ডেঙ্গু জ্বরে এক দিনে ছয়জনের মৃত্যু হয়েছে। গতকাল আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৬ জন। এ বছর এটাই সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড। রাজধানীসহ সারা দেশের হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগী ভর্তি। এডিসের লার্ভা পাওয়ায় ডিএনসিসি ৬ লাখ ১৫ হাজার টাকা এবং ডিএসসিসি ৪৬ হাজার টাকা জরিমানা করেছে।
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, আক্রান্ত ৮৩৬ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৫১৬ এবং ঢাকার বাইরের ৩২০ জন। আক্রান্ত হয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২ হাজার ৭৫০ জন। ঢাকার হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৯৮৬ জন। অন্যান্য বিভাগের হাসপাতালে ভর্তি আছেন ৭৮২ জন। দেশে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৯৫৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১০ হাজার ১৩১ জন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৩ জন। জুলাই মাসের প্রথম ৯ দিনেই মারা গেছেন ২৬ জন। গতকাল এক দিনে ছয়জনের মৃত্যু হয়েছে। সারা দেশে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বাগেরহাটের শরণখোলা উপজেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কৌশিক নন্দী (সাড়ে চার বছর) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকালে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় শিশুটি। ডেঙ্গু ঠেকাতে এডিস মশা নিয়ন্ত্রণে জোর দেওয়া হচ্ছে। এ জন্য বিশেষ মশক নিধন অভিযান পরিচালনা করছে ঢাকার দুই সিটি করপোরেশন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চলমান মাসব্যাপী বিশেষ মশক নিধন অভিযানের দ্বিতীয় দিনে লার্ভা পাওয়ায় ১৬টি মামলায় মোট ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া চারটি নিয়মিত মামলা দায়ের করা হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) তিনটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোট সাতটি মামলায় ৪৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সারা দেশেই ডেঙ্গুর প্রকোপ বাড়ছে -স্বাস্থ্যমন্ত্রী : মানিকগঞ্জ প্রতিনিধি জানান, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সারা দেশেই ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে ডেঙ্গুতে ১২ হাজার আক্রান্তসহ ৬৭ জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন হাসপাতালে প্রায় আড়াই হাজার মানুষ এখনো চিকিৎসাধীন এবং ৯ হাজারের বেশি লোক চিকিৎসা নিয়ে চলে গেছেন। এ পরিস্থিতিতে সবাইকে সচেতন থাকতে হবে। গতকাল দুপুরে মানিকগঞ্জের গড়পাড়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, মশা বেশি থাকার কারণে এ বছর ডেঙ্গুর প্রকোপ বেশি। বৃষ্টি এবং বিভিন্ন জায়গায় পানি আটকে থাকার কারণে মশা বেশি জন্ম নিচ্ছে। ডেঙ্গু নিয়ন্ত্রণের একমাত্র পথ হচ্ছে মশা কমানো। আশঙ্কার বিষয় হচ্ছে, বাংলাদেশের সব জেলার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। পরিসংখ্যান হচ্ছে দেশের ৫৭টি জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। মন্ত্রী বলেন, ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হচ্ছে বেশি। ডেঙ্গু মোকাবিলায় আমরা কাজ করে যাচ্ছি। আমরা সিটি করপোরেশন, পৌরসভাকে আহ্বান করব তারা যেন বেশি বেশি ¯েপ্র করে। এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, জেলা আওয়ামী লীগের সদস্য ও দীঘি ইউপি চেয়ারম্যান আখতার উদ্দিন রাজা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকার, যুবলীগ নেতা সাইফুল ইসলাম খান ওয়াশিম, জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাত কোরাইশী সুমন, সাধারণ সম্পাদক রাজেদুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।