বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে শুধু আমেরিকা নয়, বাংলাদেশের জনগণও এ সরকারকে স্যাংশন দিয়েছে। তারা আর এদের ক্ষমতায় দেখতে চায় না। তিনি বলেন, প্রধানমন্ত্রী অনেক আশা করে আমেরিকায় গিয়েছিলেন। মনে করেছিলেন একটি সুরাহা হবে। অথচ উনি ওখানে থাকতেই বাংলাদেশের প্রতি স্যাংশন জারি করল আমেরিকা। এ ভিসানীতি দেশের জন্য সম্মানের নয়। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, অন্যথায় তাঁর কিছু হলে সব দায়-দায়িত্ব এ সরকারকেই নিতে হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে গতকাল বিকালে রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশের আয়োজন করে। সমাবেশ উপলক্ষে নগরীর বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে বিপুলসংখ্যক নেতা-কর্মী নয়াপল্টনে এসে জড়ো হন। বিজয়নগর নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে যায়। নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতির কারণে দুপুর ২টা থেকেই নয়াপল্টন এলাকায় দক্ষিণ পাশের সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। আড়াইটার পর থেকে আরেক পাশের সড়কেও যান চলাচল সীমিত হয়ে পড়ে। অন্যান্য দিনের মতো বিপুলসংখ্যক পুলিশ সদস্যের উপস্থিতি ছিল না গতকালের কর্মসূচিতে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে উত্তরের সদস্য সচিব আমিনুল হক এবং দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, রুহুল কবির রিজভী, ফরহাদ হালিম ডোনার, শামসুর রহমান শিমুল বিশ্বাস, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, রকিবুল ইসলাম বকুল, সুলতান সালাউদ্দিন টুকু, আফরোজা আব্বাস, এস এম জিলানী, কামরুজ্জামান রতন, হাসান জাফির তুহিন, অধ্যাপক লুৎফর রহমান, রাশেদ ইকবাল খান প্রমুখ। বিএনপি মহাসচিব বলেন, শনিবার দেশনেত্রীকে দেখতে গিয়েছিলাম। আমি কখনো তাঁর চোখে পানি দেখিনি। তিনি অনেক শুকিয়ে গেছেন। ঠিকমতো কথা বলতে পারছেন না। আজকে তিনি দেশের গণতন্ত্রের মুক্তির জন্য গৃহবন্দি হয়ে আছেন। ডাক্তার আমাকে বলেছেন, আপনাদের কিছু করার থাকলে করেন, তাঁর শারীরিক অবস্থা ভালো না। আমি আবারও বলছি, তাঁর সুচিকিৎসার ব্যবস্থা করুন, তাঁর কিছু হলে বিএনপির নয়, জনগণের ক্ষতি হবে, গণতন্ত্রের ক্ষতি হবে, দেশের বড় ক্ষতি হবে। বিএনপি মহাসচিব বলেন, এই আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ১৭৬ দিন হরতাল দিয়েছে। বেগম খালেদা জিয়া বৃহত্তর স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে সংবিধান পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকার প্রথা চালু করেছিলেন। এরপর চারটি নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। সরকার যখন দেখল নিরপেক্ষ নির্বাচন দিয়ে সিটি নির্বাচনে তাদের পরাজয় হলো- তখন বুঝতে পারল অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে তারা আর কখনো ক্ষমতায় আসতে পারবে না। তাই রাতারাতি তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিল করা হলো। সেদিনই খালেদা জিয়া বলেছিলেন, দেশে স্থায়ীভাবে সংঘাত সৃষ্টি হবে। হলোও তাই। ২০১৪ ও ১৮ সালে তাই হয়েছে। আজকে সারা দেশের মানুষ বলছে, এ সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। আজকে গণতন্ত্রকামী কোনো দলই এ সরকারের অধীনে নির্বাচনে যেতে চায় না।
শিরোনাম
- ভারত-পাকিস্তান সংঘাত ‘আমাদের কোনও বিষয় নয়’ : যুক্তরাষ্ট্র
- এল-ক্লাসিকোর রেফারি চূড়ান্ত
- পাকিস্তান থেকে সরিয়ে যেখানে হবে পিএসএল
- সেলিনা হায়াৎ আইভী গ্রেফতার
- অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা : নাহিদ
- পাকিস্তানি পাইলটকে আটকের দাবি ভারতের, প্রমাণ চাইল ইসলামাবাদ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাবিতে বিক্ষোভ
- প্রথম আমেরিকান পোপ রবার্ট প্রেভোস্ট
- বিলিয়ন ডলারের রপ্তানি খাত হুমকিতে
- 'পাকিস্তান আক্রমণ করার সিদ্ধান্ত নিলে সারা পৃথিবী জানবে'
- ভারতের সেনা-স্থাপনায় হামলা, অস্বীকার পাকিস্তানের
- আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচারের দাবিতে যমুনার সামনে অবস্থান
- হঠাৎ 'ব্ল্যাকআউট', মাঝপথে পরিত্যক্ত আইপিএল ম্যাচ
- পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
- বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন
- জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও’র দায়িত্ব ছাড়লেন মীর স্নিগ্ধ
- সংবাদ সম্মেলনে যেসব বিষয় এড়িয়ে গেলেন ভারতের পররাষ্ট্র সচিব
- পাকিস্তানের হামলার আশঙ্কায় পাঞ্জাবে ব্ল্যাকআউটের নির্দেশ
- আবদুল হামিদের দেশত্যাগ: একজন প্রত্যাহার, দু’জন বরখাস্ত
৪৮ ঘণ্টার মধ্যে খালেদা জিয়ার মুক্তি দাবি বিএনপির
জনগণও সরকারকে স্যাংশন দিয়েছে, সমাবেশে ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করার দাবি ভারতের
১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম