বাঁ পায়ের কুঁচকির টান নিয়ে শনিবার চেন্নাই থেকে পুণে আসেন সাকিব আল হাসান। দলের সঙ্গে ‘টিম হোটেল’ কনরাড পুনেতে যখন ওঠেন, বাঁ পা টেনে টেনে হেঁটেছেন তখন। ব্যথা নিয়ে গত দুই দিনে একবারও হোটেলের বাইরে যাননি। শুধু গতকাল দুপরে হোটেলে সাঁতার কেটেছেন এবং সন্ধ্যায় জিম করেছেন। জিম করেছেন আবার শরীরের ওপরের অংশের। নিউজিল্যান্ড ম্যাচের পর দুই দিন বিশ্রামে কাটিয়েছেন ক্রিকেটাররা। আজ প্রথমবারের মতো অনুশীলন করবেন টাইগাররা। অনুশীলনে ব্যাটিং করবেন টাইগার অধিনায়ক সাকিব। ব্যাটিং করে বুঝতে চাইবেন, ১৯ অক্টোবর বৃহস্পতিবার মহরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন কি না? বাংলাদেশ-ভারত ম্যাচটি পুনের জন্য আবার ঐতিহাসিক। দুই প্রতিবেশীর ম্যাচ দিয়ে ১৯৯৬ সালের পর পুনরায় বিশ্বকাপ ক্রিকেট ফিরছে পুনেতে। ঐতিহাসিক ম্যাচটির সোনালি রেকর্ডের সাক্ষী হতে টস করতে চান টাইগার অধিনায়ক। সেই রেকর্ডের সাক্ষী কি হতে পারবেন শতভাগ ফিটনেসের জন্য লড়াইয়ে থাকা সাকিব? দলের সঙ্গে আসা টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন ইঙ্গিত দিয়েছেন টাইগার অধিনায়কের খেলার বিষয়টি এখনো নিশ্চিত নয়, ‘আমরা ধারণা করছি, সাকিব খেলতে পারবে। কিন্তু তার কুঁচকিতে যেহেতু টান আছে, সেহেতু একটা ঝুঁকি থেকেই যাচ্ছে। আশার কথা, শুরুর সেই ব্যথাটা আর নেই। আজ (গতকাল) সে সুইমিং করেছে। শরীরের ওপরের অংশের জিম করেছে। আগামীকাল (আজ) অনুশীলনে ব্যাটিং করবেন। তখন পরিষ্কার বোঝা যাবে, তার পায়ের অবস্থা কী। সে খেলতে পারবে কি না। অবশ্য একটা স্ক্যানিংও করা হবে তার পায়ের। তারপর আমরা নিশ্চিত হবো তার ইনজুরির বিষয়ে।’ নিঃসন্দেহে বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব। নিশ্চিত করেই তার উপস্থিতি দলকে চাঙ্গা করবে। অনুপস্থিতি দলের শক্তি হ্রাস করে। ২০১৯ সালে বিশ্বকাপের দুর্দান্ত পারফরমার সাকিব এবারের বিশ্বকাপে তার নামের প্রতি বিচার করতে পারছেন না। চার বছর আগে ৬০৬ রানের পাশাপাশি ১১ উইকেট নিয়েছিলেন। এবার ৩ ম্যাচে তিনি রান করেছেন ১৪, ১ ও ৪০। উইকেট নিয়েছেন ৫টি। নিউজিল্যান্ড ম্যাচে ব্যাটিংয়ের সময় কুঁচকিতে টান পড়ে সাকিবের। ইনজুরি নিয়েও ১০ ওভার বোলিং করেন। পুরো সময় মাঠে থাকায় ইনজুরিটা আরও বেশি ভিত পেয়েছে। দুই দিনের বিশ্রামে এখন আর সে ব্যথা নেই। পা টেনে টেনেও হাঁটেন না। এ কথাটিই গতকাল টিম হোটেলে মিডিয়ার মুখোমুখিতে স্পষ্ট করেছেন টিম ডিরেক্টর খালেদ, ‘সাকিব ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। ব্যথা নেই। যেহেতু এখনো মাঠে নামেনি, তাই পুরো পরিস্থিতিটা বলা যাবে না। কালকে (আগামীকাল) ব্যাট করবে, এরপর হয়তো একটু দৌড়াবে। তখন বোঝা যাবে। আশা করছি, এই ম্যাচের আগে তাকে (ফিট) পাব।’ যদি রান করার সময় আবারও আঘাত পান কুঁচকিতে, তখন কিন্তু পুরো বিশ্বকাপ থেকে ছিটকে যাবেন। ইনজুরিতে পরে শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকার বিশ্বকাপ শেষ হয়ে গেছে। সাকিবের ইনজুরি বেড়ে গেলে এমনটাই হতে পারে। এ বিষয়ে টিম ডিরেক্টর বলেন, ‘ব্যথা থাকতেই পারে। আমরা একটু আশাবাদী। তবে একটা বিষয় পরিষ্কার, আস্তে হাঁটা ও দৌড়ের মধ্যে পার্থক্য আছে। যেহেতু, শেষ ম্যাচে রান নিতে গিয়ে ব্যথা পেয়েছে। আগামীকাল পরিষ্কার বোঝা যাবে, সে খেলবে কি না।’ ২৪৩ ওয়ানডে ক্যারিয়ারে সাকিবের রান ৭৪৩৯। সেঞ্চুরি ৯ এবং হাফসেঞ্চুরি ৫৫টি। সেই সংখ্যা কি বাড়বে?
শিরোনাম
- আমেরিকায় গরুর মাংসের দামে রেকর্ড, তদন্তের নির্দেশ ট্রাম্পের
- রাজধানীর বনানীতে গৃহবধূর আত্মহত্যা
- পারিবারিক কলহের জেরে চকবাজারে গৃহবধূর আত্মহত্যা
- ঘি খেতে চাইলে চামচ দিয়ে ভদ্রভাবে খান : ডা. সায়ন্থ
- জবির ১৫ শিক্ষার্থীকে নিয়ে বুড়িগঙ্গায় নৌকাডুবি
- মনোনয়ন না পেয়ে আম্পায়ারের ভঙ্গিতে রিভিউ আবেদন বিএনপি নেতার
- ঐতিহাসিক ৭ নভেম্বরে দেশ ও জাতির মুক্তি হয়েছিল : সেলিমুজ্জামান
- ‘স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে’
- আগামীর বাংলাদেশে বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই : মাহদী আমিন
- শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- নওগাঁয় কর্মীসভা অনুষ্ঠিত
- নির্বাচন ঠেকাতে নানামুখী ষড়যন্ত্র চলছে : আমান
- শহীদ জিয়াই জাতির মহানায়ক: মীর হেলাল
- মনে হচ্ছে নির্বাচন বানচাল করা গণহত্যাকারীদের একমাত্র লক্ষ্য : প্রিন্স
- ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় র্যাব সদস্যসহ নিহত ২
- ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন নিয়ে অসন্তোষ, আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ
- ‘এই দেশের জনগণ তারেক রহমানকেই আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়’
- মাহবুবউল আলম হানিফের শ্যালকসহ গ্রেফতার ৬ জন
- নির্বাচন ও গণভোট একই দিনে হতে হবে : মির্জা ফখরুল
- জাতির মুক্তি হয়েছিল এই ৭ নভেম্বর : রিজভী
সাকিবের খেলা অনিশ্চিত
Not defined
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর