কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়করা অধিকাংশই সাধারণ শিক্ষার্থী নন। তাদের অনেকেই কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফরম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ নেতা-কর্মী। যদিও তাদের বেশির ভাগ নেতা-কর্মী বর্তমানে গণতান্ত্রিক ছাত্র শক্তির (ছাত্র অধিকার পরিষদ)। তবে তাদের কিছু নেতা-কর্মী ছাত্র ফেডারেশনের। গোয়েন্দারা বলছেন, বর্তমানে এসব নেতা-কর্মীরা গণতান্ত্রিক ছাত্র শক্তির ব্যানারে কাজ করলেও তাদের অনেকেরই শেকড় জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্র শিবিরে। তবে কৌশল করেই তাদের কোনো পদে রাখা হয়নি। কোটা আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার তিন সমন্বয়কে হেফাজতে নিয়েছে ডিবি। তারা তিনজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ডিবি বলছে, তাদের সেফটি-সিকিউরিটি দিতেই হেফাজতে নেওয়া হয়েছে। জানা গেছে, সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র নাহিদ ইসলাম গণতান্ত্রিক ছাত্রশক্তির কেন্দ্রীয় সদস্য সচিব। আরেক সমন্বয়ক ভাষাবিজ্ঞানের ছাত্র আসিফ মাহমুদ গণতান্ত্রিক ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক। ভূতত্ত্ব বিভাগের ছাত্র সমন্বয়ক আবু বাকের মজুমদার ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব। ইংলিশ ফর স্পিকার্স অব আদার ল্যাংগুয়েজেস বিভাগের ছাত্র সমন্বয়ক আবদুুল হান্নান মাসউদ ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সদস্য সচিব। ফিন্যান্স বিভাগের ছাত্র সমন্বয়ক সোহাগ মিয়াও ছাত্রশক্তির সঙ্গে যুক্ত। সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র সমন্বয়ক আবদুুল কাদের ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ১ নম্বর যুগ্ম আহ্বায়ক। গণিত বিভাগের ছাত্র সহ-সমন্বয়ক আবদুল্লাহ সালেহীন অয়ন ছাত্র শক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহ-সমন্বয়ক রিফাত রশিদ এবং সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র সহ-সমন্বয়ক হাসিব আল ইসলাম। তারা দুজনই ছাত্র শক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল শাখার সমন্বয়ক নুসরাত তাবাসসুম। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রী এবং গণতান্ত্রিক ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির ১ নম্বর যুগ্ম সদস্য সচিব। বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল শাখার সমন্বয়ক রাফিয়া রেহনুমা হৃদি ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ১ নম্বর যুগ্ম সদস্য সচিব। সুফিয়া কামাল হল শাখার সমন্বয়ক উমামা ফাতেমা প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের ছাত্র। তিনি অবশ্য ছাত্র ফেডারেশনের নেত্রী। তিনি সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব। সূত্র বলছে, গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতা-কর্মীদের মধ্যে রয়েছেন, নাহিদ ইসলাম, আসিফ মাহামুদ, মাহিন সরকার, সোহাগ মিয়া, আবুল কাদের, রিফাত রশিদ, হাসিব আল ইসরাম, নুসরাত তাবাসুম, রাফিয়া নেহনুমা। ছাত্রলীগের অনুসারী সারজিস আলম।
শিরোনাম
- শিরোনামহীনের 'এই অবেলায় ২' আসছে ডিসেম্বরে
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিল শুনানি চলছে
- ভারতে দিওয়ালিতে জনপ্রিয় এক বাজি ফেটে অন্ধ বহু শিশু-কিশোর
- ভূমধ্যসাগরে নৌকাডুবি: ১৮ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার
- রাজনীতির বিবর্তন! বানর থেকে বিজ্ঞানী
- ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২৫ অঙ্গরাজ্যের মামলা
- ছাত্র-জনতার আন্দোলনে প্রকাশ্যে গুলি, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- সহজ জয়ে সিরিজে এগিয়ে দক্ষিণ আফ্রিকা
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন
- কদাকার বিষোদ্গার : ছাড় নেই সেনাবাহিনীরও
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি?
- বাতিল হতে যাচ্ছে ১২৭ ‘জুলাই যোদ্ধার’ গেজেট
- ৪ হাজার কোটি টাকার মিল হাতিয়ে নেন পানির দরে
- হা-মীম গ্রুপের প্রতিষ্ঠান রিফাত গার্মেন্টসের বিরুদ্ধে বিপুল কর ফাঁকির অভিযোগ
- মেলিসায় বিপর্যস্ত জ্যামাইকা, ক্যারিবীয় অঞ্চলে নিহত ৭
- ভারতে আঘাত হানলো ঘূর্ণিঝড় মোন্থা
- রেকর্ড ২৭১ দিন শূকরের কিডনি নিয়ে বেঁচে ছিলেন অ্যান্ড্রুজ
- চ্যাটজিপিটিতে ব্যবহার করা যাবে জনপ্রিয় একাধিক অ্যাপ
- জার্মানিতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
কোটা সংস্কার আন্দোলন
রাজনৈতিক পরিচয় আছে অধিকাংশ সমন্বয়কের
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর