নতুন ছোট দলের কেউ ভোটে জেতেননি। বিএনপি থেকে বেরিয়ে এসে যারা তৃণমূল বিএনপি নামে দল গঠন করেছিলেন, তারা ভোটে অংশ নিলেও জিততে পারেননি। একইভাবে জিততে পারেননি সুপ্রিম পার্টি ও কংগ্রেস পার্টির কোনো প্রার্থী। তৃণমূল বিএনপি ১৩৫টি আসনে নির্বাচনে অংশ নেয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিলেন শমসের মবিন চৌধুরী এবং তৈমূর আলম খন্দকার। তাদের কেউ নির্বাচনে জিততে পারেননি। জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) প্রার্থী দিয়েছিল ৫৪টি আসনে। তারাও কেউ জিততে পারেননি। জেতেননি কংগ্রেস এবং গণফ্রন্টের কোনো প্রার্থী। তৃণমূল বিএনপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) বেশির ভাগ প্রার্থীকে ভোটের মাঠে সেভাবে দেখা যায়নি। রাজনীতিতে ‘কিংস পার্টি’ হিসেবে পরিচিতি পাওয়া এই দুই দলের শীর্ষ পর্যায়ের ছয়জন নেতা ছাড়া বাকি প্রার্থীদের পোস্টার-ব্যানারও ছিল কম। তবে দলের চেয়ারপারসন শমসের মুবিন চৌধুরী, মহাসচিব তৈমূর আলম খন্দকার ও সাবেক সংসদ সদস্য শাহীনুর পাশা চৌধুরী নিজেদের নির্বাচনি প্রচার বেশ জোরালোভাবেই চালিয়েছিলেন। এবারের নির্বাচনে ১৩৫টি সংসদীয় আসনে প্রার্থী ছিল তৃণমূল বিএনপির। যে ২৮টি দল নির্বাচনে অংশ নিয়েছে, তার মধ্যে প্রার্থীর সংখ্যা বিবেচনায় দলটির অবস্থান আওয়ামী লীগ ও জাতীয় পার্টির পরেই। অন্যদিকে বিএনএম প্রার্থী দেয় ৫৪টি আসনে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহাসচিবসহ ছয়টি আসনে প্রার্থীরা কমবেশি প্রচারে ছিলেন। বাকিরা ছিলেন না কোনো প্রচারণায়। তৃণমূল বিএনপির নির্বাচনি প্রতীক ‘সোনালি আঁশ’ আর বিএনএমের প্রতীক ‘নোঙ্গর’। দল দুটির প্রার্থীর তালিকায় সাবেক কয়েকজন সংসদ সদস্য ছাড়া আলোচিত নাম ছিল না। বিএনএম ও তৃণমূল বিএনপির মাধ্যমে বিএনপির অনেক নেতা নির্বাচন করবেন, ভোটের তফসিল ঘোষণার আগে রাজনীতিতে এমন আলোচনা ছিল। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি।
শিরোনাম
- বিশ্বকাপ : বাংলাদেশের সামনে পড়তে পারে ইতালি
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
নতুন দলগুলোর ভরাডুবি
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর