ডেঙ্গুজ্বরে সারা দেশে এক দিনে ১৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪১৮ জন। এর আগে এক দিনে ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড রয়েছে। এ বছর ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭ হাজার ৬৮৮ জন। গতকাল ডেঙ্গু আরও বেশি ছড়িয়ে পড়ার আগে জেলা-উপজেলাসহ স্থানীয় প্রশাসনের সবাইকে প্রতিরোধের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চিঠি দিতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, গতকাল ঢাকায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৬২ জন এবং ঢাকার বাইরে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৫৬ জন। ঢাকায় মারা গেছেন ১৪ জন এবং ঢাকার বাইরে মারা গেছেন দুজন। এ পর্যন্ত ঢাকায় আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৩৪৯ জন এবং ঢাকার বাইরে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৩৩৯ জন। এ বছর ডেঙ্গুজ্বরে মারা গেছেন ২০১ জন। এর মধ্যে ঢাকার হাসপাতালে মৃত্যু সংখ্যা ১৬২। ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৭ হাজার ৯২৭ জন। গতকাল ঢাকার সরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ২ হাজার ৪১২ জন, বেসরকারি হাসপাতালে ২ হাজার ২৩৪ জন। ঢাকার তুলনায় বাইরে আক্রান্ত বাড়ছে। ঢাকা বিভাগে আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৮৩৮ জন, ময়মনসিংহ বিভাগে ১৮৯ জন, চট্টগ্রাম বিভাগে ৮১১ জন, খুলনা বিভাগে ২৯২ জন, রাজশাহী বিভাগে ১৫১ জন, রংপুর বিভাগে ১২৯ জন, বরিশাল বিভাগে ৭৯৩ জন এবং সিলেট বিভাগে ৭৮ জন। ডেঙ্গু ঠেকাতে এডিস মশা নিয়ন্ত্রণে জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অভিযানে এডিসের লার্ভা পাওয়ায় সাত মামলায় ২ লাখ ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১৬ দিনে ১৮১ মামলায় ১ কোটি ২৮ লাখ ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ডিএনসিসি।
শিরোনাম
- শিরোনামহীনের 'এই অবেলায় ২' আসছে ডিসেম্বরে
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিল শুনানি চলছে
- ভারতে দিওয়ালিতে জনপ্রিয় এক বাজি ফেটে অন্ধ বহু শিশু-কিশোর
- ভূমধ্যসাগরে নৌকাডুবি: ১৮ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার
- রাজনীতির বিবর্তন! বানর থেকে বিজ্ঞানী
- ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২৫ অঙ্গরাজ্যের মামলা
- ছাত্র-জনতার আন্দোলনে প্রকাশ্যে গুলি, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- সহজ জয়ে সিরিজে এগিয়ে দক্ষিণ আফ্রিকা
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন
- কদাকার বিষোদ্গার : ছাড় নেই সেনাবাহিনীরও
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি?
- বাতিল হতে যাচ্ছে ১২৭ ‘জুলাই যোদ্ধার’ গেজেট
- ৪ হাজার কোটি টাকার মিল হাতিয়ে নেন পানির দরে
- হা-মীম গ্রুপের প্রতিষ্ঠান রিফাত গার্মেন্টসের বিরুদ্ধে বিপুল কর ফাঁকির অভিযোগ
- মেলিসায় বিপর্যস্ত জ্যামাইকা, ক্যারিবীয় অঞ্চলে নিহত ৭
- ভারতে আঘাত হানলো ঘূর্ণিঝড় মোন্থা
- রেকর্ড ২৭১ দিন শূকরের কিডনি নিয়ে বেঁচে ছিলেন অ্যান্ড্রুজ
- চ্যাটজিপিটিতে ব্যবহার করা যাবে জনপ্রিয় একাধিক অ্যাপ
- জার্মানিতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
এক দিনে আরও ১৬ মৃত্যু
আক্রান্ত ৩৭ হাজার ছাড়াল
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর