে তিনি শাহবাজ শরিফ সরকারের সঙ্গে দ্রুত আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন। সূত্র : ডন, টিআরটি।

খবরে বলা হয়, দলের ডজনখানেক শীর্ষ নেতার পদত্যাগ এবং আটককৃত সমর্থকদের সামরিক আদালতে বিচারের উদ্যোগ নেওয়ায় আলোচনার প্রস্তাব দিলেন ইমরান খান। চলমান সংকটের মধ্যে শুক্রবার ইউটিউব লাইভে এসে সাবেক প্রধানমন্ত্রী ইমরান বলেন, ‘আমি সরকারের সঙ্গে আলোচনা করতে চাই। কারণ বর্তমানে যা চলছে তাতে সমাধান দেখছি না। দেশ নৈরাজ্যের দিকে এগোচ্ছে।’ পর্যবেক্ষকরা বলছেন, চলতি বছরের নভেম্বরে পাকিস্তানে জাতীয় নির্বাচন হওয়ার কথা; তাতে ইমরানের দলই ভালো করবে বলে এখন পর্যন্ত হওয়া বিভিন্ন জনমত জরিপে ইঙ্গিত মিলছে।

সর্বশেষ খবর