দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা সারা দেশে ৪৮ ঘণ্টার হরতাল শুরু হচ্ছে। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ রবিবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত হরতাল কর্মসূচি পালন করবে দলগুলো। হরতালকে কেন্দ্র করে গতকাল রাজধানীতে চারটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপিসহ সমমনা দলগুলো ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শেষে বৃহস্পতিবার এই হরতালের ডাক দেয়। একই দিন গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, বাংলাদেশ গণঅধিকার পরিষদ সারা দেশে হরতালের কর্মসূচি পালন করবে। পৃথকভাবে লেবার পার্টিও একই কর্মসূচি দিয়েছে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, এই হরতালকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে রাজধানীর গুলিস্তানের মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের সামনে কোমল পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এর আগে সন্ধ্যা ৭টায় কাফরুলে বিহঙ্গ পরিবহনের আরেকটি বাসে আগুন দেওয়া হয়। এ সময় আগুন দেওয়ার অভিযোগে উপস্থিত জনতা সিয়াম নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। রাত ১১টা ৪৭ মিনিটে ধানমন্ডিতে যাত্রীবাহী মৌমিতা বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মিরপুরের কালশীতে রাত ১১টা ৫৮ মিনিটে বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে আবারও ককটেল বিস্ফোরণ ঘটেছে। তবে কে বা কারা ঘটিয়েছে তা জানা যায়নি। রাত আনুমানিক সাড়ে ৯টায় এ বিস্ফোরণ ঘটে। এদিকে চট্টগ্রাম থেকে নিজস্ব প্রতিবেদক জানান, নগরীর চান্দগাঁও আবাসিক এলাকা সংলগ্ন পেপসি এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন লেগেছে। এতে কেউ হতাহত হয়নি। গতকাল রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা প্রাথমিকভাবে ধারণা করছে, বাসের গ্যাস সংযোগ থেকে বিস্ফোরণের কারণে এ ঘটনা ঘটেছে। আরও জানা গেছে, সন্ধ্যায় শাহ আমানত সেতু সংলগ্ন কর্ণফুলী মইজ্জ্যার টেক এলাকায় একটি পিকাপে আগুন লাগার ঘটনা ঘটে। যশোর প্রতিনিধি জানান, বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের যশোর শহরের বাসভবনে মুহুর্মুহু ককটেল হামলা হয়েছে।
শিরোনাম
- বেনজীর-ইমরানসহ ১০৩ জনের বিরুদ্ধে অধিকতর তদন্তের নির্দেশ
- টানা ১০ ম্যাচ জয়হীন থাকায় চাকরি হারালেন উলভস কোচ
- বিএনপির বিজয় ঠেকাতে অপপ্রচার-অপকৌশল দৃশ্যমান : তারেক রহমান
- অক্টোবরে এলো ৩১ হাজার ২১০ কোটি টাকার প্রবাসী আয়
- ডিগ্রী পাস ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
- ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৬২
- একটি গোষ্ঠী নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে : দুলু
- সুশাসন চাইলে সৎ ও যোগ্য লোকের সরকার প্রতিষ্ঠা করতে হবে : মাসুদ সাঈদী
- ১৭ বছরে ছাত্রদল প্রকৃত রাজনীতি করতে পারেনি: এ্যানি
- সিলেট সীমান্তে বিএসএফ’র অনুপ্রবেশ, স্থানীয়দের প্রতিরোধ
- মহাসড়কে বাইক প্রতিযোগিতা, প্রাণ গেল তরুণের
- পুঁজিবাজারে বেড়েছে লেনদেন
- সাতক্ষীরায় পচা মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে দুই মাসের কারাদণ্ড
- প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন
- রূপগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা
- জয়পুরহাটে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে বিএনপি নেতা
- রং মেশানো ডাল আমদানি ও বিক্রিতে নিষেধাজ্ঞা
- গাজীপুরে রনি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
- সিলেটের শ্রমিক নেতাদের গ্রেফতারের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ
- খিলগাঁওয়ে খাল থেকে মরদেহ উদ্ধার