বাঁ পায়ের কুঁচকির টান নিয়ে শনিবার চেন্নাই থেকে পুণে আসেন সাকিব আল হাসান। দলের সঙ্গে ‘টিম হোটেল’ কনরাড পুনেতে যখন ওঠেন, বাঁ পা টেনে টেনে হেঁটেছেন তখন। ব্যথা নিয়ে গত দুই দিনে একবারও হোটেলের বাইরে যাননি। শুধু গতকাল দুপরে হোটেলে সাঁতার কেটেছেন এবং সন্ধ্যায় জিম করেছেন। জিম করেছেন আবার শরীরের ওপরের অংশের। নিউজিল্যান্ড ম্যাচের পর দুই দিন বিশ্রামে কাটিয়েছেন ক্রিকেটাররা। আজ প্রথমবারের মতো অনুশীলন করবেন টাইগাররা। অনুশীলনে ব্যাটিং করবেন টাইগার অধিনায়ক সাকিব। ব্যাটিং করে বুঝতে চাইবেন, ১৯ অক্টোবর বৃহস্পতিবার মহরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন কি না? বাংলাদেশ-ভারত ম্যাচটি পুনের জন্য আবার ঐতিহাসিক। দুই প্রতিবেশীর ম্যাচ দিয়ে ১৯৯৬ সালের পর পুনরায় বিশ্বকাপ ক্রিকেট ফিরছে পুনেতে। ঐতিহাসিক ম্যাচটির সোনালি রেকর্ডের সাক্ষী হতে টস করতে চান টাইগার অধিনায়ক। সেই রেকর্ডের সাক্ষী কি হতে পারবেন শতভাগ ফিটনেসের জন্য লড়াইয়ে থাকা সাকিব? দলের সঙ্গে আসা টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন ইঙ্গিত দিয়েছেন টাইগার অধিনায়কের খেলার বিষয়টি এখনো নিশ্চিত নয়, ‘আমরা ধারণা করছি, সাকিব খেলতে পারবে। কিন্তু তার কুঁচকিতে যেহেতু টান আছে, সেহেতু একটা ঝুঁকি থেকেই যাচ্ছে। আশার কথা, শুরুর সেই ব্যথাটা আর নেই। আজ (গতকাল) সে সুইমিং করেছে। শরীরের ওপরের অংশের জিম করেছে। আগামীকাল (আজ) অনুশীলনে ব্যাটিং করবেন। তখন পরিষ্কার বোঝা যাবে, তার পায়ের অবস্থা কী। সে খেলতে পারবে কি না। অবশ্য একটা স্ক্যানিংও করা হবে তার পায়ের। তারপর আমরা নিশ্চিত হবো তার ইনজুরির বিষয়ে।’ নিঃসন্দেহে বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব। নিশ্চিত করেই তার উপস্থিতি দলকে চাঙ্গা করবে। অনুপস্থিতি দলের শক্তি হ্রাস করে। ২০১৯ সালে বিশ্বকাপের দুর্দান্ত পারফরমার সাকিব এবারের বিশ্বকাপে তার নামের প্রতি বিচার করতে পারছেন না। চার বছর আগে ৬০৬ রানের পাশাপাশি ১১ উইকেট নিয়েছিলেন। এবার ৩ ম্যাচে তিনি রান করেছেন ১৪, ১ ও ৪০। উইকেট নিয়েছেন ৫টি। নিউজিল্যান্ড ম্যাচে ব্যাটিংয়ের সময় কুঁচকিতে টান পড়ে সাকিবের। ইনজুরি নিয়েও ১০ ওভার বোলিং করেন। পুরো সময় মাঠে থাকায় ইনজুরিটা আরও বেশি ভিত পেয়েছে। দুই দিনের বিশ্রামে এখন আর সে ব্যথা নেই। পা টেনে টেনেও হাঁটেন না। এ কথাটিই গতকাল টিম হোটেলে মিডিয়ার মুখোমুখিতে স্পষ্ট করেছেন টিম ডিরেক্টর খালেদ, ‘সাকিব ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। ব্যথা নেই। যেহেতু এখনো মাঠে নামেনি, তাই পুরো পরিস্থিতিটা বলা যাবে না। কালকে (আগামীকাল) ব্যাট করবে, এরপর হয়তো একটু দৌড়াবে। তখন বোঝা যাবে। আশা করছি, এই ম্যাচের আগে তাকে (ফিট) পাব।’ যদি রান করার সময় আবারও আঘাত পান কুঁচকিতে, তখন কিন্তু পুরো বিশ্বকাপ থেকে ছিটকে যাবেন। ইনজুরিতে পরে শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকার বিশ্বকাপ শেষ হয়ে গেছে। সাকিবের ইনজুরি বেড়ে গেলে এমনটাই হতে পারে। এ বিষয়ে টিম ডিরেক্টর বলেন, ‘ব্যথা থাকতেই পারে। আমরা একটু আশাবাদী। তবে একটা বিষয় পরিষ্কার, আস্তে হাঁটা ও দৌড়ের মধ্যে পার্থক্য আছে। যেহেতু, শেষ ম্যাচে রান নিতে গিয়ে ব্যথা পেয়েছে। আগামীকাল পরিষ্কার বোঝা যাবে, সে খেলবে কি না।’ ২৪৩ ওয়ানডে ক্যারিয়ারে সাকিবের রান ৭৪৩৯। সেঞ্চুরি ৯ এবং হাফসেঞ্চুরি ৫৫টি। সেই সংখ্যা কি বাড়বে?
শিরোনাম
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
- ভিসা আবেদনকারীদের জন্য ব্রিটিশ হাইকমিশনের সতর্কবার্তা
- সরকারী অফিসে আত্মহত্যার চেষ্টা, আটক নারী জেলহাজতে
- বিসিসির উচ্চবিলাসী প্রকল্প বাতিলের দাবি গণসংহতির
- ফসল উৎপাদনে সারের স্মার্ট ব্যবস্থাপনা নিয়ে গাকৃবিতে কর্মশালা
- রাঙামাটিতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
- তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ
সাকিবের খেলা অনিশ্চিত
Not defined
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর