নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেছেন, সড়কের সঙ্গে যারা জড়িত অর্থাৎ সড়ক সেক্টরের সঙ্গে জড়িত ও পরিবহন নেতাদের কথা সরকার যতদিন শুনবে ততদিন সড়কে দুর্ঘটনা কমবে না। সরকার তাদের খুশি করার জন্য যতদিন কাজ করবে ততদিন এই দুর্ঘটনা চলতেই থাকবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি এসব কথা বলেন। ইলিয়াস কাঞ্চন বলেন, নিরাপদ সড়কের জন্য জাতিসংঘ পাঁচটি নির্দেশনা দিয়েছে, প্রথমত. সড়ক বিশেষজ্ঞদের নিয়ে ম্যানেজমেন্ট বডি তৈরি করা। তাদের ব্যবস্থাপনায় সড়কে পরিবহন চলবে। দ্বিতীয়ত. নিরাপদ সড়ক তৈরি করা। নিরাপদ সড়কেরও এখন ক্যাটাগরি রয়েছে। হোটেলের যেমন মান অনুযায়ী থ্রি স্টার, ফোর ও ফাইভ স্টার রয়েছে, তেমনি সড়কের স্টার ক্যাটাগরি রয়েছে। সড়কের সুযোগ-সুবিধা অনুযায়ী এই ক্যাটাগরি করা হয়। কিন্তু আমাদের কোনো ক্যাটাগরি নেই। তৃতীয়ত. নিরাপদ গাড়ি থাকবে। আমাদের নিরাপদ গাড়ি কোনটা! নিরাপদ গাড়ি এভাবে কি নিয়ন্ত্রণ হারায় নাকি? নিরাপদ গাড়ির চাকা ঠিক থাকবে, ইঞ্জিনসহ সব ঠিক থাকবে। গাড়িতে বিভিন্ন সুযোগ-সুবিধা থাকবে। কিন্তু কোনোটাই দেখছি না। চতুর্থ. যারা ব্যবহারকারী তারা নিরাপদ থাকবে। এর মধ্যে রয়েছে চালক, যাত্রী ও পথচারী। এই দেশে যে পরিবহন চালক সে কি নিরাপদ! এই যে গত কয়েকদিন আগে একটা দুর্ঘটনায় ১৫ জন মারা গেল। পরিবহন মালিকরা তো দক্ষ বা নিরাপদ চালকের হাতে দিতে পারে নাই। তাদের কি বিচার হবে? না উল্টো হয়েছে। সড়কে দুর্ঘটনার শাস্তির পরিমাণ কমাতে তারা যে সুপারিশ দিয়েছে সেটা সরকার গ্রহণ করেছে। সর্বশেষ বলা হয়েছে, যদি সড়কে কোনো দুর্ঘটনা ঘটেই যায় তাহলে এক ঘণ্টার মধ্যে আক্রান্ত ব্যক্তিদের সুচিকিৎসা করার ব্যবস্থা করতে হবে। এরকম কোনো দৃশ্য আমাদের চোখে পড়েনি।
শিরোনাম
- ‘শাপলা যদি দিতেই চান একটু ফুটাইয়া দিলে ক্ষতি কী?’
- পাপ ও প্রতিশোধের ভয়ংকর গল্প ‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’ আসছে স্টার সিনেপ্লেক্সে
- কাশ্মীরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ঘোষণা পাকিস্তানের
- নিজেদের সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রুশ কমান্ডাররা
- সুদানের এল ফাশেরে ১৪ হাজারের বেশি বেসামরিক নিহত
- বিএমএ ‘হল অব ফেইম’-এ অন্তর্ভুক্ত হলেন নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান
- তুরস্কের অনুরোধে আফগানিস্তান-পাকিস্তান ফের আলোচনায় বসছে
- মহাকাশ মিশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী
- প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি গঠন
- রাবিতে যাতায়াত সুবিধায় ই-কার সার্ভিস চালুর ঘোষণা
- কুমিল্লায় নিখোঁজের ৭ দিন পর শিশু আদিবার মরদেহ উদ্ধার
- ইরানের চাবাহার বন্দর নিয়ে মার্কিন নিষেধাজ্ঞায় ছাড় পেল ভারত
- ছাত্ররাই যুগে যুগে দেশকে রাহুমুক্ত করেছে: টুকু
- নির্বাচনী আইন ও বিধি সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা জরুরি
- স্থানীয় স্তরে সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগের আহ্বান
- ভিয়েতনামে বন্যায় ১০ জনের প্রাণহানি
- মোংলায় পুষ্টি, স্বাস্থ্যবিধি ও বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম
- রংপুরে দুই ক্লিনিকের অপারেশন থিয়েটার ও একটি ডায়াগনোস্টিক সেন্টার সিলগালা
- দেশব্যাপী চলছে ওয়ালটনের আইটি ফেয়ার, পণ্য ক্রয়ে থাকছে বিশেষ সুবিধা
- মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী করতে নতুন অধ্যাদেশ অনুমোদন
গুরুত্ব পায় পরিবহন নেতাদের খুশি
---- ইলিয়াস কাঞ্চন
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর