মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

আত্মসমর্পণের নির্দেশ আমান দম্পতিকে

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতির মামলায় বিএনপি নেতা আমান উল্লাহ আমানের ১৩ বছরের কারাদণ্ড ও তাঁর স্ত্রী সাবেরা আমানের তিন বছরের দণ্ডের রায় বহাল রেখে রায় প্রকাশ করেছেন হাই কোর্ট। বিচারিক আদালতে রায় পৌঁছানোর ১৫ দিনের মধ্যে তাঁদের আত্মসমর্পণ করতে বলা হয়েছে। গত ৩০ মে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ রায় দেন। গতকাল সেই রায়ের ২৮১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করে হাই কোর্ট।

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আমান দম্পতির বিরুদ্ধে ২০০৭ সালের ৬ মার্চ রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক। ওই বছরের ২১ জুন বিশেষ জজ আদালতের রায়ে আমানকে ১৩ বছরের ও সাবেরাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে তারা হাই কোর্টে আপিল করেন। ২০১০ সালের ১৬ আগস্ট হাই কোর্ট সেই আপিল মঞ্জুর করে তাঁদের খালাস দেন। হাই কোর্টের এ রায়ের বিরুদ্ধে দুদক আপিল করলে ২০১৪ সালের ২৬ মে আপিল বিভাগ ওই রায় বাতিল করে হাই কোর্টকে মামলাটির আপিল পুনঃশুনানির নির্দেশ দেন।

 

সর্বশেষ খবর