স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা মনে করেছিলাম ছাত্ররা তাৎক্ষণিকভাবে আদালতের রায়কে স্বাগত জানিয়ে আন্দোলন বন্ধ করে শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যাবেন। কিন্তু দুঃখের সঙ্গে দেখলাম, তারা এ কাজটি করেননি। কারণ তারা নিজেদের দ্বারা নিয়ন্ত্রিত নন- এটি প্রমাণিত হয়েছে। তারা এখন জামায়াত-বিএনপি ও জঙ্গিদের ক্রীড়নক। আন্দোলনকারীদের প্রধান আক্রোশই ছিল পুলিশ ও আওয়ামী লীগের প্রতি। কোটা আন্দোলন চলাকালে সহিংসতায় নারায়ণগঞ্জে ক্ষতিগ্রস্ত সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনের পর গতকাল দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন আইজিপি আবদুল্লাহ আল মামুন, স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি নূরুল ইসলাম, জেলা প্রশাসক মো. মাহমুদুল হক, র্যাব-১১ সিও তানভীর মাহমুদ পাশা ও নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোটা আন্দোলনের সমন্বয়কারী তিনজনকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। কারা তাদের আক্রমণ করতে চায়, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ছাত্র আন্দোলনের নেতারা নতুন যে আট দাবি দিয়েছে, প্রধানমন্ত্রী বলেছেন- যৌক্তিক দাবিগুলো পর্যায়ক্রমে মেনে নেওয়া হবে। মন্ত্রী কোটা নিয়ে আদালতের রায় প্রসঙ্গে বলেন, মুক্তিযোদ্ধার সন্তানদের ইতোমধ্যে ৩০ বছর পার হয়ে গেছে। তাই মুক্তিযোদ্ধার কোটা আর তাদের মধ্যে থাকবে না। অলরেডি এটিও মেধার তালিকায় চলে গেছে। কাজেই মেধা এখন ৯৮ শতাংশ (৯৩+৫=৯৮)। তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। সংঘাতে একদল আক্রমণ করেছে। একদল গুজব ছড়িয়েছে। এ রকম সংঘবদ্ধ আক্রমণ শুধুমাত্র ডেডিকেটেড ফোর্সরাই করতে পারে। যা জামায়াত-বিএনপি এবং জঙ্গিদের রয়েছে। আমরা এর প্রমাণও পাচ্ছি। পুলিশ বাহিনী অত্যন্ত ধৈর্যের সঙ্গে সবকিছু মোকাবিলা করেছে। শিশুদের সংঘাতে নামিয়ে মানবঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে। যার কারণে আমাদের পুলিশকে সময় নিতে হয়েছে। তিনি গুজবের বিরুদ্ধে সত্যি ঘটনাটা দেশবাসীর কাছে তুলে ধরার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনেক সাধারণ মানুষ ও ছাত্রলীগের অনেকে শাহাদাতবরণ করেছেন। তিনজন পুলিশ ও একজন আনসার শাহাদাতবরণ করেছেন। একজন পুলিশ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আমাদের এক পুলিশ সদস্যকে মেরে ঝুলিয়ে রাখা হয়। গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের পিএসকে মেরে ঝুলিয়ে রাখা হয়।
শিরোনাম
- ওসি প্রদীপের স্ত্রী চুমকির জামিন স্থগিত
- হালাল পণ্যের বাজার প্রসারে কাজ করবে বাংলাদেশ-মালয়েশিয়া
- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনও’র মতবিনিময়
- তুলে নেওয়া ৭৮ বাংলাদেশি মৎস্যজীবীকে ফেরতের প্রক্রিয়া চলছে: ওড়িশা পুলিশ
- ৪৭তম বিসিএসের আবেদন শুরুর তারিখ জানাল পিএসসি
- শেকৃবিতে কম খরচে অধিক উৎপাদনশীল ‘সাউ রাস’ প্রযুক্তির কর্মশালা
- শুধু মেয়ে নয়, দেশে নাবালক ছেলেদেরও বিয়ে দেয়া হচ্ছে
- কালিহাতীতে ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ
- টাঙ্গাইলে মওলানা ভাসানীর ১৪৪তম জন্মবার্ষিকী পালিত
- অন্যায়ভাবে হামলা-মামলাকারীদের বিচারের আওতায় আনা হবে : ডিএমপি কমিশনার
- জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের মামলায় দণ্ডিত বিএনপি নেতা মিজানুরের জামিন
- অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের
- পতেঙ্গায় বিমান কর্মচারীর মরদেহ উদ্ধার
- ভাঙ্গায় বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
- অপহরণ ও ধর্ষণে সহযোগিতা : সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র রিমান্ডে
- ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগেই পদত্যাগের ঘোষণা এফবিআই পরিচালকের
- চট্টগ্রামে মেহেদী অনুষ্ঠানে যাওয়ার পথে যুবক নিহত
- ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ
- ২০৩৪ বিশ্বকাপ হবে ‘সর্বকালের সেরা’: রোনালদো
- বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ