দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা সারা দেশে ৪৮ ঘণ্টার হরতাল শুরু হচ্ছে। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ রবিবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত হরতাল কর্মসূচি পালন করবে দলগুলো। হরতালকে কেন্দ্র করে গতকাল রাজধানীতে চারটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপিসহ সমমনা দলগুলো ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শেষে বৃহস্পতিবার এই হরতালের ডাক দেয়। একই দিন গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, বাংলাদেশ গণঅধিকার পরিষদ সারা দেশে হরতালের কর্মসূচি পালন করবে। পৃথকভাবে লেবার পার্টিও একই কর্মসূচি দিয়েছে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, এই হরতালকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে রাজধানীর গুলিস্তানের মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের সামনে কোমল পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এর আগে সন্ধ্যা ৭টায় কাফরুলে বিহঙ্গ পরিবহনের আরেকটি বাসে আগুন দেওয়া হয়। এ সময় আগুন দেওয়ার অভিযোগে উপস্থিত জনতা সিয়াম নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। রাত ১১টা ৪৭ মিনিটে ধানমন্ডিতে যাত্রীবাহী মৌমিতা বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মিরপুরের কালশীতে রাত ১১টা ৫৮ মিনিটে বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে আবারও ককটেল বিস্ফোরণ ঘটেছে। তবে কে বা কারা ঘটিয়েছে তা জানা যায়নি। রাত আনুমানিক সাড়ে ৯টায় এ বিস্ফোরণ ঘটে। এদিকে চট্টগ্রাম থেকে নিজস্ব প্রতিবেদক জানান, নগরীর চান্দগাঁও আবাসিক এলাকা সংলগ্ন পেপসি এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন লেগেছে। এতে কেউ হতাহত হয়নি। গতকাল রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা প্রাথমিকভাবে ধারণা করছে, বাসের গ্যাস সংযোগ থেকে বিস্ফোরণের কারণে এ ঘটনা ঘটেছে। আরও জানা গেছে, সন্ধ্যায় শাহ আমানত সেতু সংলগ্ন কর্ণফুলী মইজ্জ্যার টেক এলাকায় একটি পিকাপে আগুন লাগার ঘটনা ঘটে। যশোর প্রতিনিধি জানান, বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের যশোর শহরের বাসভবনে মুহুর্মুহু ককটেল হামলা হয়েছে।
শিরোনাম
- রূপগঞ্জে শুরু হলো তিন দিনব্যাপী আইন শিক্ষার্থীদের বুট ক্যাম্প
- ফ্লোরিডায় তিন খুনের দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
- চট্টগ্রামে তিন শতাধিক মানুষ পেল চিকিৎসা ও ওষুধ
- ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড
- দুই মাসের মধ্যে ট্রাম্পের ২৫ শতাংশ জরিমানা শুল্ক থেকে মুক্তির আশা ভারতের
- পিআর পদ্ধতির কথা বলে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে: সুলতান সালাউদ্দিন টুকু
- টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ
- নওগাঁয় ভুয়া ৪ পুলিশ সদস্যসহ গ্রেফতার ৬
- আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় গেল ১,১৯২ কেজি ইলিশ
- তেঁতুলিয়ায় পানিবন্দি ২০ পরিবারের জলাবদ্ধতা নিরসনে বিএনপির উদ্যোগ
- যুক্তরাষ্ট্র যাচ্ছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী
- চট্টগ্রামের সড়ক যেন মৃত্যুকূপ, ছয় মাসে নিহত আড়াইশো
- জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবলে টাঙ্গাইলকে ৪-১ গোলে হারাল নেত্রকোনা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৬৪৭
- রাঙামাটি লিগ্যাল এইডে সমাধান হবে ৮ মামলা
- নারায়ণগঞ্জে ২২৪ মন্ডপে দুর্গাপূজা
- ক্যান্সার আক্রান্ত হয়েছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো
- রাজনীতিতে স্থিতিশীলতা চায় বিএনপি : আমীর খসরু
- নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন মোদি
- ফেলানীর ছোট ভাইকে চাকরি দিলো বিজিবি