বিএনপি নির্বাচনে এলে প্রয়োজন হলে তফসিলটা রিশিডিউল করা যেতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। গতকাল বিকালে নির্বাচন ভবনে মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফিংয়ে সিইসি বলেন, ‘(নির্বাচনের দিনক্ষণ) পেছানো হবে কি না, কোনো সিদ্ধান্ত হয়নি। আমিসহ আমাদের নির্বাচন কমিশনাররা বলেছেন, যদি বিএনপি নির্বাচনে আসে, সে জন্য প্রয়োজন হলে তফসিলটা রিশিডিউল করা যেতে পারে। ওটাতে নির্বাচন পেছানোর কথা বলা হয়নি। তফসিলটা রিশিডিউল করে তাদের যদি একোমোডেট করার সুযোগ থাকে সেই জিনিসটা করা হবে- এ কথাটাই আমাদের কমিশনাররা বলেছেন। এটা আমাদের কমিশনের সংগত বক্তব্য। বিএনপি ভোটে এলে তা নির্বাচন কমিশনের জন্য এবং পুরো জাতির জন্য একটা সৌভাগ্য হবে বলে মনে করেন তিনি। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ সংসদ নির্বাচন। এর জন্য মনোনয়নপত্র জমার শেষ সময় ৩০ নভেম্বর। ১-৪ ডিসেম্বর বাছাইয়ের পর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। এরই মধ্যে বিএনপি ভোটে এলে তফসিল পুনর্নির্ধারণের বিষয়ে নির্বাচন কমিশনাররা ইঙ্গিত দিয়ে আসছেন। তবে নির্বাচন পেছানো হবে না বলে জানিয়ে দিয়েছেন সিইসি। বিএনপির ভোটে আসা কিংবা দলগুলোর সমঝোতার সময় এখনো ফুরিয়ে যায়নি বলে উল্লেখ করে সিইসি বলেন, ‘আমরা বিএনপিকে আহ্বান জানিয়েছি। একবার, দুবার, পাঁচবার নয়, দশবার। এখনো বলা হয়েছে- বিএনপি যদি আসে এখনো সুযোগ (রয়েছে)। আমি আমার বক্তব্যেও বলেছিলাম, সময় ফুরিয়ে যায়নি, এখনো সুযোগ আছে। আমরা সবসময় সংলাপের কথা বলেছি। সবসময় সমঝোতার কথা বলেছি। উৎসবমুখর ও অনুকূল পরিবেশের কথা বলেছি। সবার মধ্যে যদি সমঝোতা হয় তাহলে আমাদের জন্য জিনিসটা আরও অনুকূল হয়ে যায়। আমাদের দিক থেকে আমরা এখনো (অবস্থান) পরিবর্তন করিনি।’ অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে বিএনপির জন্য এখনো নির্বাচন কমিশন অপেক্ষায় রয়েছে বলে উল্লেখ করেন তিনি। ‘এখনো আশা করি, আশা রাখি, হয়তোবা তারা আসতে পারে। যদি আসে এটা আমাদের জন্য অত্যন্ত সুখকর, পুরো জাতির জন্য একটা সৌভাগ্য হবে। আমরা চাই, নির্বাচনটা অংশগ্রহণমূলক হোক, সবাই অংশগ্রহণ করুক। তাহলে সেই নির্বাচনটা ফলপ্রসূ হবে।
শিরোনাম
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ
- আওয়ামী লীগের আমলেই দেশের সংখ্যালঘুরা বারবার নির্যাতিত হয়েছে : দুলু
- কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয় : তারেক রহমান
- বগুড়া পৌরসভার উন্মুক্ত ড্রেন যেন মৃত্যু ফাঁদ
- রাজবাড়ীতে উদীচীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- টাঙ্গাইল আদালত চত্বরে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার উদ্বোধন
- অনির্দিষ্টকালের জন্য পাঠদান বন্ধের ঘোষণা শিক্ষকদের
- ‘বাকসু’ বিএম কলেজের, দাবি সাবেক ছাত্র নেতাদের
- শাহবাগে শিক্ষকদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড, যে ব্যাখ্যা ডিএমপি'র
- ডিসেম্বরের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে : সালাহউদ্দিন
- কুলাউড়ায় বসুন্ধরা শুভসংঘের সেলাই প্রশিক্ষণ কেন্দের উদ্বোধন
- গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় যুবক নিহত
- উন্নয়ন ভাবনা নিয়ে ‘তারুণ্যের চোখে ডোমার’ সেমিনার অনুষ্ঠিত
- জি-মেইল হ্যাক করে ব্যাংক হিসাব থেকে ১৭ লাখ টাকা স্থানান্তর, গ্রেপ্তার ২
- মাদারীপুরের ডাসারে সেলুনে বই পড়ার নতুন উদ্যোগ
- বুয়েটের অপূর্বের নেতৃত্বে ‘নিউরাল নিনজাস’ দলের আন্তর্জাতিক সাফল্য
- ফ্যাসিবাদী গোষ্ঠী নৈরাজ্য সৃষ্টির করলে জনগণই প্রতিরোধ করবে : আইজিপি