বিএনপি নির্বাচনে এলে প্রয়োজন হলে তফসিলটা রিশিডিউল করা যেতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। গতকাল বিকালে নির্বাচন ভবনে মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফিংয়ে সিইসি বলেন, ‘(নির্বাচনের দিনক্ষণ) পেছানো হবে কি না, কোনো সিদ্ধান্ত হয়নি। আমিসহ আমাদের নির্বাচন কমিশনাররা বলেছেন, যদি বিএনপি নির্বাচনে আসে, সে জন্য প্রয়োজন হলে তফসিলটা রিশিডিউল করা যেতে পারে। ওটাতে নির্বাচন পেছানোর কথা বলা হয়নি। তফসিলটা রিশিডিউল করে তাদের যদি একোমোডেট করার সুযোগ থাকে সেই জিনিসটা করা হবে- এ কথাটাই আমাদের কমিশনাররা বলেছেন। এটা আমাদের কমিশনের সংগত বক্তব্য। বিএনপি ভোটে এলে তা নির্বাচন কমিশনের জন্য এবং পুরো জাতির জন্য একটা সৌভাগ্য হবে বলে মনে করেন তিনি। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ সংসদ নির্বাচন। এর জন্য মনোনয়নপত্র জমার শেষ সময় ৩০ নভেম্বর। ১-৪ ডিসেম্বর বাছাইয়ের পর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। এরই মধ্যে বিএনপি ভোটে এলে তফসিল পুনর্নির্ধারণের বিষয়ে নির্বাচন কমিশনাররা ইঙ্গিত দিয়ে আসছেন। তবে নির্বাচন পেছানো হবে না বলে জানিয়ে দিয়েছেন সিইসি। বিএনপির ভোটে আসা কিংবা দলগুলোর সমঝোতার সময় এখনো ফুরিয়ে যায়নি বলে উল্লেখ করে সিইসি বলেন, ‘আমরা বিএনপিকে আহ্বান জানিয়েছি। একবার, দুবার, পাঁচবার নয়, দশবার। এখনো বলা হয়েছে- বিএনপি যদি আসে এখনো সুযোগ (রয়েছে)। আমি আমার বক্তব্যেও বলেছিলাম, সময় ফুরিয়ে যায়নি, এখনো সুযোগ আছে। আমরা সবসময় সংলাপের কথা বলেছি। সবসময় সমঝোতার কথা বলেছি। উৎসবমুখর ও অনুকূল পরিবেশের কথা বলেছি। সবার মধ্যে যদি সমঝোতা হয় তাহলে আমাদের জন্য জিনিসটা আরও অনুকূল হয়ে যায়। আমাদের দিক থেকে আমরা এখনো (অবস্থান) পরিবর্তন করিনি।’ অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে বিএনপির জন্য এখনো নির্বাচন কমিশন অপেক্ষায় রয়েছে বলে উল্লেখ করেন তিনি। ‘এখনো আশা করি, আশা রাখি, হয়তোবা তারা আসতে পারে। যদি আসে এটা আমাদের জন্য অত্যন্ত সুখকর, পুরো জাতির জন্য একটা সৌভাগ্য হবে। আমরা চাই, নির্বাচনটা অংশগ্রহণমূলক হোক, সবাই অংশগ্রহণ করুক। তাহলে সেই নির্বাচনটা ফলপ্রসূ হবে।
শিরোনাম
- ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বলেন বিমানে বোমা আছে: র্যাব
- নদীর এই বাঁধ দিয়ে বন্যা ঠেকানো সম্ভব নয় : দুর্যোগ উপদেষ্টা
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে
- সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে আগুন ধরিয়ে দিল ইসরায়েলি বাহিনী
- মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের
- পাশবিক এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে : আসিফ নজরুল
- গাজাকে শিশুদের কবরস্থান বানাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ
- ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে হতাহত ৬
- গাজায় ত্রাণ নিতে গিয়ে দুই মাসে নিহত ৭৯৮ ফিলিস্তিনি
- হাসিনাকন্যা পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১২ জুলাই)
- জাতীয়তাবাদের উদ্বিগ্ন হৃদয়
- রেকর্ড বইয়ের পাতায় ইংল্যান্ডের স্মিথ
- বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই : মির্জা ফখরুল
- রাজধানীর মিরপুর থেকে ৫০টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধার
- ভিন্নমত থাকবে, কিন্তু অপরের মতকে সম্মান করতে হবে : আমীর খসরু
- ভারতের হয়ে যে রেকর্ড এখন শুধুই বুমরাহর
- বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলির ঘটনায় ১০ নেতা বহিষ্কার
- পদ্মার ভাঙনে জাজিরায় দিশেহারা কয়েক হাজার মানুষ
বিএনপির আসা প্রসঙ্গে সিইসি
তফসিল রিশিডিউল করা যেতে পারে ভোট পেছাবে না
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর