বিএনপি নির্বাচনে এলে প্রয়োজন হলে তফসিলটা রিশিডিউল করা যেতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। গতকাল বিকালে নির্বাচন ভবনে মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফিংয়ে সিইসি বলেন, ‘(নির্বাচনের দিনক্ষণ) পেছানো হবে কি না, কোনো সিদ্ধান্ত হয়নি। আমিসহ আমাদের নির্বাচন কমিশনাররা বলেছেন, যদি বিএনপি নির্বাচনে আসে, সে জন্য প্রয়োজন হলে তফসিলটা রিশিডিউল করা যেতে পারে। ওটাতে নির্বাচন পেছানোর কথা বলা হয়নি। তফসিলটা রিশিডিউল করে তাদের যদি একোমোডেট করার সুযোগ থাকে সেই জিনিসটা করা হবে- এ কথাটাই আমাদের কমিশনাররা বলেছেন। এটা আমাদের কমিশনের সংগত বক্তব্য। বিএনপি ভোটে এলে তা নির্বাচন কমিশনের জন্য এবং পুরো জাতির জন্য একটা সৌভাগ্য হবে বলে মনে করেন তিনি। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ সংসদ নির্বাচন। এর জন্য মনোনয়নপত্র জমার শেষ সময় ৩০ নভেম্বর। ১-৪ ডিসেম্বর বাছাইয়ের পর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। এরই মধ্যে বিএনপি ভোটে এলে তফসিল পুনর্নির্ধারণের বিষয়ে নির্বাচন কমিশনাররা ইঙ্গিত দিয়ে আসছেন। তবে নির্বাচন পেছানো হবে না বলে জানিয়ে দিয়েছেন সিইসি। বিএনপির ভোটে আসা কিংবা দলগুলোর সমঝোতার সময় এখনো ফুরিয়ে যায়নি বলে উল্লেখ করে সিইসি বলেন, ‘আমরা বিএনপিকে আহ্বান জানিয়েছি। একবার, দুবার, পাঁচবার নয়, দশবার। এখনো বলা হয়েছে- বিএনপি যদি আসে এখনো সুযোগ (রয়েছে)। আমি আমার বক্তব্যেও বলেছিলাম, সময় ফুরিয়ে যায়নি, এখনো সুযোগ আছে। আমরা সবসময় সংলাপের কথা বলেছি। সবসময় সমঝোতার কথা বলেছি। উৎসবমুখর ও অনুকূল পরিবেশের কথা বলেছি। সবার মধ্যে যদি সমঝোতা হয় তাহলে আমাদের জন্য জিনিসটা আরও অনুকূল হয়ে যায়। আমাদের দিক থেকে আমরা এখনো (অবস্থান) পরিবর্তন করিনি।’ অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে বিএনপির জন্য এখনো নির্বাচন কমিশন অপেক্ষায় রয়েছে বলে উল্লেখ করেন তিনি। ‘এখনো আশা করি, আশা রাখি, হয়তোবা তারা আসতে পারে। যদি আসে এটা আমাদের জন্য অত্যন্ত সুখকর, পুরো জাতির জন্য একটা সৌভাগ্য হবে। আমরা চাই, নির্বাচনটা অংশগ্রহণমূলক হোক, সবাই অংশগ্রহণ করুক। তাহলে সেই নির্বাচনটা ফলপ্রসূ হবে।
শিরোনাম
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্মানি বাড়িয়ে পুনঃনির্ধারণ
- ৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো ফিলিপাইন
- স্বপ্ন দেখতেই থাকুন, পরমাণু স্থাপনা ধ্বংসের দাবি নিয়ে ট্রাম্পকে খোঁচা খামেনির
- ছাত্রনেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে মাগুরায় ছাত্রদলের বিক্ষোভ
- যাদের মুখে নির্বাচনের পরিবেশ নাই, তাদের মতবল ভিন্ন : প্রিন্স
- ভূমধ্যসাগরে নৌকা ডুবে তিন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, বহু নিখোঁজ
- বর্তমান অন্তর্বর্তী সরকার আরও ১-২ বছর থাকবে : ইকবাল করিম ভূঁইয়া
- আরও ঘনিষ্ঠ হচ্ছে রাশিয়া-ইরান: ক্রেমলিন
- সাতকানিয়ায় সাতদফা দাবিতে শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ
- জবি ছাত্রদল নেতা হত্যায় তিন আসামি গ্রেফতার
- গাজা-ইউক্রেন যুদ্ধের ব্যয় টানতে টানতে নাজেহাল মার্কিনিরা: কংগ্রেসওম্যান
- জবি ছাত্র জোবায়েদ হত্যার প্রতিবাদে সুবর্ণচরে মানববন্ধন
- বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার নির্বাচনে জর্জ-আলমগীর প্যানেলের জয়
- ২০২৮ সালের মধ্যে রুশ তেল কেনা পুরোপুরি বন্ধের সিদ্ধান্ত ইউরোপীয় জোটের
- আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়েছেন চার শিক্ষক
- শিগগিরই বিমানবন্দরের ই-গেট খুলে দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- গাজায় যুদ্ধবিরতি এখনো ‘বহাল আছে’ : ট্রাম্প
- রেলপথে নতুন উদ্যোগ সৌদির, চার ঘণ্টায় যাবে ১৫০০ কিমি
- উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে গবেষণার মানোন্নয়ন অপরিহার্য
- বিচ্ছেদ নিয়ে যা বললেন সামান্থা
বিএনপির আসা প্রসঙ্গে সিইসি
তফসিল রিশিডিউল করা যেতে পারে ভোট পেছাবে না
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর