মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
রিচার্ড নেফিউ বললেন

নিষেধাজ্ঞা দুর্নীতি দমনের হাতিয়ার

কূটনৈতিক প্রতিবেদক

নিষেধাজ্ঞাকে দুর্নীতি দমনের হাতিয়ার হিসেবে উল্লেখ করেছেন মার্কিন পররাষ্ট্র দফতরের বৈশ্বিক দুর্নীতি দমন বিভাগের সমন্বয়ক রিচার্ড নেফিউ। গতকাল পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ঢাকায় সফররত মার্কিন পররাষ্ট্র দফতরের বৈশ্বিক দুর্নীতি দমন বিভাগের সমন্বয়ক রিচার্ড নেফিউ সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেন। পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের আগে তিনি সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত সাংবাদিকদের বলেন, এটি (নিষেধাজ্ঞা) যে কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে, শুধু বাংলাদেশের জন্য নয়। পররাষ্ট্র সচিব বলেন, নেফিউ বলেছেন যে বিশ্বব্যাপী দুর্নীতিবিরোধী কার্যক্রমকে যুক্তরাষ্ট্র অগ্রাধিকার দিচ্ছে। ভবিষ্যতে এটি ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে। সচিব আরও বলেন, ‘আমরা তাকে সক্ষমতা বাড়ানোর কথা বলেছি এবং যেসব দেশে অবৈধভাবে অর্থ গেছে তাদের সহায়তা পাওয়ার কথা বলেছি।’ উল্লেখ্য, রবিবার তিন দিনের সফরে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের বৈশ্বিক দুর্নীতি দমন বিষয়ক সমন্বয়ক রিচার্ড নেফিউর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় আসে। সফরের প্রথম দিন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো. মাহবুব হোসেনের সঙ্গে বৈঠক করেন। ঢাকা সফরকালে অর্থ পাচার প্রতিরোধের সঙ্গে যুক্ত সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন রিচার্ড নেফিউ।

সর্বশেষ খবর