বাঁ পায়ের কুঁচকির টান নিয়ে শনিবার চেন্নাই থেকে পুণে আসেন সাকিব আল হাসান। দলের সঙ্গে ‘টিম হোটেল’ কনরাড পুনেতে যখন ওঠেন, বাঁ পা টেনে টেনে হেঁটেছেন তখন। ব্যথা নিয়ে গত দুই দিনে একবারও হোটেলের বাইরে যাননি। শুধু গতকাল দুপরে হোটেলে সাঁতার কেটেছেন এবং সন্ধ্যায় জিম করেছেন। জিম করেছেন আবার শরীরের ওপরের অংশের। নিউজিল্যান্ড ম্যাচের পর দুই দিন বিশ্রামে কাটিয়েছেন ক্রিকেটাররা। আজ প্রথমবারের মতো অনুশীলন করবেন টাইগাররা। অনুশীলনে ব্যাটিং করবেন টাইগার অধিনায়ক সাকিব। ব্যাটিং করে বুঝতে চাইবেন, ১৯ অক্টোবর বৃহস্পতিবার মহরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন কি না? বাংলাদেশ-ভারত ম্যাচটি পুনের জন্য আবার ঐতিহাসিক। দুই প্রতিবেশীর ম্যাচ দিয়ে ১৯৯৬ সালের পর পুনরায় বিশ্বকাপ ক্রিকেট ফিরছে পুনেতে। ঐতিহাসিক ম্যাচটির সোনালি রেকর্ডের সাক্ষী হতে টস করতে চান টাইগার অধিনায়ক। সেই রেকর্ডের সাক্ষী কি হতে পারবেন শতভাগ ফিটনেসের জন্য লড়াইয়ে থাকা সাকিব? দলের সঙ্গে আসা টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন ইঙ্গিত দিয়েছেন টাইগার অধিনায়কের খেলার বিষয়টি এখনো নিশ্চিত নয়, ‘আমরা ধারণা করছি, সাকিব খেলতে পারবে। কিন্তু তার কুঁচকিতে যেহেতু টান আছে, সেহেতু একটা ঝুঁকি থেকেই যাচ্ছে। আশার কথা, শুরুর সেই ব্যথাটা আর নেই। আজ (গতকাল) সে সুইমিং করেছে। শরীরের ওপরের অংশের জিম করেছে। আগামীকাল (আজ) অনুশীলনে ব্যাটিং করবেন। তখন পরিষ্কার বোঝা যাবে, তার পায়ের অবস্থা কী। সে খেলতে পারবে কি না। অবশ্য একটা স্ক্যানিংও করা হবে তার পায়ের। তারপর আমরা নিশ্চিত হবো তার ইনজুরির বিষয়ে।’ নিঃসন্দেহে বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব। নিশ্চিত করেই তার উপস্থিতি দলকে চাঙ্গা করবে। অনুপস্থিতি দলের শক্তি হ্রাস করে। ২০১৯ সালে বিশ্বকাপের দুর্দান্ত পারফরমার সাকিব এবারের বিশ্বকাপে তার নামের প্রতি বিচার করতে পারছেন না। চার বছর আগে ৬০৬ রানের পাশাপাশি ১১ উইকেট নিয়েছিলেন। এবার ৩ ম্যাচে তিনি রান করেছেন ১৪, ১ ও ৪০। উইকেট নিয়েছেন ৫টি। নিউজিল্যান্ড ম্যাচে ব্যাটিংয়ের সময় কুঁচকিতে টান পড়ে সাকিবের। ইনজুরি নিয়েও ১০ ওভার বোলিং করেন। পুরো সময় মাঠে থাকায় ইনজুরিটা আরও বেশি ভিত পেয়েছে। দুই দিনের বিশ্রামে এখন আর সে ব্যথা নেই। পা টেনে টেনেও হাঁটেন না। এ কথাটিই গতকাল টিম হোটেলে মিডিয়ার মুখোমুখিতে স্পষ্ট করেছেন টিম ডিরেক্টর খালেদ, ‘সাকিব ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। ব্যথা নেই। যেহেতু এখনো মাঠে নামেনি, তাই পুরো পরিস্থিতিটা বলা যাবে না। কালকে (আগামীকাল) ব্যাট করবে, এরপর হয়তো একটু দৌড়াবে। তখন বোঝা যাবে। আশা করছি, এই ম্যাচের আগে তাকে (ফিট) পাব।’ যদি রান করার সময় আবারও আঘাত পান কুঁচকিতে, তখন কিন্তু পুরো বিশ্বকাপ থেকে ছিটকে যাবেন। ইনজুরিতে পরে শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকার বিশ্বকাপ শেষ হয়ে গেছে। সাকিবের ইনজুরি বেড়ে গেলে এমনটাই হতে পারে। এ বিষয়ে টিম ডিরেক্টর বলেন, ‘ব্যথা থাকতেই পারে। আমরা একটু আশাবাদী। তবে একটা বিষয় পরিষ্কার, আস্তে হাঁটা ও দৌড়ের মধ্যে পার্থক্য আছে। যেহেতু, শেষ ম্যাচে রান নিতে গিয়ে ব্যথা পেয়েছে। আগামীকাল পরিষ্কার বোঝা যাবে, সে খেলবে কি না।’ ২৪৩ ওয়ানডে ক্যারিয়ারে সাকিবের রান ৭৪৩৯। সেঞ্চুরি ৯ এবং হাফসেঞ্চুরি ৫৫টি। সেই সংখ্যা কি বাড়বে?
শিরোনাম
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
সাকিবের খেলা অনিশ্চিত
Not defined
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর