দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা সারা দেশে ৪৮ ঘণ্টার হরতাল শুরু হচ্ছে। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ রবিবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত হরতাল কর্মসূচি পালন করবে দলগুলো। হরতালকে কেন্দ্র করে গতকাল রাজধানীতে চারটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপিসহ সমমনা দলগুলো ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শেষে বৃহস্পতিবার এই হরতালের ডাক দেয়। একই দিন গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, বাংলাদেশ গণঅধিকার পরিষদ সারা দেশে হরতালের কর্মসূচি পালন করবে। পৃথকভাবে লেবার পার্টিও একই কর্মসূচি দিয়েছে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, এই হরতালকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে রাজধানীর গুলিস্তানের মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের সামনে কোমল পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এর আগে সন্ধ্যা ৭টায় কাফরুলে বিহঙ্গ পরিবহনের আরেকটি বাসে আগুন দেওয়া হয়। এ সময় আগুন দেওয়ার অভিযোগে উপস্থিত জনতা সিয়াম নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। রাত ১১টা ৪৭ মিনিটে ধানমন্ডিতে যাত্রীবাহী মৌমিতা বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মিরপুরের কালশীতে রাত ১১টা ৫৮ মিনিটে বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে আবারও ককটেল বিস্ফোরণ ঘটেছে। তবে কে বা কারা ঘটিয়েছে তা জানা যায়নি। রাত আনুমানিক সাড়ে ৯টায় এ বিস্ফোরণ ঘটে। এদিকে চট্টগ্রাম থেকে নিজস্ব প্রতিবেদক জানান, নগরীর চান্দগাঁও আবাসিক এলাকা সংলগ্ন পেপসি এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন লেগেছে। এতে কেউ হতাহত হয়নি। গতকাল রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা প্রাথমিকভাবে ধারণা করছে, বাসের গ্যাস সংযোগ থেকে বিস্ফোরণের কারণে এ ঘটনা ঘটেছে। আরও জানা গেছে, সন্ধ্যায় শাহ আমানত সেতু সংলগ্ন কর্ণফুলী মইজ্জ্যার টেক এলাকায় একটি পিকাপে আগুন লাগার ঘটনা ঘটে। যশোর প্রতিনিধি জানান, বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের যশোর শহরের বাসভবনে মুহুর্মুহু ককটেল হামলা হয়েছে।
শিরোনাম
- উড্ডয়নের ৭ মিনিট পরই বিধ্বস্ত বিমান, নিহত ৬
- ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা
- ভরপেট খেলেও মোটা হবেন না, জানুন কোন খাবারগুলো নিরাপদ
- দাম কমলো ব্রডব্যান্ড ইন্টারনেটের, আজ থেকেই কার্যকর নতুন প্যাকেজ
- টিএসসিতে রিকশার ভেতরেই মিলল চালকের মরদেহ
- চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন বরখাস্ত
- ১৯৭৩ সালের পর ডলারের সবচেয়ে বড় পতন: সংকটে যুক্তরাষ্ট্র
- প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার করেন যে অভিনেতা
- কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে জাতীয় রাজস্ব বোর্ডের নতুন নির্দেশনা
- ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া শুরু
- মুস্তাফিজকে নিয়ে আলাদা পরিকল্পনা সাজাচ্ছে শ্রীলঙ্কা
- ইনসাফভিত্তিক মানবিক দেশ প্রতিষ্ঠার এখনই সময়: তারেক রহমান
- রেকর্ড রেমিট্যান্স প্রবাহে রিজার্ভ বেড়ে ৩১.৬৮ বিলিয়ন ডলার
- জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পেল পাকিস্তান
- কনটেইনার হ্যান্ডলিংয়ে ৪৮ বছরের রেকর্ড ভাঙল চট্টগ্রাম বন্দর
- সিলেটে পাথর শ্রমিকদের বিক্ষোভে গাড়ি ভাঙচুর
- টাইগারদের সামনে দশম থেকে নবম স্থানে ওঠার সুযোগ
- পর্তুগাল-স্পেনে ৪৬ ডিগ্রি তাপমাত্রা, জনজীবনে অস্বস্তি
- জুলাই শহীদের তালিকায় আরও ১০ শহীদের নাম
- ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগ নেতাকে পিটুনি
৪৮ ঘণ্টার হরতাল শুরু
ঢাকায় আগুন চার বাসে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর