লাহিরু কুমারার ইনসুইংটা যদি সামাল দিতে পারতেন মাহামুদুল হাসান জয়, তাহলে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনটি বিনা উইকেটেই কাটাতে পারত বাংলাদেশ। স্কোর বোর্ডে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ৫৩১ রানের জবাবে নাজমুল বাহিনীর নামের পাশে লেখা থাকত বিনা উইকেট। কিন্তু সেটা হয়নি। মাহামুদুল জয় বোল্ড হয়ে যান লাহিরুর বলে। স্বাগতিকরা তাই দিন শেষ করে ১ উইকেটে ৫৫ রান নিয়ে। আজ হাতে ৯ উইকেট ও ৪৭৬ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করবে। সিলেট টেস্ট জিতে সিরিজে এগিয়ে থাকা শ্রীলঙ্কা গতকাল নতুন একটি বিশ্বরেকর্ড গড়েছে। ১৯৭৬ সালের নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের সর্বোচ্চ রানের রেকর্ডটি ভেঙেছে। ৪৮ বছর আগে কানপুরে বিষেণ সিং বেদির ভারত ৭ উইকেটে ৫২৪ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল। ভারতের ইনিংসে ৬ জন হাফসেঞ্চুরি করেছিলেন। ছিল না সেঞ্চুরির ইনিংস। সেঞ্চুরিবিহীন কোনো ইনিংসের সর্বোচ্চ স্কোর ছিল এতদিন এটা। এবার সেটা ভেঙেছে শ্রীলঙ্কা। চট্টগ্রামে দলটি ৬ হাফসেঞ্চুরিতে ৫৩১ রান করেছে। এখন এটাই কোনো ইনিংসে সেঞ্চুরিবিহীন সর্বোচ্চ দলগত স্কোর। সফরকারীরা প্রথম দিন শেষ করেছিল ৪ উইকেটে ৩১৪ রান তুলে। হাফসেঞ্চুরি করেছিলেন নিশান মদুশাঙ্কা ৫৭, দিমুথ করুণারতেœ ৮৬ ও কুশল মেন্ডিস ৯৩। গতকাল হাফসেঞ্চুরির ইনিংস খেলেন দিনেশ চান্দিমল ৫৯, অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ৭০ ও কামিন্দু মেন্ডিস ৯২*। এর মধ্যে ধনাঞ্জয় ও কামিন্দু যদি তিন অঙ্কের জাদুকরী ইনিংস খেলতেন, তাহলে টানা তিন ইনিংসের সেঞ্চুরির রেকর্ড গড়তেন। ৬ হাফসেঞ্চুরিতে ৫৩১ রান শ্রীলঙ্কার আবার তৃতীয় সর্বোচ্চ। ২০১৮ সালে এই মাঠে দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ৭১৩ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল দ্বীপরাষ্ট্র। ২০১৪ সালে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ৫৮৭ রান করেছিল। গতকাল বাংলাদেশ ১৫ ওভার ব্যাটিং করে। হারায় মাহামুদুল জয়কে ব্যক্তিগত ২১ রানে। আরেক ওপেনার জাকির হাসান ২৮ রান নিয়ে দিন পার করেছে ‘নাইটওয়াচম্যান’ তাইজুল ইসলামকে নিয়ে।
শিরোনাম
- জকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১৬৩৬৫
- আফগানিস্তানে ফের গোলাবর্ষণ পাকিস্তানের
- জবিতে প্রথমবর্ষের ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর
- মুন্সীগঞ্জ থেকে পাসপোর্ট নিয়ে পরিবারের সঙ্গে ইতালি গেল বিড়াল ‘ক্যান্ডি’
- শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরা-৩ আসনে বিক্ষোভ সমাবেশ
- চীনের ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমন্ত্রণ পেলেন শাবির অধ্যাপক ইফতেখার
- মাদারীপুরে জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- লজিস্টিক নীতিমালা প্রণয়নে বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি : প্রেস সচিব
- নতুন রূপে ফিরছে ‘প্রিডেটর’, এবার দেখা যাবে বাংলাদেশেও
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ১৯৪
- গাকৃবিতে ‘গমের ব্লাস্ট রোগ দ্রুত শনাক্তকরণ কিটের কার্যকারিতা যাচাই’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- প্রতিদ্বন্দ্বীর মায়ের দোয়া নিয়ে গণসংযোগ শুরু করলেন বিএনপি প্রার্থী আনিসুল
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৯ মামলা
- কিউ-এস র্যাংঙ্কিং: এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিইউবিটি
- এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা
- স্ত্রী-সন্তানদের নিয়ে অপসোনিনের ছাঁটাই শ্রমিকদের অবস্থান কর্মসূচি
- মাগুরায় দুস্থ রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ
- অনশনরত তারেকের পাশে রিজভী, বিএনপির সংহতি ঘোষণা
- বগুড়ায় শিক্ষার্থীদের নিয়ে ‘পুষ্টি ক্যাম্পেইন মেলা’ অনুষ্ঠিত