কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়করা অধিকাংশই সাধারণ শিক্ষার্থী নন। তাদের অনেকেই কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফরম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ নেতা-কর্মী। যদিও তাদের বেশির ভাগ নেতা-কর্মী বর্তমানে গণতান্ত্রিক ছাত্র শক্তির (ছাত্র অধিকার পরিষদ)। তবে তাদের কিছু নেতা-কর্মী ছাত্র ফেডারেশনের। গোয়েন্দারা বলছেন, বর্তমানে এসব নেতা-কর্মীরা গণতান্ত্রিক ছাত্র শক্তির ব্যানারে কাজ করলেও তাদের অনেকেরই শেকড় জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্র শিবিরে। তবে কৌশল করেই তাদের কোনো পদে রাখা হয়নি। কোটা আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার তিন সমন্বয়কে হেফাজতে নিয়েছে ডিবি। তারা তিনজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ডিবি বলছে, তাদের সেফটি-সিকিউরিটি দিতেই হেফাজতে নেওয়া হয়েছে। জানা গেছে, সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র নাহিদ ইসলাম গণতান্ত্রিক ছাত্রশক্তির কেন্দ্রীয় সদস্য সচিব। আরেক সমন্বয়ক ভাষাবিজ্ঞানের ছাত্র আসিফ মাহমুদ গণতান্ত্রিক ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক। ভূতত্ত্ব বিভাগের ছাত্র সমন্বয়ক আবু বাকের মজুমদার ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব। ইংলিশ ফর স্পিকার্স অব আদার ল্যাংগুয়েজেস বিভাগের ছাত্র সমন্বয়ক আবদুুল হান্নান মাসউদ ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সদস্য সচিব। ফিন্যান্স বিভাগের ছাত্র সমন্বয়ক সোহাগ মিয়াও ছাত্রশক্তির সঙ্গে যুক্ত। সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র সমন্বয়ক আবদুুল কাদের ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ১ নম্বর যুগ্ম আহ্বায়ক। গণিত বিভাগের ছাত্র সহ-সমন্বয়ক আবদুল্লাহ সালেহীন অয়ন ছাত্র শক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহ-সমন্বয়ক রিফাত রশিদ এবং সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র সহ-সমন্বয়ক হাসিব আল ইসলাম। তারা দুজনই ছাত্র শক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল শাখার সমন্বয়ক নুসরাত তাবাসসুম। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রী এবং গণতান্ত্রিক ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির ১ নম্বর যুগ্ম সদস্য সচিব। বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল শাখার সমন্বয়ক রাফিয়া রেহনুমা হৃদি ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ১ নম্বর যুগ্ম সদস্য সচিব। সুফিয়া কামাল হল শাখার সমন্বয়ক উমামা ফাতেমা প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের ছাত্র। তিনি অবশ্য ছাত্র ফেডারেশনের নেত্রী। তিনি সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব। সূত্র বলছে, গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতা-কর্মীদের মধ্যে রয়েছেন, নাহিদ ইসলাম, আসিফ মাহামুদ, মাহিন সরকার, সোহাগ মিয়া, আবুল কাদের, রিফাত রশিদ, হাসিব আল ইসরাম, নুসরাত তাবাসুম, রাফিয়া নেহনুমা। ছাত্রলীগের অনুসারী সারজিস আলম।
শিরোনাম
- টিকটকের নাচের ভিডিও বেশ ঝামেলায় ট্রাম্পের নাতনি
- ধুঁকছে শিল্প, স্বস্তি চান উদ্যোক্তারা
- ভারতের ৯ বিমানবন্দরে তুর্কি সেলেবি এভিয়েশনের লাইসেন্স বাতিল
- রাশিয়ার সাইবেরিয়ায় ভয়াবহ দাবানলে ৬ লাখ হেক্টরের বেশি বনভূমি পুড়ে ছাই
- ‘পারমাণবিক ব্ল্যাকমেইল ছাড়াই ভারতকে প্রতিহত করতে সক্ষম পাকিস্তান’
- “আবাসনের দাবি ন্যায্য”, জবি শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস উপদেষ্টা মাহফুজের
- 'জবি শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিতে দ্রুত আলোচনায় বসুন'
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. আসিফ নজরুলের সৌজন্য সাক্ষাৎ
- ১৪ মে জবির কালো দিবস ঘোষণা, জুমার নামাজের পর থেকে গণঅনশন
- টানা ৩৩ ঘণ্টা ধরে তিন দফা দাবিতে আন্দোলন করছেন জবি শিক্ষার্থীরা
- পুতিন আর আমি একসঙ্গে না বসা পর্যন্ত কিছুই ঘটবে না, ইউক্রেন ইস্যুতে ট্রাম্প
- দেশজুড়ে অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৭৮৯ জন
- চিলি-কলম্বিয়া ম্যাচের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা, ফিরলেন মেসি
- ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন স্পেনের
- কমলো স্বর্ণের দাম
- ইন্দোনেশিয়ায় সেনা অভিযানে ১৮ বিচ্ছিন্নতাবাদী নিহত
- আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিতে চট্টগ্রাম ত্যাগ করল “বানৌজা খালিদ বিন ওয়ালিদ”
- মার্কিন পণ্যে সব ধরনের শুল্ক প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে ভারত
- হানিট্র্যাপে ব্ল্যাকমেইল, ট্রান্সজেন্ডার নারী আটক
- পটুয়াখালীতে মাদক মামলায় চান মিয়ার ৫ বছরের কারাদণ্ড
কোটা সংস্কার আন্দোলন
রাজনৈতিক পরিচয় আছে অধিকাংশ সমন্বয়কের
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর