আগামী ১২ জুলাই বুধবার রাজধানী ঢাকায় বিশাল আকারের শো-ডাউন করবে বিএনপি। নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বড় আকারের সমাবেশের মাধ্যমে এ শো-ডাউনের আয়োজন করা হচ্ছে। সেখান থেকে যুগপৎ আন্দোলনের এক দফাসহ নতুন কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে। ঘোষণা করা হতে পারে- রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচিও। এক দফা আন্দোলন আর রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফার বিষয়ে সমমনা দলগুলোর সঙ্গে গত দুই সপ্তাহ ধরে ধারাবাহিক বৈঠক করেছেন বিএনপি মহাসচিব। এরই ধারাবাহিকতায় আজ সোমবার দুপুরে গুলশানে বৈঠক করবেন সাতদলীয় জোটের গণতন্ত্র মঞ্চের নেতাদের সঙ্গে। বুধবারের সমাবেশের অনুমতির জন্য শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছে। সার্বিক বিষয়ে অবহিত করতে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে শনিবার রাতে দলের মহাসচিব দেখা করেছেন। সংশ্লিষ্ট সূত্রগুলোর মাধ্যমে জানা গেছে, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি সমাবেশ সফল করতে দফায় দফায় প্রস্তুতি সভা করছে। সর্বশেষ গতকাল সন্ধ্যায় নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে মহানগর উত্তর বিএনপির যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে সভা পরিচালনা করেন নগর বিএনপির সদস্য সচিব আমিনুল হক। সভা থেকে ঢাকা ও আশপাশের জেলার নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে ব্যাপক লোক সমাগম করতে। একই নির্দেশনা দেওয়া হয়েছে রাজধানীর প্রতিটি থানা এবং ওয়ার্ডের নেতাদের। এ বিষয়ে আমানউল্লাহ আমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা সমাবেশ সফল করতে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি। সাধারণ মানুষ ব্যাপকভাবে সাড়া দিচ্ছেন। তারা পরিবর্তন চায়। ভোটাধিকার ফিরিয়ে আনতে চায়। ইনশা আল্লাহ এবারের গণআন্দোলনের বিজয় সন্নিকটে। এর মাধ্যমে দেশের গণতন্ত্র ফিরে আসবেই। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ বলেন, আন্দোলনের ধারাবাহিকতায় নতুন নতুন কর্মসূচি আসবে, এটাই স্বাভাবিক। মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আমিনুল হক বলেন, সমাবেশ সফল করতে আমরা যৌথ সভা করেছি। সভা থেকে শান্তিপূর্ণভাবে সমাবেশ সফল করার নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ১২ তারিখের সমাবেশ থেকে এক দফার আন্দোলনের ঘোষণা এবং নতুন কর্মসূচি আসবে। মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলেন, সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ১২ জুলাই আশা করি ঢাকায় এ যাবৎকালের সর্ববৃহৎ সমাবেশ হবে। বিএনপির পাশাপাশি গণতন্ত্র মঞ্চ ও ১২-দলীয় জোটসহ সমমনা অন্য দলগুলোও একই দিনে আলাদাভাবে সংবাদ সম্মেলন কিংবা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে যুগপৎ আন্দোলনের এক দফাসহ নতুন কর্মসূচি ঘোষণা করবে।
শিরোনাম
- ভারত-পাকিস্তান সংঘাত ‘আমাদের কোনও বিষয় নয়’ : যুক্তরাষ্ট্র
- এল-ক্লাসিকোর রেফারি চূড়ান্ত
- পাকিস্তান থেকে সরিয়ে যেখানে হবে পিএসএল
- সেলিনা হায়াৎ আইভী গ্রেফতার
- অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা : নাহিদ
- পাকিস্তানি পাইলটকে আটকের দাবি ভারতের, প্রমাণ চাইল ইসলামাবাদ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাবিতে বিক্ষোভ
- প্রথম আমেরিকান পোপ রবার্ট প্রেভোস্ট
- বিলিয়ন ডলারের রপ্তানি খাত হুমকিতে
- 'পাকিস্তান আক্রমণ করার সিদ্ধান্ত নিলে সারা পৃথিবী জানবে'
- ভারতের সেনা-স্থাপনায় হামলা, অস্বীকার পাকিস্তানের
- আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচারের দাবিতে যমুনার সামনে অবস্থান
- হঠাৎ 'ব্ল্যাকআউট', মাঝপথে পরিত্যক্ত আইপিএল ম্যাচ
- পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
- বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন
- জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও’র দায়িত্ব ছাড়লেন মীর স্নিগ্ধ
- সংবাদ সম্মেলনে যেসব বিষয় এড়িয়ে গেলেন ভারতের পররাষ্ট্র সচিব
- পাকিস্তানের হামলার আশঙ্কায় পাঞ্জাবে ব্ল্যাকআউটের নির্দেশ
- আবদুল হামিদের দেশত্যাগ: একজন প্রত্যাহার, দু’জন বরখাস্ত
উত্তপ্ত হচ্ছে রাজপথ
বিএনপির এক দফার কর্মসূচি শুরু বুধবার
শফিউল আলম দোলন
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করার দাবি ভারতের
১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম