বাঁ পায়ের কুঁচকির টান নিয়ে শনিবার চেন্নাই থেকে পুণে আসেন সাকিব আল হাসান। দলের সঙ্গে ‘টিম হোটেল’ কনরাড পুনেতে যখন ওঠেন, বাঁ পা টেনে টেনে হেঁটেছেন তখন। ব্যথা নিয়ে গত দুই দিনে একবারও হোটেলের বাইরে যাননি। শুধু গতকাল দুপরে হোটেলে সাঁতার কেটেছেন এবং সন্ধ্যায় জিম করেছেন। জিম করেছেন আবার শরীরের ওপরের অংশের। নিউজিল্যান্ড ম্যাচের পর দুই দিন বিশ্রামে কাটিয়েছেন ক্রিকেটাররা। আজ প্রথমবারের মতো অনুশীলন করবেন টাইগাররা। অনুশীলনে ব্যাটিং করবেন টাইগার অধিনায়ক সাকিব। ব্যাটিং করে বুঝতে চাইবেন, ১৯ অক্টোবর বৃহস্পতিবার মহরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন কি না? বাংলাদেশ-ভারত ম্যাচটি পুনের জন্য আবার ঐতিহাসিক। দুই প্রতিবেশীর ম্যাচ দিয়ে ১৯৯৬ সালের পর পুনরায় বিশ্বকাপ ক্রিকেট ফিরছে পুনেতে। ঐতিহাসিক ম্যাচটির সোনালি রেকর্ডের সাক্ষী হতে টস করতে চান টাইগার অধিনায়ক। সেই রেকর্ডের সাক্ষী কি হতে পারবেন শতভাগ ফিটনেসের জন্য লড়াইয়ে থাকা সাকিব? দলের সঙ্গে আসা টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন ইঙ্গিত দিয়েছেন টাইগার অধিনায়কের খেলার বিষয়টি এখনো নিশ্চিত নয়, ‘আমরা ধারণা করছি, সাকিব খেলতে পারবে। কিন্তু তার কুঁচকিতে যেহেতু টান আছে, সেহেতু একটা ঝুঁকি থেকেই যাচ্ছে। আশার কথা, শুরুর সেই ব্যথাটা আর নেই। আজ (গতকাল) সে সুইমিং করেছে। শরীরের ওপরের অংশের জিম করেছে। আগামীকাল (আজ) অনুশীলনে ব্যাটিং করবেন। তখন পরিষ্কার বোঝা যাবে, তার পায়ের অবস্থা কী। সে খেলতে পারবে কি না। অবশ্য একটা স্ক্যানিংও করা হবে তার পায়ের। তারপর আমরা নিশ্চিত হবো তার ইনজুরির বিষয়ে।’ নিঃসন্দেহে বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব। নিশ্চিত করেই তার উপস্থিতি দলকে চাঙ্গা করবে। অনুপস্থিতি দলের শক্তি হ্রাস করে। ২০১৯ সালে বিশ্বকাপের দুর্দান্ত পারফরমার সাকিব এবারের বিশ্বকাপে তার নামের প্রতি বিচার করতে পারছেন না। চার বছর আগে ৬০৬ রানের পাশাপাশি ১১ উইকেট নিয়েছিলেন। এবার ৩ ম্যাচে তিনি রান করেছেন ১৪, ১ ও ৪০। উইকেট নিয়েছেন ৫টি। নিউজিল্যান্ড ম্যাচে ব্যাটিংয়ের সময় কুঁচকিতে টান পড়ে সাকিবের। ইনজুরি নিয়েও ১০ ওভার বোলিং করেন। পুরো সময় মাঠে থাকায় ইনজুরিটা আরও বেশি ভিত পেয়েছে। দুই দিনের বিশ্রামে এখন আর সে ব্যথা নেই। পা টেনে টেনেও হাঁটেন না। এ কথাটিই গতকাল টিম হোটেলে মিডিয়ার মুখোমুখিতে স্পষ্ট করেছেন টিম ডিরেক্টর খালেদ, ‘সাকিব ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। ব্যথা নেই। যেহেতু এখনো মাঠে নামেনি, তাই পুরো পরিস্থিতিটা বলা যাবে না। কালকে (আগামীকাল) ব্যাট করবে, এরপর হয়তো একটু দৌড়াবে। তখন বোঝা যাবে। আশা করছি, এই ম্যাচের আগে তাকে (ফিট) পাব।’ যদি রান করার সময় আবারও আঘাত পান কুঁচকিতে, তখন কিন্তু পুরো বিশ্বকাপ থেকে ছিটকে যাবেন। ইনজুরিতে পরে শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকার বিশ্বকাপ শেষ হয়ে গেছে। সাকিবের ইনজুরি বেড়ে গেলে এমনটাই হতে পারে। এ বিষয়ে টিম ডিরেক্টর বলেন, ‘ব্যথা থাকতেই পারে। আমরা একটু আশাবাদী। তবে একটা বিষয় পরিষ্কার, আস্তে হাঁটা ও দৌড়ের মধ্যে পার্থক্য আছে। যেহেতু, শেষ ম্যাচে রান নিতে গিয়ে ব্যথা পেয়েছে। আগামীকাল পরিষ্কার বোঝা যাবে, সে খেলবে কি না।’ ২৪৩ ওয়ানডে ক্যারিয়ারে সাকিবের রান ৭৪৩৯। সেঞ্চুরি ৯ এবং হাফসেঞ্চুরি ৫৫টি। সেই সংখ্যা কি বাড়বে?
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
সাকিবের খেলা অনিশ্চিত
Not defined
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর