লাহিরু কুমারার ইনসুইংটা যদি সামাল দিতে পারতেন মাহামুদুল হাসান জয়, তাহলে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনটি বিনা উইকেটেই কাটাতে পারত বাংলাদেশ। স্কোর বোর্ডে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ৫৩১ রানের জবাবে নাজমুল বাহিনীর নামের পাশে লেখা থাকত বিনা উইকেট। কিন্তু সেটা হয়নি। মাহামুদুল জয় বোল্ড হয়ে যান লাহিরুর বলে। স্বাগতিকরা তাই দিন শেষ করে ১ উইকেটে ৫৫ রান নিয়ে। আজ হাতে ৯ উইকেট ও ৪৭৬ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করবে। সিলেট টেস্ট জিতে সিরিজে এগিয়ে থাকা শ্রীলঙ্কা গতকাল নতুন একটি বিশ্বরেকর্ড গড়েছে। ১৯৭৬ সালের নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের সর্বোচ্চ রানের রেকর্ডটি ভেঙেছে। ৪৮ বছর আগে কানপুরে বিষেণ সিং বেদির ভারত ৭ উইকেটে ৫২৪ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল। ভারতের ইনিংসে ৬ জন হাফসেঞ্চুরি করেছিলেন। ছিল না সেঞ্চুরির ইনিংস। সেঞ্চুরিবিহীন কোনো ইনিংসের সর্বোচ্চ স্কোর ছিল এতদিন এটা। এবার সেটা ভেঙেছে শ্রীলঙ্কা। চট্টগ্রামে দলটি ৬ হাফসেঞ্চুরিতে ৫৩১ রান করেছে। এখন এটাই কোনো ইনিংসে সেঞ্চুরিবিহীন সর্বোচ্চ দলগত স্কোর। সফরকারীরা প্রথম দিন শেষ করেছিল ৪ উইকেটে ৩১৪ রান তুলে। হাফসেঞ্চুরি করেছিলেন নিশান মদুশাঙ্কা ৫৭, দিমুথ করুণারতেœ ৮৬ ও কুশল মেন্ডিস ৯৩। গতকাল হাফসেঞ্চুরির ইনিংস খেলেন দিনেশ চান্দিমল ৫৯, অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ৭০ ও কামিন্দু মেন্ডিস ৯২*। এর মধ্যে ধনাঞ্জয় ও কামিন্দু যদি তিন অঙ্কের জাদুকরী ইনিংস খেলতেন, তাহলে টানা তিন ইনিংসের সেঞ্চুরির রেকর্ড গড়তেন। ৬ হাফসেঞ্চুরিতে ৫৩১ রান শ্রীলঙ্কার আবার তৃতীয় সর্বোচ্চ। ২০১৮ সালে এই মাঠে দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ৭১৩ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল দ্বীপরাষ্ট্র। ২০১৪ সালে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ৫৮৭ রান করেছিল। গতকাল বাংলাদেশ ১৫ ওভার ব্যাটিং করে। হারায় মাহামুদুল জয়কে ব্যক্তিগত ২১ রানে। আরেক ওপেনার জাকির হাসান ২৮ রান নিয়ে দিন পার করেছে ‘নাইটওয়াচম্যান’ তাইজুল ইসলামকে নিয়ে।
শিরোনাম
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
- ভিসা আবেদনকারীদের জন্য ব্রিটিশ হাইকমিশনের সতর্কবার্তা
চট্টগ্রাম টেস্টে সুবিধাজনক অবস্থানে শ্রীলঙ্কা
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর