এশিয়া কাপ ও বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। শুক্রবার সাকিবকে অধিনায়ক ঘোষণা করে বিসিবি। গতকাল সকালে সংবাদ সম্মেলন করে এশিয়া কাপের ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। ৩০ আগস্ট শুরু হবে ৬ দলের এশিয়া কাপ। বাংলাদেশের প্রথম খেলা ৩১ আগস্ট স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ক্যান্ডিতে। নির্বাচক প্যানেলের ঘোষিত স্কোয়াডে একটাই চমক; তানজিদ হাসান তামিম। ২২ বছর বয়সী তরুণ ক্রিকেটারকে নেওয়া হয়েছে ওয়ানডে নেতৃত্ব ছাড়া তামিম ইকবালের বিকল্প ওপেনার হিসেবে। দেশসেরা বাঁ-হাতি ওপেনার শুধু নেতৃত্বই ছেড়ে দেননি, পিঠের ব্যথায় এশিয়া কাপ থেকেও সরে দাঁড়ান। তার বিকল্প হিসেবে তানজিদ তামিম ছাড়াও ভাবা হয়েছে বাঁ-হাতি ড্যাশিং ক্রিকেটার মোহাম্মদ নাঈম শেখকে। এশিয়া কাপে সুযোগ মেলেনি সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের। বাদ পড়েছেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম ও ব্যাটার রনি তালুকদার। ফিরেছেন স্পিন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারী, নাসুম আহমেদ ও ইবাদত হোসেন। ইনজুরি থেকে সুস্থ হয়ে ফিরেছেন ইবাদত। আসরে সাকিব বাহিনীর দ্বিতীয় ম্যাচ ৩ সেপ্টেম্বর, লাহোরে আফগানিস্তানের বিপক্ষে। দলটি তৈরি করা হয়েছে মূলত বিশ্বকাপ ক্রিকেটকে টার্গেট করে। যা শুরু হবে ৫ অক্টোবর। ২২ বছর বয়সী তানজিদ তামিম রয়েছেন দারুণ ছন্দে। জুলাইয়ে শ্রীলঙ্কায় ইমার্জিং এশিয়া কাপে দারুণ খেলেছেন। ৪ ম্যাচে হাফসেঞ্চুরি করেছেন ভারত ‘এ’ ৫১, ওমান ‘এ’ ৬৮ ও শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ৫১ রান। এ ছাড়া আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে ৯ রান করেন। লিটন দাসের সঙ্গে নতুন বলে জুটি বাঁধতে তানজিদের সঙ্গে রয়েছেন নাঈম শেখ। যদিও ছন্দে নেই তিনি। ক্যারিয়ারে তিন ম্যাচে সাকল্যে রান ১০। আফগানদের বিপক্ষে সর্বশেষ সিরিজের দুই ম্যাচে রান করেছেন ০ ও ৯। ৭ নম্বর পজিশনে একজন ফিনিশার খুঁজছিল টিম ম্যানেজমেন্ট। আলোচনায় ছিলেন ৩৭ বছর বয়সী মাহমুদুল্লাহ। কিন্তু অধিনায়ক ও হেড কোচ চন্ডিকা হাতুরাসিংহের আগ্রহ না থাকায় সুযোগ পাননি মাহমুদুল্লাহ। এই পজিশনে টিম ম্যানেজমেন্টের ভাবনায় থাকা আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারী ও শেখ মেহেদী সুযোগ পেয়েছেন। ইনজুরি কাটিয়ে ফিরেছেন পেসার ইবাদত হোসেন। স্কোয়াডে সুযোগ দেওয়া হয়েছে ৫ পেসার- ইবাদত, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলামকে। স্পিনার সাকিব, মেহেদি হাসান মিরাজ ও নাসুম আহমেদ এবং উইকেটরক্ষক একজন লিটন দাস।
শিরোনাম
- ভারত-পাকিস্তান সংঘাত ‘আমাদের কোনও বিষয় নয়’ : যুক্তরাষ্ট্র
- এল-ক্লাসিকোর রেফারি চূড়ান্ত
- পাকিস্তান থেকে সরিয়ে যেখানে হবে পিএসএল
- সেলিনা হায়াৎ আইভী গ্রেফতার
- অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা : নাহিদ
- পাকিস্তানি পাইলটকে আটকের দাবি ভারতের, প্রমাণ চাইল ইসলামাবাদ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাবিতে বিক্ষোভ
- প্রথম আমেরিকান পোপ রবার্ট প্রেভোস্ট
- বিলিয়ন ডলারের রপ্তানি খাত হুমকিতে
- 'পাকিস্তান আক্রমণ করার সিদ্ধান্ত নিলে সারা পৃথিবী জানবে'
- ভারতের সেনা-স্থাপনায় হামলা, অস্বীকার পাকিস্তানের
- আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচারের দাবিতে যমুনার সামনে অবস্থান
- হঠাৎ 'ব্ল্যাকআউট', মাঝপথে পরিত্যক্ত আইপিএল ম্যাচ
- পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
- বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন
- জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও’র দায়িত্ব ছাড়লেন মীর স্নিগ্ধ
- সংবাদ সম্মেলনে যেসব বিষয় এড়িয়ে গেলেন ভারতের পররাষ্ট্র সচিব
- পাকিস্তানের হামলার আশঙ্কায় পাঞ্জাবে ব্ল্যাকআউটের নির্দেশ
- আবদুল হামিদের দেশত্যাগ: একজন প্রত্যাহার, দু’জন বরখাস্ত
রিয়াদ বাদ, নতুন মুখ তানজিদ তামিম
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করার দাবি ভারতের
১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম