দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ, একই আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম হক ও বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদের দ্বৈত (বিদেশি) নাগরিকত্বের তথ্য দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দূতাবাসগুলোর মাধ্যমে তথ্য সংগ্রহের জন্য বলেছে সংস্থাটি। আজকের মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ে সে তথ্য পাঠানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসি। ইসির আইন শাখার উপসচিব মো. আব্দুছ সালাম পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে এ-সংক্রান্ত পৃথক তিনটি চিঠি পাঠিয়েছেন। একটি চিঠিতে বলা হয়েছে, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল কাদের আজাদ মনোনয়নপত্রে দ্বৈত নাগরিকত্ব (যুক্তরাষ্ট্র)-সংক্রান্ত তথ্য গোপন করেছেন বলে অভিযোগ করে তার প্রার্থিতা বাতিল চেয়ে ওই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী শামীম হক নির্বাচন কমিশনে আপিল দায়ের করেন। নির্বাচন কমিশন ওই প্রার্থীর যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকত্ব সম্পর্কে তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঢাকার মার্কিন দূতাবাসের সহায়তায় সংগ্রহের জন্য নির্দেশনা দিয়েছে। আপিল শুনানি শেষে ১৫ ডিসেম্বর কমিশন সিদ্ধান্ত দেবে। উল্লেখ্য, আপিল আবেদনে আবদুল কাদের আজাদের দ্বৈত নাগরিকত্বসংক্রান্ত কোনো তথ্য উল্লেখ নেই। এ অবস্থায় নির্বাচন কমিশনের সদয় নির্দেশনা অনুযায়ী ঢাকার মার্কিন দূতাবাসের সহায়তায় আবদুল কাদের আজাদের যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকত্ব সম্পর্কে তথ্য সংগ্রহ করে জরুরি ভিত্তিতে ১৪ ডিসেম্বরের (আজকের) মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।’ আরেক চিঠিতে বলা হয়েছে, ‘ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম হক মনোনয়নপত্রে তার দ্বৈত নাগরিকত্ব (নেদারল্যান্ডস)-সংক্রান্ত তথ্য গোপন করেছেন মর্মে অভিযোগ করে তার প্রার্থিতা বাতিল চেয়ে ওই আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল কাদের আজাদ নির্বাচন কমিশনে আপিল দায়ের করেন। নির্বাচন কমিশন বর্ণিত প্রার্থীর নেদারল্যান্ডসের দ্বৈত নাগরিকত্ব সম্পর্কে তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঢাকার নেদারল্যান্ডস দূতাবাসের সহায়তায় সংগ্রহের জন্য নির্দেশনা দিয়েছে। বর্ণিত আপিল শুনানি শেষে ১৫ ডিসেম্বর কমিশন সিদ্ধান্ত দেবে। এ অবস্থায় নির্বাচন কমিশনের সদয় নির্দেশনা মোতাবেক ঢাকার নেদারল্যান্ডস দূতাবাসের সহায়তায় শামীম হকের নেদারল্যান্ডসের দ্বৈত নাগরিকত্ব সম্পর্কে তথ্য সংগ্রহ করে জরুরি ভিত্তিতে ১৪ ডিসেম্বরের (আজকের) মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠাতে অনুরোধ করা হলো।’ আরেকটি চিঠিতে বলা হয়, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২২ বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদ মনোনয়নপত্রে তার দ্বৈত নাগরিকত্ব (অস্ট্রেলিয়া)-সংক্রান্ত তথ্য গোপন করেছেন মর্মে অভিযোগ করে তার প্রার্থিতা বাতিল চেয়ে ওই আসনের স্বতন্ত্র প্রার্থী পংকজ নাথ রিটার্নিং অফিসারের কাছে আবেদন করলে রিটার্নিং অফিসার শাম্মী আহমেদের মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে বাতিল করে। ওই বাতিলাদেশের বিরুদ্ধে শাম্মী আহমেদ নির্বাচন কমিশনে আপিল দায়ের করেন। নির্বাচন কমিশন বর্ণিত আপিলকারীর দ্বৈত নাগরিকত্ব সম্পর্কে তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঢাকার অস্ট্রেলিয়া দূতাবাসের সহায়তায় সংগ্রহের জন্য নির্দেশনা দিয়েছে। বর্ণিত আপিল শুনানি শেষে ১৫ ডিসেম্বর কমিশন সিদ্ধান্ত দেবে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ঢাকার অস্ট্রেলিয়া দূতাবাসের সহায়তায় শাম্মী আহমেদের অস্ট্রেলিয়ার দ্বৈত নাগরিকত্ব সম্পর্কে তথ্য সংগ্রহ করে জরুরি ভিত্তিতে ১৪ ডিসেম্বরের (আজকের) মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।’
শিরোনাম
- কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা
- নতুন গানে কন্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন
- ওয়াটারলু উৎসবে বাংলাদেশের ‘আনটাং’
- অবশেষে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার
- নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
- বয়সের বাধা পেরিয়ে ধর্মীয় জ্ঞান আহরণ
- সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার
- ক্যান্সার থেকে সেরে ওঠা ‘রোলার কোস্টার যাত্রা’: প্রিন্সেস কেট
- শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ
- মার্কিন সিনেটে ‘বিগ বিউটিফুল বিল’ পাস
- ‘হলি আর্টিজান নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপিত হয়েছে’
- জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি : সালাহউদ্দিন
- আগামী ৫ দিনে দেশজুড়ে বৃষ্টির আভাস
- জাপানে দুই সপ্তাহে ৯১১ ভূমিকম্প
- জনতার ভয়ে ডোবায় কেশবপুর আওয়ামী লীগের সভাপতি
- বিশেষ অভিযানে আরও ১৩০৫ জন গ্রেফতার
- ইতিহাস গড়ে প্রথমবার এশিয়ান কাপে বাংলাদেশ
- সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু
- তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে সব দল একমত : আলী রীয়াজ
আজাদ শামীম শাম্মীর বিদেশি নাগরিকত্বের তথ্য চাইল ইসি
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর