বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও পরিবহন বিশেষজ্ঞ সামছুল হক বলেছেন, ‘পরিবহন খাতে আইনের শাসন না থাকায় পুরো ব্যর্থ সিস্টেমে পরিণত হয়েছে। এ খাতে আইন ভাঙার সংস্কৃতি গড়ে উঠেছে। সড়ক দুর্ঘটনা কমিয়ে বিশৃঙ্খলা ঠেকাতে নিবিড় মনিটরিং প্রয়োজন। কিন্তু দূরদর্শিতা, পেশাদারিত্বের অভাবে সড়কে মৃত্যুর মিছিল বাড়ছে।’ গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, জন্মগতভাবে ৮৫ শতাংশ মানুষ আইন মানে আর ১৫ শতাংশ মানুষ আইন ভাঙতে পছন্দ করে। এটা মানবিক বৈশিষ্ট্য। এদের জন্য অন্যরাও যেন আইন ভাঙার সুযোগ না পায় সে জন্য মনিটরিং জোরদার করতে হবে। দৃষ্টান্তমূলক শাসন করলে আইন মেনে চলার প্রবণতা তৈরি হবে। উল্টোপথে আসা, ভিআইপিদের উল্টোপথে প্রটোকল দিয়ে নিয়ে আসা এসব তো নিয়মিত চিত্র হয়ে দাঁড়িয়েছে। এরকম একজনের দেখে অন্যরাও করছে। কাউকে ভুল করার সুযোগ দেওয়া যাবে না। সামছুল হক আরও বলেন, আমাদের দেশে সবার মধ্যে একটা গা ছাড়া ভাব দেখা যায়। শিক্ষিত-অশিক্ষিত কেউই আইন মানতে আগ্রহী না। এই পরিবেশটাই তৈরি হয়নি। ফুটপাতে গাড়ি পার্কিং করা, তাই বাধ্য হয়ে মানুষকে রাস্তায় নামতে হয়। পুলিশের সামনে দিয়ে রাস্তায় আনফিট লক্কড়ঝক্কড় বাস চলছে, শিশুরা লেগুনা চালাচ্ছে। পরিবহন খাতে আইনের শাসন না থাকায় ব্যর্থ সিস্টেম তৈরি হয়েছে। দূরদর্শী পেশাদারিত্বের অভাবে এ খাতে বিশৃঙ্খলা প্রকট হয়ে উঠেছে।
শিরোনাম
- সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চায় কমিশন : সিইসি
- নিউ ইস্কাটন রোডে ফ্লাইওভার থেকে ছোড়া ককটেলে পথচারী আহত
- মাদ্রাসা শিক্ষা বোর্ড : খাতা চ্যালেঞ্জে ফেল থেকে পাস ৪৫ শিক্ষার্থী
- এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে সবুজায়ন করার উদ্যোগ
- মেক্সিকোতে জেন-জির বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ১২০
- আইপিএলে কে কোন দলে, দেখুন পূর্ণাঙ্গ স্কোয়াড
- ঢাকা বোর্ডে পুনর্নিরীক্ষায় নতুন জিপিএ–৫ পেল ২০১ শিক্ষার্থী
- চোখ বন্ধ, হাসি নেই: এক ক্লিকেই ঠিক করবে গুগল ফটোস
- মিস ইউনিভার্স মঞ্চে কঠিন বাস্তবতার কথা জানালেন বাংলাদেশের মিথিলা
- আন্তর্জাতিক সহনশীলতা দিবস আজ
- 'দাউদের মাদক পার্টিতে নোরা', পুলিশের নজরে অভিনেত্রী
- অ্যাশেজের প্রথম টেস্টে উডকে নিয়ে শঙ্কা নেই
- সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে আগুন
- চীনা বিনিয়োগে বৈশ্বিক রপ্তানিকেন্দ্র হওয়ার বিশাল সম্ভাবনা বাংলাদেশের
- ফুয়াদের সুরে কনার গান
- অস্ট্রেলিয়ার এমপিদের সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের
- ২৬ বাংলাদেশি নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, চারজনের মৃত্যু
- কাতারের ক্লাব আল সাদে মানচিনি
- কাভিশ ব্যান্ডের সঙ্গে এক মঞ্চে শিরোনামহীন-মেঘদল
- যান্ত্রিক ত্রুটির কারণে গাজীপুরে চলন্ত বাসে আগুন!