বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একেক সময় একেক রকম কথা বলেন। তিনি বলেছেন, তলে তলে সব ঠিক হয়ে গেছে। ঠিক যা হয়েছে তা হলো অবাধ ও সুষ্ঠু নির্বাচন আওয়ামী লীগের দরকার নেই। তারা একটা কাজই করছেন, তা হলো তলে তলে প্রহসনের নির্বাচন করার একটা ষড়যন্ত্র। সেটাই এখন প্রমাণিত হচ্ছে।’
গতকাল বিকালে ঢাকা জেলার দোহারে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা এবং নিঃশর্ত মুক্তির দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল দোহার বাঁশতলা থেকে শুরু হয়ে নবাবগঞ্জ মাঝিরকান্দা বাসস্ট্যান্ড পর্যন্ত গিয়ে শেষ হয়।