লাহিরু কুমারার ইনসুইংটা যদি সামাল দিতে পারতেন মাহামুদুল হাসান জয়, তাহলে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনটি বিনা উইকেটেই কাটাতে পারত বাংলাদেশ। স্কোর বোর্ডে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ৫৩১ রানের জবাবে নাজমুল বাহিনীর নামের পাশে লেখা থাকত বিনা উইকেট। কিন্তু সেটা হয়নি। মাহামুদুল জয় বোল্ড হয়ে যান লাহিরুর বলে। স্বাগতিকরা তাই দিন শেষ করে ১ উইকেটে ৫৫ রান নিয়ে। আজ হাতে ৯ উইকেট ও ৪৭৬ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করবে। সিলেট টেস্ট জিতে সিরিজে এগিয়ে থাকা শ্রীলঙ্কা গতকাল নতুন একটি বিশ্বরেকর্ড গড়েছে। ১৯৭৬ সালের নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের সর্বোচ্চ রানের রেকর্ডটি ভেঙেছে। ৪৮ বছর আগে কানপুরে বিষেণ সিং বেদির ভারত ৭ উইকেটে ৫২৪ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল। ভারতের ইনিংসে ৬ জন হাফসেঞ্চুরি করেছিলেন। ছিল না সেঞ্চুরির ইনিংস। সেঞ্চুরিবিহীন কোনো ইনিংসের সর্বোচ্চ স্কোর ছিল এতদিন এটা। এবার সেটা ভেঙেছে শ্রীলঙ্কা। চট্টগ্রামে দলটি ৬ হাফসেঞ্চুরিতে ৫৩১ রান করেছে। এখন এটাই কোনো ইনিংসে সেঞ্চুরিবিহীন সর্বোচ্চ দলগত স্কোর। সফরকারীরা প্রথম দিন শেষ করেছিল ৪ উইকেটে ৩১৪ রান তুলে। হাফসেঞ্চুরি করেছিলেন নিশান মদুশাঙ্কা ৫৭, দিমুথ করুণারতেœ ৮৬ ও কুশল মেন্ডিস ৯৩। গতকাল হাফসেঞ্চুরির ইনিংস খেলেন দিনেশ চান্দিমল ৫৯, অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ৭০ ও কামিন্দু মেন্ডিস ৯২*। এর মধ্যে ধনাঞ্জয় ও কামিন্দু যদি তিন অঙ্কের জাদুকরী ইনিংস খেলতেন, তাহলে টানা তিন ইনিংসের সেঞ্চুরির রেকর্ড গড়তেন। ৬ হাফসেঞ্চুরিতে ৫৩১ রান শ্রীলঙ্কার আবার তৃতীয় সর্বোচ্চ। ২০১৮ সালে এই মাঠে দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ৭১৩ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল দ্বীপরাষ্ট্র। ২০১৪ সালে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ৫৮৭ রান করেছিল। গতকাল বাংলাদেশ ১৫ ওভার ব্যাটিং করে। হারায় মাহামুদুল জয়কে ব্যক্তিগত ২১ রানে। আরেক ওপেনার জাকির হাসান ২৮ রান নিয়ে দিন পার করেছে ‘নাইটওয়াচম্যান’ তাইজুল ইসলামকে নিয়ে।
শিরোনাম
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
চট্টগ্রাম টেস্টে সুবিধাজনক অবস্থানে শ্রীলঙ্কা
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর